স্‌ভালবার্দ

স্‌ভালবার্দ (ইংরেজি: Svalbardনরওয়েজীয় উচ্চারণ: [ˈsʋɑ(ː)lbɑːɾ]) উত্তর মহাসাগরে অবস্থিত একটি নরওয়েজীয় দ্বীপপুঞ্জ। এটি ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ডের উত্তরে, নরওয়েউত্তর মেরুর মাঝামাঝি একটি স্থানে, নরওয়ে থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরত্বে, ৭৪° থেকে ৮১° উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত। দ্বীপগুলির মধ্যে সবচেয়ে বড়টির নাম ষ্পিৎসবের্গেন। প্রশাসনিকভাবে দ্বীপপুঞ্জটি কোনও নরওয়েজীয় কাউন্টির অন্তর্গত নয়। এটি একটি অ-একত্রীভূত অঞ্চল যেটিকে নরওয়েজীয় সরকার কর্তৃক নিযুক্ত একজন প্রশাসক শাসন করেন। ২০০২ সাল থেকে স্‌ভালবার্দের মূল লোকালয় লোঙিয়ের্বিয়েন একটি নির্বাচিত স্থানীয় সরকারের অধীনে অবস্থিত, যা মূল নরওয়েজীয় ভূখণ্ডতে অবস্থিত পৌর এলাকাগুলির সাথে সাদৃশ্যপূর্ণ। ষ্পিৎসবের্গেন দ্বীপের উত্তরে অবস্থিত ন্যু-অলেসুন্দ বসতিটি (মূলত গবেষকদের একটি কেন্দ্র) বিশ্বের সর্বউত্তরে অবস্থিত বেসামরিক লোকালয়।

স্‌ভালবার্দ
পতাকা
 স্‌ভালবার্দ-এর অবস্থান (গাঢ় সবুজ)

 Europe-এ (সবুজ & গাঢ় ধূসর)
 নরওয়ে-এ (সবুজ)

 স্‌ভালবার্দ-এর অবস্থান (গাঢ় সবুজ)

 Europe-এ (সবুজ & গাঢ় ধূসর)
 নরওয়ে-এ (সবুজ)

স্‌ভালবার্দের অবস্থান
অবস্থা অ-একত্রীভূত অঞ্চল
প্রশাসনিক কেন্দ্র
এবং বৃহত্তম নগরী
লোঙিয়ের্বিয়েন
সরকারি ভাষা নরওয়েজীয় বোকমাল
জাতিগোষ্ঠী
সার্বভৌম রাষ্ট্র টেমপ্লেট:দেশের উপাত্ত Kingdom of Norway
নেতৃবৃন্দ
   প্রশাসক শেরস্তিন আস্কহোল্‌ত (2015–)
   মোট ৬১ কিমি
২৩ বর্গ মাইল
জনসংখ্যা
   2016[1] আনুমানিক 2,667
মুদ্রা নরওয়েজীয় ক্রোনা (NOK)
সময় অঞ্চল মইস (CET) (ইউটিসি+১)
   গ্রীষ্মকালীন (ডিএসটি) মইগ্রীস (CEST) (ইউটিসি+২)
কলিং কোড +৪৭
ইন্টারনেট টিএলডি .no a
ক. .sj (বণ্টিত কিন্তু অব্যবহৃত)[2]

তথ্যসূত্র

  1. "Archived copy"। ২৪ নভেম্বর ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ ফেব্রুয়ারি ২০১৮
  2. "The .bv and .sj top level domains"Norid। ৭ ফেব্রুয়ারি ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ মার্চ ২০১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.