মাল্টা
মাল্টা (/ˈmɒltə/,[10] /ˈmɔːltə/ (
প্রজাতন্ত্রী মাল্টা Repubblika ta' Malta (মাল্টীয়) ইর্রেপুব্ব্লিকা তা মাল্তা |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
নীতিবাক্য: Virtute et constantia "Strength and Consistency" |
||||||
জাতীয় সঙ্গীত: L-Innu Malti The Maltese Hymn |
||||||
![]() মাল্টা-এর অবস্থান (green circle) – Europe-এ (light green & dark grey) মাল্টা-এর অবস্থান (green circle) – Europe-এ (light green & dark grey) |
||||||
রাজধানী | ভাল্লেত্তা | |||||
বৃহত্তম town | St. Paul's Bay | |||||
সরকারি ভাষা | Maltese,[e] English | |||||
Other language | Italian (66% conversational)[1] | |||||
জাতিগোষ্ঠী(2011[2]) |
|
|||||
ধর্ম | Catholicism | |||||
জাতীয়তাসূচক বিশেষণ | Maltese | |||||
সরকার | Unitary parliamentary constitutional republic | |||||
• | President | George Vella | ||||
• | Prime Minister | Joseph Muscat | ||||
আইন-সভা | House of Representatives | |||||
Independence from the United Kingdom | ||||||
• | State of Malta | 21 September 1964 | ||||
• | Republic | 13 December 1974 | ||||
আয়তন | ||||||
• | মোট | ৩১৬[3] কিমি২ (186th) ১২২ বর্গ মাইল |
||||
• | জল/পানি (%) | 0.001 | ||||
জনসংখ্যা | ||||||
• | 2018 আনুমানিক | 475,700[4] (171st) | ||||
• | 2011 আদমশুমারি | 416,055[2] | ||||
• | ঘনত্ব | 1,457[2]/কিমি২ (8th) ৪/বর্গ মাইল |
||||
মোট দেশজ উৎপাদন (ক্রয়ক্ষমতা সমতা) |
2018 আনুমানিক | |||||
• | মোট | $20.823 billion[5] | ||||
• | মাথা পিছু | $44,587[5] | ||||
মোট দেশজ উৎপাদন (নামমাত্র) | 2018 আনুমানিক | |||||
• | মোট | $14.270 billion[5] | ||||
• | মাথা পিছু | $30,555[5] | ||||
জিনি সহগ (2017) | ![]() নিম্ন · 15th |
|||||
মানব উন্নয়ন সূচক (2017) | ![]() অতি উচ্চ · 29th |
|||||
মুদ্রা | Euro (€)[c] (EUR) | |||||
সময় অঞ্চল | Central European Time (ইউটিসি+1) | |||||
• | গ্রীষ্মকালীন (ডিএসটি) | Central European Summer Time (ইউটিসি+2) | ||||
তারিখ বিন্যাস | dd/mm/yyyy (AD) | |||||
গাড়ী চালনার দিক | left | |||||
কলিং কোড | +356 | |||||
অবতারমূলক সাধুs | Paul the Apostle, Saint Publius, and Agatha of Sicily[8] | |||||
ইন্টারনেট টিএলডি | .mt[d] | |||||
ওয়েবসাইট gov |
||||||
ক. | ^ Languages other than the mother tongue of Maltese[1] | |||||
খ. | ^ Maltese nationals as referred to in the 2011 census[2] | |||||
গ. | ^ Maltese lira before 2008 | |||||
ঘ. | ^ Also .eu, shared with other European Union member states | |||||
ঙ. | ^ Also Maltese Sign Language[9] |
ভাষা
মল্টার ভাষা ও ইংরেজি ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র মাল্টার সরকারি ভাষা। এখানকার প্রায় সবাই মাল্টীয় ভাষাতে কথা বলে। এছাড়াও প্রায় ৮০% লোক ইংরেজিতে, ৬৬% লোক ইতালীয় ভাষাতে এবং ১৭% লোক ফরাসি ভাষাতে কথা বলতে পারে।[12] স্কুল কলেজে এগুলি ছাড়াও জার্মান, রুশ ও স্পেনীয় ভাষাও শিক্ষা দেওয়া হয়।
জনসংখ্যা
দেশটির মোট আয়তন মাত্র ৩১৬ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় সাড়ে ৪ লাখ। ঘনত্বের বিচারে পৃথিবীর অন্যতম জনবহুল একটি দেশ।[11]
অর্থনীতি
দেশটির মাথাপিছু আয় প্রায় ৪৫ হাজার ৬০৬ ডলার। এর অর্থনীতির মূল চালিকা শক্তি হলো বৈদেশিক বাণিজ্য। দেশটি পৃথিবীর অন্যান্য দেশের নৌবাণিজ্যের শিপমেন্ট পয়েন্ট হিসেবে কাজ করে। এছাড়া বৈদ্যুতিক সরঞ্জাম ও টেক্সটাইল শিল্প এবং পর্যটন শিল্প এর অর্থিনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।[11]
তথ্যসূত্র
- "Europeans and their Languages" (PDF)। European Commission। Special Eurobarometer। সংগ্রহের তারিখ ২৫ অক্টোবর ২০১৮।
- Census 2011. National Statistics Office, Malta
- Zammit, Andre (১৯৮৬)। "Valletta and the system of human settlements in the Maltese Islands"। Ekistics। 53 (316/317): 89–95। জেস্টোর 43620704।
- "Eurostat: Population on 1 January" (PDF)। Eurostat। ১৪ জুন ২০১৮।
- "Malta"। International Monetary Fund।
- "Gini coefficient of equivalised disposable income - EU-SILC survey"। ec.europa.eu। Eurostat। সংগ্রহের তারিখ ৭ মার্চ ২০১৯।
- "2018 Human Development Report"। United Nations Development Programme। ২০১৮। সংগ্রহের তারিখ ১৪ সেপ্টেম্বর ২০১৮।
- Lesley, Anne Rose (১৫ এপ্রিল ২০০৯)। Frommer's Malta and Gozo Day by Day। John Wiley & Sons। পৃষ্ঠা 139। আইএসবিএন 978-0470746103।
- "Maltese sign language to be recognised as an official language of Malta"। The Malta Independent।
- See entry for 'Malta' in the Shorter Oxford English Dictionary
- "ছোট দেশ শক্তিশালী অর্থনীতি"। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৬।
- eurobarometer; europa; [2006-02]; retrieved on [2007-04-11]