২০১৯–২০ এরেডিভিসি

২০১৯–২০ এরেডিভিসি হচ্ছে ডাচ ফুটবল লীগ এরেডিভিসির ৬৪তম মৌসুম। এটি ১৯৫৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এই মৌসুমটি ২০১৯ সালের ২রা আগস্ট শুরু হয়েছে এবং ২০২০ সালের ২৪মে তারিখে শেষ হবে। অতঃপর ইউরোপা লীগ এবং অবনমন প্লে-অফের ম্যাচগুলো সম্পন্ন হবে। আয়াক্স হচ্ছে এই লীগের বর্তমান চ্যাম্পিয়ন। এই মৌসুমে টোয়েন্টে, আরকেসি ওয়ালউইক এবং স্পার্টা রটার্ডাম ২০১৮–১৯ ইরস্তে ডিভিজি হতে যোগদান করেছে এবং এনএসি ব্রেডা, এক্সসেলসর এবং ডে গ্রাফসচাপ ২০১৯–২০ ইরস্তে ডিভিজি অবনমন করেছে।

এরেডিভিসি
মৌসুম২০১৯–২০
তারিখ২ আগস্ট ২০১৯ – ২৪ মে ২০২০

দল

এই মৌসুমে সর্বমোট ১৮টি দল অংশগ্রহণ করেছে।

এডিও
এজেড
এমেন
ফেইয়ানর্ট
স্পার্টা রটার্ডাম
ফর্চুনা
খ্রোনিঙেন
হেরেনভেন
হেরাকলস
পিইসি জুলে
আরকেসি
টোয়েন্টে
ইউট্রেখ্ট‌
ভিতেসে
ভিভিভি-ভেনলো
উইলেম ২
২০১৯–২০ এরেডিভিসি দলসমূহের অবস্থান

স্টেডিয়াম এবং অবস্থান

ক্লাব অবস্থান মাঠ ধারণক্ষমতা
এডিও ডেন হেগ হেগ কার্স জিন্স স্টাডিওন ১৫,০০০
আয়াক্স আমস্টারডাম ইয়োহান ক্রুইফ এরিনা ৫৪,৯৯০
এজেড আল্কমার এএফএএস স্টাডিওন ১৭,০২৩
এমেন এমেন ডে উডে মিরডেইক 0৮,৬০০
ফেইয়ানর্ট রটার্ডাম ডে কুইপ ৫২,০০০
ফর্চুনা সিটার্ট সিটার্ট ফর্চুনা সিটার্ট স্টাডিওন ১০,৩০০
খ্রোনিঙেন খ্রোনিঙেন ইউরোবোর্গ ২২,৫৫০
হেরেনভেন হেরেনভেন আবে লেন্সট্রা স্টাডিওন ২৭,২২৪
হেরাকলস আলমেলো আলমেলো পোলমান স্টাডিওন ১২,০৮০
পিইসি জুলে জুলে ম্যাকসপার্ক স্টাডিওন ১৪,০০০
পিএসভি আইন্দোভেন আইন্দোভেন ফিলিপস স্টাডিওন ৩৬,৫০০
আরকেসি ওয়ালউইক ওয়ালউইক ম্যান্ডমেকারস স্টাডিওন 0৭,৫০০
স্পার্টা রটার্ডাম রটার্ডাম স্পার্টা স্টাডিওন হেট কাস্টিল ১১,০০০
টোয়েন্টে এন্সক্সাডে ডে গ্রোলখ ভেস্টে ৩০,২০৫
ইউট্রেখ্ট‌ ইউট্রেখ্ট‌ স্টাডিওন খালখেনওয়ার্ড ২৩,৭৫০
এসবিভি ভিতেসে আরনেম খেল্রেডোম ২১,২৪৮
ভিভিভি-ভেনলো ভেনলো ডে কোয়েল 0৮,০০০
উইলেম ২ টিল্বুর্খ কনিং উইলেম ২ স্টাডিওন ১৪,৫০০

ছাদ ধসের কারণে ২০১৯ সালের ১০ই আগস্ট তারিখে এজেড তাদের প্রথম হোম ম্যাচটি এএফএএস স্টাডিওনে খেলেছিল।[1] তারপর থেকে, তারা ১৭,০০০ ধারণক্ষমতাসম্পন্ন হেগের কার্স জিন্স স্টাডিওনে তাদের সকল হোম ম্যাচ খেলেছে।

তথ্যসূত্র

  1. "Dak van AZ-stadion gedeeltelijk ingestort"RTL Nieuws (Dutch ভাষায়)। RTL Nieuws। ১০ আগস্ট ২০১৯। সংগ্রহের তারিখ ১০ আগস্ট ২০১৯

টেমপ্লেট:এরেডিভিসি টেমপ্লেট:২০১৯–২০-এ ডাচ ফুটবল

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.