নোরিড

ইউনিনেট নোরিড এএস , বাণিজ্যিক ভাবে নোরিড, নরওয়ের উচ্চ-স্তরের তিনটি ডোমেইন .এনও, .এসজে.বিভি নিবন্ধনকারী সংস্থা। ট্রোন্ডহাইম শহরে এ অলাভজনক প্রতিষ্ঠানটি অবস্থিত।

ইউনিনেট নোরিড এএস
অধীনস্থ সহায়ক সংস্থা
শিল্পডোমেইন নাম নিবন্ধীকরন
সদরদপ্তরট্রোন্ডহাইম, নরওয়ে
বাণিজ্য অঞ্চল
নরওয়ে
পরিষেবাসমূহ.এনও
আয়২৩.১ মিলিয়ন নরওয়েজীয় ক্রোন (২০০৯) [1]
বিক্রয় আয়
৬.৬ মিলিয়ন নরওয়েজীয় ক্রোন(২০০৯) [1]
নীট আয়
৪.৮ মিলিয়ন নরওয়েজীয় ক্রোন (২০০৯) [1]
মূল প্রতিষ্ঠানইউনিনেট
ওয়েবসাইটwww.norid.no

ইতিহাস

১৯৮৩ সালে নরওয়েজীয় টেলিযোগাযোগ প্রশাসনের গবেষণা প্রতিষ্ঠানে পল স্প্লিলিং কে .এনও ডোমেইন নিবন্ধনের দায়িত্ব দেয়া হয়। যদিও নীতিনির্ধারকরা চেয়েছিলেন , এটি পরিচালনার জন্য একটি অবাণিজ্যিক প্রতিষ্ঠানকে দায়িত্ব দেবে, সে অনুযায়ী ১৭ মার্চ ১৯৮৭ [2] ইউনিনেট প্রতিষ্ঠানের কাছে দায়িত্ব হস্তান্তর করা হয় যেটি নরওয়েজীয় সরকারী বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানগুলোতে তথ্য প্রযুক্তি সেবা সরবরাহ করে থাকে। [3] সে সময় ইউনিনেট, সিনটেফ (SINTEF) এর একটি শাখা হিসেবে পরিচালিত হতো, পরবর্তীতে ১৯৯৩ সালে নরওয়েজীয় শিক্ষা ও গবেষণা মন্ত্রনালয়ের অধীনে এটি লিমিটেড কোম্পানিতে রুপান্তরিত হয়। ১৯৯৬ সালে ইউনিটের একটি অংশ হিসেবে নোরিড প্রতিষ্ঠিত হয় ও একে .এনও ডোমেইন পরিচালনার ভার দেয়া হয়। [3] ১৯৯৭ সালের ২১ আগস্ট, নোরিডকে নতুন ঘোষিত .এসজি.বিভি ডোমেইনের দায়িত্বও অর্পন করা হয়। [4][5]

প্রতিষ্ঠান বিবরণী

নীতিমালা

তথ্যসূত্র

  1. "Uninett Norid AS" (Norwegian ভাষায়)। Proff। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০১০
  2. "Delegation Record for .NO"Internet Assigned Numbers Authority। ১৩ নভেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১০
  3. Norwegian Post and Telecommunications Authority (2002): 25
  4. "Delegation Record for .SJ"Internet Assigned Numbers Authority। ১৩ নভেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১০
  5. "Delegation Record for .BV"Internet Assigned Numbers Authority। ১৩ নভেম্বর ২০০৯। সংগ্রহের তারিখ ৫ সেপ্টেম্বর ২০১০

গ্রন্থপুঞ্জি

  • ".no eller aldri..." (PDF) (Norwegian ভাষায়)। নরওয়েজীয় ডাক ও টেলিযোগাযোগ কর্তৃপক্ষ। ২১ মার্চ ২০০২। ২৪ সেপ্টেম্বর ২০১২ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৪ সেপ্টেম্বর ২০১২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.