সোয়ানসি সিটি অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব

সোয়ানসি সিটি ফুটবল ক্লাব (/ˈswɒnzi ˈsɪti/; ওয়েলশ: Clwb Pêl-droed Dinas Abertawe) দক্ষিণ ওয়েলসের সোয়ানসি ভিত্তিক একটি পেশাদার ফুটবল ক্লাব যারা প্রিমিয়ার লীগে খেলে থাকে। যদিও পূর্বে সোয়ানসি ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশগ্রহণের সময় ওয়ালেসকে প্রতিনিধিত্ব করত বর্তমানে তারা ইংল্যান্ডকে প্রতিনিধিত্ব করে। তারা তাদের হোম খেলাগুলো লিবার্টি স্টেডিয়ামে খেলে থাকে।

সোয়ানসি সিটি
পূর্ণ নামসোয়ানসি সিটি ফুটবল ক্লাব
ডাকনামদ্যা জ্যাক্স, দ্যা সোয়ানস
প্রতিষ্ঠিত১৯১২ (1912) (সোয়ানসি টাউন হিসেবে)
মাঠলিবার্টি স্টেডিয়াম, সোয়ানসি
ধারণক্ষমতা২০,৭৫০ [1]
চেয়ারম্যানহু জেনকিন্স
ম্যানেজারগ্যারে মোঙ্ক
লীগপ্রিমিয়ার লীগ
২০১৩-১৪প্রিমিয়ার লিগ, ১২তম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট

এই ক্লাবটি ১৯১২ সালে সোয়ানসি টাউন হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং ১৯২১ সালে প্রথমবারের মত ফুটবল লীগে অংশগ্রহণ করে। ১৯৬৯ সালে সোয়ানসিকে নগরী ঘোষণা করার পর ক্লাবটির নাম পরিবর্তন করে সোয়ানসি সিটি রাখা হয়।[2]

১৯৮১ সালে ক্লাবটি ফুটবল লীগ প্রথম ডিভিশনে উন্নীত হয়। এর পরের মৌসুমে ক্লাবটি শিরোপা জয়ের বেশ কাছাকাছি পৌঁছে গিয়েছিল যদিও শেষের দিকে খারাপ ফলের কারনে ৬ষ্ঠ স্থান লাভ করে যা এখন ক্লাবটির সর্বোচ্চ সাফল্য। সোয়ানসি সিটি সাপোর্টার সোসাইটি লিমিটেডের কাছে ক্লাবটির ২০ শতাংশ মালিকানা রয়েছে,[3] যা স্পোর্টস ডিরেক্টের ভাষায় কোন সমর্থক গোষ্ঠী কর্তৃক সর্বোচ্চ সম্পৃক্ততার উদাহারন।[4]

২০১১ সালে, সোয়ানসি সিটি ইংলিশ প্রিমিয়ার লীগে ওয়েলসের প্রথম ফুটবল ক্লাব হিসেবে উন্নীত হয়। ২০১৩ সালের ২৪ ফেব্রুয়ারি, সোয়ানসি সিটি ২০১৩ ইংলিশ লীগ কাপের ফাইনালে ব্রাডফোর্ড সিটিকে ৫-০ গোলে পরাজিত করে ক্লাবের ইতিহাসে প্রথম কোন প্রধান ট্রফি জিততে সমর্থ হয় এবং ২০১৩-১৪ উয়েফা ইউরোপা লীগে খেলার যোগ্যতা অর্জন করে।[5]

তথ্যসূত্র

  1. "Premier League Handbook Season 2013/14" (PDF)Premier League। সংগ্রহের তারিখ ১৭ আগস্ট ২০১৩
  2. "Online exhibition: The City of Swansea celebrates its 40th anniversary – City and County of Swansea"। Swansea.gov.uk। ৪ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০১২
  3. "Ownership statement"। ২১ অক্টোবর ২০১০। ২৩ নভেম্বর ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১১
  4. "Swansea City fans a major influence as government encourages role of supporters' trusts"। WalesOnline। ১৯ ফেব্রুয়ারি ২০১২।
  5. "Swansea captures first major trophy"। FoxSports। ২৪ ফেব্রুয়ারি ২০১৩।

বহিঃসংযোগ

অন্যান্য সংযোগসমূহ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.