ডেনীয় ফুটবল ইউনিয়ন
ডেনীয় ফুটবল এসোসিয়েশন (ডেনীয়: Dansk Boldspil-Union; ডিবিইউ) হচ্ছে ডেনমার্কের ফুটবল পরিচালনা কমিটি। এটি ডেনীয় ফুটবল ক্লাবগুলোর সংগঠন এবং পেশাদার ডেনীয় ফুটবল লীগ এবং পুরুষ ও মহিলা জাতীয় দল পরিচালনা করে। এটির সদর দপ্তর ব্রান্ডবি শহরে অবস্থিত এবং ফিফা ও উয়েফার উভয়েরই প্রতিষ্ঠাতা সদস্য। ডিবিইউ ২০০৮ সাল থেকে ডেনমার্কের ফুটসাল পরিচালনা কমিটিও আছে।
উয়েফা | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠাকাল | ১৮ মে ১৮৮৯ |
ফিফা কর্তৃক অনুমোদন | ১৯০৪ |
উয়েফা অনুমোদন | ১৯৫৪ |
সভাপতি | জেসপার মোলার (২০১৪–বর্তমান) |
ওয়েবসাইট | dbu.dk |
সূচনা
ডিবিইউ ১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং এটি গ্রেট ব্রিটেন এবং আয়ারল্যান্ডের পরে প্রথম জাতীয় ফুটবল এসোসিয়েশন ছিল।[1] তবে এটি ১৯০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকের আগে আনুষ্ঠানিকভাবে ম্যাচগুলো নিবন্ধন করেনি, যার অর্থ ১৯০৬ সালের আন্তঃখচিত অলিম্পিক টুর্নামেন্টের জয়টি ডিবিইউ কর্তৃক আনুষ্ঠানিকভাবে রেকর্ড করা হয়নি।
ডিবিইউ প্রতিযোগিতা
পুরুষ
- লীগ
- সুপারলিগা
- প্রথম বিভাগ (১. বিভাগ)
- দ্বিতীয় বিভাগ (২. বিভাগ)
- ডেনমার্ক সিরিজ (ডানমার্কসেরিন) (৩ গ্রুপ)
- কাপ
- ডিবিইউ পোকালেন
নারী
- এলিট বিভাগ (এলিট ডিভিসনেন)
- প্রথম বিভাগ (১. বিভাগ)
- ডেনীয় সিরিজ (ডানমার্কসেরিন) (৩ গ্রুপ)
- কাপ (ল্যান্ডসপোকালটারনারিঙ্গেন)
বিলুপ্ত
- ল্যান্ডসফডবোল্ডটারনারিঙ্গেন (১৯১৩–১৯২৭)
- প্রোভিন্সমেস্টারসকাবসটারনারিঙ্গেন (১৯১৩–১৯৩১)
- সাইলো-টুর্নামেন্ট (১৯১৮–১৯২৬)
তথ্যসূত্র
- uefa.com। "Denmark - Member associations - Inside UEFA – UEFA.com"। UEFA.com। সংগ্রহের তারিখ ১৯ মার্চ ২০১৮।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.