আলবেনীয় ফুটবল এসোসিয়েশন

আলবেনীয় ফুটবল এসোসিয়েশন (আলবেনীয়: Federata Shqiptare e Futbollit; এফএসএইচএফ) হচ্ছে আলবেনিয়ার ফুটবল পরিচালনা কমিটি। এই এসোসিয়েশনটির সদর দপ্তর আলবেনিয়ার তিরানায় অবস্থিত। এটি আলবেনীয় সুপারলিগা, প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ, তৃতীয় বিভাগসহ জাতীয় ফুটবল লীগ, আলবেনীয় কাপ এবং সুপারকাপ আয়োজন করে। এছাড়াও আলবেনিয়া মহিলা জাতীয় ফুটবল দল, আলবেনিয়া মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ, এবং আলবেনীয় মহিলা কাপও এই এসোসিয়েশনের দ্বারা আয়োজিত হয়। এই এসোসিয়েশনটি সমিতিটি আলবেনিয়া জাতীয় ফুটবল দল এবং আলবেনিয়া জাতীয় যুব ফুটবল দল যেমন: অনূর্ধ্ব-২১, অনূর্ধ্ব-২০, অনূর্ধ্ব-১৯, অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৬ এবং অনূর্ধ্ব-১৫ দলের সকল কার্যক্রম পরিচালনা করে।

আলবেনীয় ফুটবল এসোসিয়েশন
উয়েফা
প্রতিষ্ঠাকাল জুন ১৯৩০ (1930-06-06)
ফিফা কর্তৃক অনুমোদন১২ জুন ১৯৩২ (1932-06-12)
উয়েফা অনুমোদন১৯৫৪
সভাপতিআর্মান্ড ডুকা
ওয়েবসাইটfshf.org

কার্যালয়

  • তিরানা (প্রধান কার্যালয়)
  • ডুরেস (আঞ্ছলিক অফিস)[1]
  • শকোডার (আঞ্ছলিক অফিস)

সভাপতি

নং নাম কার্যকাল
1 লুইগি শালা ১৯৩০
ইজেডিন বেশিরি ১৯৩২
আন্টন মাজরেকু ১৯৪৫–১৯৭০
জাইবার কোনচি ১৯৭০–১৯৮০
ক্রিস্টাক মিচো ১৯৮০–১৯৯০
এডুয়ার্ড ডেরভিশি ১৯৯০–১৯৯৭
মিচো পাপাধোপুলি ১৯৯৭–২০০২
আর্মান্ড ডুকা ২০০২–বর্তমান

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.