মেভলান জেকা

মেভলান জেকা হলেন একজন কসোভীয় পেশাদার ফুটবলার, যিনি কসোভো ফুটবল সুপারলীগের ক্লাব ফেরোনিকেয়ির হয়ে একজন আক্রমণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।[1]

মেভলান জেকা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মেভলান জেকা
জন্ম (1994-05-28) ২৮ মে ১৯৯৪
জন্ম স্থান কসোভো
মাঠে অবস্থান আক্রমণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব ফেরোনিকেয়ি
জার্সি নম্বর
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০১৭–২০১৮ লিরিয়া প্রিজরেন (১)
২০১৮– ফেরোনিকেয়ি ২৫ (৭)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ১৮ ডিসেম্বর ২০১৯ তারিখ অনুযায়ী সঠিক।
† উপস্থিতি(গোল সংখ্যা)।

তথ্যসূত্র

  1. "Mevlan Zeka"uefa.com (ইংরেজি ভাষায়)। উয়েফা। সংগ্রহের তারিখ ১৮ ডিসেম্বর ২০১৯

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.