কাদ্রিওর্গ স্টেডিয়াম
কাদ্রিওর্গ স্টেডিয়াম (এস্তোনীয়: কাদ্রিওরু স্তাদিওন) হচ্ছে এস্তোনিয়ার তাল্লিনের একটি বহুমুখী স্টেডিয়াম। এটি বর্তমানে প্রধানত ফুটবল ম্যাচের জন্য এবং এফসিআই লেভাদিয়া তাল্লিনের নিজস্ব স্টেডিয়াম হিসেবে ব্যবহৃত হয়। এই স্টেডিয়ামটির ধারণক্ষমতা ৫,০০০[3] এবং ১৯২৬ সালে এটির নির্মাণ করা শেষ হয়েছিল। কাদ্রিওর্গ স্টেডিয়ামটি কাদ্রিওর্গ প্রাসাদের নিকটে কাদ্রিওর্গ শহরের প্রায় ২ কিলোমিটার পূর্বে অবস্থিত। এই স্টেডিয়ামের ঠিকানা হচ্ছে রোহেলাইন এএএস ২৩, ১০১৫০ তাল্লিন।
![]() | |
প্রাক্তন নাম | দুনামো স্তাদিওন |
---|---|
অবস্থান | তাল্লিন, এস্তোনিয়া |
ধারণক্ষমতা | ৫,০০০ |
মাঠের আয়তন | ১০৩×৬৬ মিটার[1] |
উপরিভাগ | ঘাস |
নির্মাণ | |
কপর্দকহীন ভূমি | ১৯২৪ |
উন্মোচন | ১৩ জুন ১৯২৬[2] |
পুন: সংস্কার | ১৯৯৯–২০০০ |
স্থপতি | কার্ল বারম্যান, রেনার |
ভাড়াটিয়া | |
এফসিআই লেভাদিয়া তাল্লিন (মেইস্ত্রিলিগা) |
২০০১ সালের পূর্বে যখন এ. এল লে কক এরিনা তৈরি করা হয়েছিল তখন কাদ্রিওর্গ এস্তোনিয়া জাতীয় ফুটবল দলের নিজস্ব স্টেডিয়াম হিসেবে ব্যবহৃত হতো।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে কাদ্রিওর্গ স্টেডিয়াম সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.