জনাথন লারডোট
জনাথন লারডোট (জন্ম: ৩১শে জানুয়ারি ১৯৮৪) হলেন বেলজিয়ামের একজন ফুটবল রেফারি।[1] ২০১০–১১ মৌসুমে তিনি বেলজীয় প্রো লীগে সর্বপ্রথম রেফারির দায়িত্ব পালন করেন। ২০১৩ সালের ২৬শে জুলাই, তিনি ক্লাব ব্রুজ এবং শারলেরয়ের মধ্যকার উদ্বোধনী খেলায় রেফারির দায়িত্ব পালন করেছেন।
পূর্ণ নাম | জনাথন লারডোট | ||
---|---|---|---|
জন্ম |
বেলজিয়াম | ৩১ জানুয়ারি ১৯৮৪||
ঘরোয়া | |||
বছর | লীগ | দায়িত্ব | |
২০১০– | বেলজীয় প্রো লীগ | রেফারি |
তথ্যসুত্র
- "J. Lardot"। Soccerway। Perform Group। সংগ্রহের তারিখ ২২ আগস্ট ২০১৪।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.