উইগান অ্যাথলেটিক ফুটবল ক্লাব

উইগান অ্যাথলেটিক ফুটবল ক্লাব ইংল্যান্ডের গ্রেটার ম্যানচেস্টার, উইগানে অবস্থিত পেশাদার ইংরেজ ফুটবল ক্লাব। ২০০৫ সালে উইগান প্রথমবারের মতো ফুটবল লীগ চ্যাম্পিয়নশিপ খেলার টিকেট লাভ করে। ২০০৫ সালে তারা কোকা-কোলা চ্যাম্পিয়নশিপএ দ্বিতীয় স্থান দখল করার মাধ্যমে প্রিমিয়ার লীগে খেলার যোগ্যতা অর্জন করে।

উইগান অ্যাথলেটিক
পূর্ণ নামউইগান অ্যাথলেটিক ফুটবল ক্লাব
ডাকনামদ্য লাটিক্‌স
প্রতিষ্ঠিত১৯৩২
মাঠজেজেবি স্টেডিয়াম
উইগান
গ্রেটার ম্যানচেস্টার
ইংল্যান্ড
ধারণক্ষমতা২৫,১৩৮[1]
চেয়ারম্যান ডেভিড হয়েলান
টিম ম্যানেজার স্টিভ ব্রুস
লীগপ্রিমিয়ার লীগ
২০০৬-০৭প্রিমিয়ার লীগ, ১৭তম

তথ্যসূত্র

  1. "JJB Stadium - Facts & Figures"Wigan Warriors। ২০০৬-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৬-১২-২৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.