২০২০ ফিফা ক্লাব বিশ্বকাপ

২০২০ ফিফা ক্লাব বিশ্বকাপ ফিফা ক্লাব বিশ্বকাপের ১৭তম আসর হবে, ছয়টি মহাদেশীয় কনফেডারেশনের বিজয়ীদের পাশাপাশি স্বাগতিক দেশের লীগ চ্যাম্পিয়নের মধ্যে ফিফা আয়োজিত আন্তর্জাতিক ক্লাব ফুটবল টুর্নামেন্ট হবে। এই টুর্নামেন্টটি ২০২০ সালের ডিসেম্বরে কাতারে আয়োজিত হবে।

২০২০ ফিফা ক্লাব বিশ্বকাপ
كأس العالم للأندية لكرة القدم قطر ٢٠٢٠
টুর্নামেন্টের বিবরণ
স্বাগতিক দেশ কাতার
তারিখসমূহডিসেম্বর ২০২০
দলসমূহ৭ (প্রত্যাশিত) (৬টি কনফেডারেশন থেকে)

আয়োজক নির্ধারণ

সম্প্রসারিত ক্লাব বিশ্বকাপের প্রস্তাবের জন্য, ফিফা এই আসরের আয়োজকের ঘোষণা বিলম্বিত করে। ২৮শে মে ২০১৮ তারিখে,[1] ফিফা ঘোষণা করেছে যে, ২০১৯ এবং ২০২০ টুর্নামেন্টের আয়োজককে ২০১৯ সালের ৩রা জুন তারিখে ফ্রান্সের প্যারিসে ফিফা কাউন্সিলের সভায় নিয়োগ দেওয়া হবে।[2]

কাতারকে ২০২২ ফিফা বিশ্বকাপের আয়োজনের পূর্বে, ২০১৯ সালের ৩রা জুন তারিখে ২০১৯ এবং ২০২০ টুর্নামেন্টের আয়োজক হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। ক্লাব বিশ্বকাপ ২০২১ সালে পুনর্নির্মাণের পূর্বে এর আসল বিন্যাসটি ধরে রাখবে।[3]

উত্তীর্ণ দল

দল কনফেডারেশন বাছাই উত্তীর্ণের তারিখ অংশগ্রহণ
সেমিফাইনালে প্রবেশ
অনির্ধারিত কনমেবল ২০২০ কোপা লিবের্তাদোরেস বিজয়ী ২১ নভেম্বর ২০২০
অনির্ধারিত উয়েফা ২০১৯–২০ উয়েফা চ্যাম্পিয়নস লীগ বিজয়ী ৩০ মে ২০২০
দ্বিতীয় পর্বে প্রবেশ
অনির্ধারিত এএফসি ২০২০ এএফসি চ্যাম্পিয়নস লীগ বিজয়ী ২৮ নভেম্বর ২০২০
অনির্ধারিত ক্যাফ ২০১৯–২০ ক্যাফ চ্যাম্পিয়নস লীগ বিজয়ী ২৯ মে ২০২০
অনির্ধারিত কনকাকাফ ২০২০ কনকাকাফ চ্যাম্পিয়নস লীগ বিজয়ী ৫–৭ মে ২০২০
প্রথম পর্বে প্রবেশ
অনির্ধারিত ওএফসি ২০১৯–২০ ওএফসি চ্যাম্পিয়নস লীগ বিজয়ী অনির্ধারিত (মে ২০২০)
অনির্ধারিত এএফসি (আয়োজক)[নোট 1] ২০১৯–২০ কাতার স্টারস লীগ বিজয়ী অনির্ধারিত (মে ২০২০)

নোট

  1. কাতার থেকে একটি দল এএফসি চ্যাম্পিয়নস লীগ জয়লাভ করলে, এএফসি চ্যাম্পিয়নস লীগে কাতারের বাইরে থাকা সেরা দলকে কাতার লীগের বিজয়ীদের জায়গায় আমন্ত্রিত করা হবে। সুতরাং, ২০২০ এএফসি চ্যাম্পিয়নস লীগ থেকে কাতারের শেষ দলটি (লীগ বিজয়ীরা ব্যতীত অন্যরা) বাদ পড়ার পরে কাতার লীগ বিজয়ীদের অংশগ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হবে। কাতার লীগের বিজয়ীরা যদি এএফসি চ্যাম্পিয়নস লীগ জয়লাভ করে, তবে তারা দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করবে।

তথ্যসূত্র

  1. "FIFA Council meeting agenda now available"FIFA.com। Fédération Internationale de Football Association। ২৮ মে ২০১৯। ৩ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৯
  2. "Agenda of meeting no. 10 of the FIFA Council" (PDF)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৮ মে ২০১৯। ৩ জুন ২০১৯ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৯
  3. "FIFA Council appoints Qatar as host of the FIFA Club World Cup in 2019 and 2020" (সংবাদ বিজ্ঞপ্তি)। FIFA। ৩ জুন ২০১৯। ৩ জুন ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.