মেসিডোনিয়া
ভৌগোলিক মেসিডোনিয়া (ইংরেজি রূপ: Macedonia), মাকেদোনিয়া (গ্রিক রূপ: Μακεδονία), বা মাকেদনিয়া (স্লাভীয় রূপ: Македонија) দক্ষিণ-পূর্ব ইউরোপের একটি ঐতিহাসিক অঞ্চল। বর্তমানে মেসিডোনিয়ার তিনটি প্রধান অঞ্চল এবং দুটি ছোট অঞ্চল ৬টি রাষ্ট্রে অবস্থিত। প্রধান তিনটি অঞ্চল হল:
- এজীয় মেসিডোনিয়া - মেসিডোনিয়া রাজ্য - প্রাক্তন রাজ্য, এবং বর্তমান গ্রীসের বৃহত্তম অঞ্চল।
- ভার্দার মেসিডোনিয়া - মেসিডোনিয়া প্রজাতন্ত্র, প্রাক্তন যুগোস্লাভ মেসিডোনিয়া প্রজাতন্ত্র।
- পিরিন মেসিডোনিয়া - পশ্চিমাঞ্চলিক বুলগেরিয়ার ব্লাগয়েভগ্রাদ (Благоевград) অঙ্গরাজ্য।
ভৌগোলিক মেসিডোনিয়া | |
![]() ভৌগোলিক মেসিডোনিয়া অঞ্চল বর্তমানে ৬টি রাষ্ট্রের সীমান্তের ভেতরে অবস্থিত: আলবেনিয়া, কোসোভো, গ্রীস, বুলগেরিয়া, মেসিডোনিয়া প্রজাতন্ত্র, এবং সার্বিয়া | |
প্রধান অঞ্চলসমূহ: | |
বাকী অংশসমূহ: |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.