গার্নসি

গার্নসি (ইংরেজি: Guernsey) ইউরোপের মূল ভূখণ্ড ও গ্রেট ব্রিটেন দ্বীপের মধ্যবর্তী ইংলিশ চ্যানেল প্রণালীতে ফ্রান্সের নরমঁদি অঞ্চলের উপকূলের কাছে অবস্থিত একটি দ্বীপ। এটি মোটামুটিভাবে সাঁ মালো বন্দর শহরের উত্তরে এবং কোতঁতাঁ উপদ্বীপের পশ্চিমে অবস্থিত। গার্নসি ও এর আশেপাশের বেশ কিছু ক্ষুদ্রতর দ্বীপ মিলে বেইলিউইক অফ গার্নসি নামক একটি ব্রিটিশ রাজার অধীনস্থ অঞ্চল গঠন করেছে। দ্বীপটি আইনগতভাবে যুক্তরাজ্যের অন্তর্গত নয়, তবে এর প্রতিরক্ষা ও অন্যান্য বৈদেশিক সম্পর্কগুলি ব্রিটিশ সরকারই দেখাশোনা করে।[4]

গার্নসি
পতাকা জাতীয় মর্যাদাবাহী নকশা
জাতীয় সঙ্গীত: গড সেভ দ্য কুইন (সরকারি)
সার্নিয়া শেরি
[[File:
|center|250px|alt=
 গার্নসি-এর অবস্থান (বৃত্তাবদ্ধ)

বেইলিউইক অফ গার্নসি-এ (লাল)

|
 গার্নসি-এর অবস্থান (বৃত্তাবদ্ধ)

বেইলিউইক অফ গার্নসি-এ (লাল)

]]
 গার্নসি-এর অবস্থান (বৃত্তাবদ্ধ)

বেইলিউইক অফ গার্নসি-এ (লাল)

বেইলিউইক অফ গার্নসি-তে গার্নসি দ্বীপের অবস্থান
বেইলিউইক অফ গার্নসি-তে গার্নসি দ্বীপের অবস্থান
অবস্থা অধিকৃত অঞ্চল
রাজধানী
এবং বৃহত্তম নগরী
সেন্ট পিটার পোর্ট (পর সাঁ-পিয়ের)
সরকারি ভাষা
স্বীকৃত আঞ্চলিক ভাষা (সমূহ)
  • Guernésiais
  • Sercquiais
  • Auregnais c
ধর্ম চার্চ অফ ইংল্যান্ড
-এর অংশ বেইলিউইক অফ গার্নসি
নেতৃবৃন্দ
   রাণী রাণী ২য় এলিজাবেথ
   Lieutenant Governor Vice Admiral Sir Ian Corder KBE, CB
   Bailiff Sir Richard Collas
   President of Policy & Resources Committee Gavin St Pier
সংস্থাপন
   Administrative separation from mainland Normandy ১২০৪ 
   Liberation from Nazi Germany ৯ই মে ১৯৪৫ 
   মোট  কিমি
 বর্গ মাইল
   জল/পানি (%) 0
জনসংখ্যা
   ২০১৬ আনুমানিক ৬৩,০২৬[1]
   ঘনত্ব ৯৬৫/কিমি
/বর্গ মাইল
মোট দেশজ উৎপাদন
(ক্রয়ক্ষমতা সমতা)
2015 আনুমানিক
   মোট $3.473 billion[2]
   মাথা পিছু $55,186
মুদ্রা Guernsey Pound, Pound sterlingd (GGP, GBP)
সময় অঞ্চল GMT
   গ্রীষ্মকালীন (ডিএসটি) British Summer Time (ইউটিসি+1)
গাড়ী চালনার দিক left
কলিং কোড +44e
ইন্টারনেট টিএলডি .gg
ক. যে সমস্ত উপলক্ষে আঞ্চলিক স্বতন্ত্র গণসঙ্গীত প্রযোজ্য হয়
খ. বর্তমানে ইংরেজি একমাত্র সরকারী ভাষা। ক্ষেত্রবিশেষে আইনি উদ্দেশ্যে ফরাসি ভাষা ব্যবহার করা হয়।
গ. বর্তমানে বিলুপ্ত ভাষা[3]
ঘ. The States of Guernsey issue their own sterling coins and banknotes (see Guernsey pound).
ঙ.
  • +44 1481 (landline)
  • +44 7781 (Sure Guernsey Ltd)
  • +44 7839 (Guernsey Airtel)
  • +44 7911 (Jersey Telecom / 24 Seven Communications Ltd)

গার্নসি অধিকৃত অঞ্চলটির পুরোটাই ব্রিটিশ দ্বীপপুঞ্জের সাধারণ ভ্রমণ অঞ্চলের মধ্যে পড়েছে এবং এটি ইউরোপীয় ইউনিয়নের সদস্য না হলেও তার সাথে বিশেষ সম্পর্ক বজায় রেখেছে, বিশেষ করে মুক্ত বাণিজ্যের ক্ষেত্রে। গার্নসি ও জার্সি দ্বীপসমষ্টি বা বেইলিউইকগুলি একত্রে একটি ভৌগলিক অঞ্চল গঠন করেছে যাদের নাম দেওয়া হয়েছে চ্যানেল দ্বীপপুঞ্জ

তথ্যসূত্র

  1. "Largest population increase since 2011"। Guernsey Press। ২৯ এপ্রিল ২০১৭।
  2. "Guernsey Gross Domestic Product 2015 Estimates"। ২৫ আগস্ট ২০১৬। সংগ্রহের তারিখ ৮ জানুয়ারি ২০১৭
  3. F. Le Maistre, The Language of Auregny, Jersey/Alderney 1982.
  4. Ogier, Daryl Mark (২২ মার্চ ২০০৫)। The Government and Law of Guernsey। The States of Guernsey। আইএসবিএন 978-0954977504।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.