ডেনীয় ফুটবল ইউনিয়ন

ডেনীয় ফুটবল এসোসিয়েশন (ডেনীয়: Dansk Boldspil-Union; ডিবিইউ) হচ্ছে ডেনমার্কের ফুটবল পরিচালনা কমিটি। এটি ডেনীয় ফুটবল ক্লাবগুলোর সংগঠন এবং পেশাদার ডেনীয় ফুটবল লীগ এবং পুরুষমহিলা জাতীয় দল পরিচালনা করে। এটির সদর দপ্তর ব্রান্ডবি শহরে অবস্থিত এবং ফিফাউয়েফার উভয়েরই প্রতিষ্ঠাতা সদস্য। ডিবিইউ ২০০৮ সাল থেকে ডেনমার্কের ফুটসাল পরিচালনা কমিটিও আছে।

ডেনীয় ফুটবল ইউনিয়ন
উয়েফা
প্রতিষ্ঠাকাল১৮ মে ১৮৮৯ (1889-05-18)
ফিফা কর্তৃক অনুমোদন১৯০৪
উয়েফা অনুমোদন১৯৫৪
সভাপতিজেসপার মোলার (২০১৪–বর্তমান)
ওয়েবসাইটdbu.dk

সূচনা

ডিবিইউ ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডের পরে প্রথম জাতীয় ফুটবল এসোসিয়েশন ছিল।[1] তবে এটি ১৯০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের আগে আনুষ্ঠানিকভাবে ম্যাচগুলো নিবন্ধন করেনি, যার অর্থ ১৯০৬ সালের আন্তঃখচিত অলিম্পিক টুর্নামেন্টের জয়টি ডিবিইউ কর্তৃক আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়নি।

ডিবিইউ প্রতিযোগিতা

পুরুষ

  • লীগ
    • সুপারলিগা
    • প্রথম বিভাগ (১. বিভাগ)
    • দ্বিতীয় বিভাগ (২. বিভাগ)
    • ডেনমার্ক সিরিজ (ডানমার্কসেরিন) (৩ গ্রুপ)
  • কাপ
    • ডিবিইউ পোকালেন

নারী

  • এলিট বিভাগ (এলিট ডিভিসনেন)
  • প্রথম বিভাগ (১. বিভাগ)
  • ডেনীয় সিরিজ (ডানমার্কসেরিন) (৩ গ্রুপ)
  • কাপ (ল্যান্ডসপোকালটারনারিঙ্গেন)

বিলুপ্ত

  • ল্যান্ডসফডবোল্ডটারনারিঙ্গেন (১৯১৩–১৯২৭)
  • প্রোভিন্সমেস্টারসকাবসটারনারিঙ্গেন (১৯১৩–১৯৩১)
  • সাইলো-টুর্নামেন্ট (১৯১৮–১৯২৬)

তথ্যসূত্র

  1. uefa.com। "Denmark - Member associations - Inside UEFA – UEFA.com"UEFA.com। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৮

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.