দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন বা দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) (ইংরেজি: South Asian Football Federation) দক্ষিণ এশিয়ার ফুটবল খেলার সাথে জড়িত দেশগুলোর সংস্থা। ১৯৯৭ সালে এ ফেডারেশন প্রতিষ্ঠিত হয়। শুরুতে ৬টি দেশ এর প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে ছিল। পরবর্তীতে ২০০০ সালে ভুটান এবং ২০০৫ সালে আফগানিস্তান এতে অন্তর্ভুক্ত হয়।[1] ফেডারেশনটি পুরুষদের জাতীয় ফুটবল দলগুলোর প্রধানতম প্রতিযোগিতা হিসেবে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন কাপ বা সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করে থাকে।

সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন
সদস্যভূক্ত দেশসমূহ
নীতিবাক্যএকতাই শক্তি
গঠিত১৯৯৭
ধরণক্রীড়া সংগঠন
সদস্যপদ
৮টি সদস্য দেশের সংস্থা
সভাপতি
কাজী সালাউদ্দিন

সদস্য সংস্থাসমূহ

দেশ বছর সংস্থা সদস্য
 বাংলাদেশ১৯৯৭বাংলাদেশ ফুটবল ফেডারেশনপ্রতিষ্ঠাতা সদস্য
 ভারত১৯৯৭সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনপ্রতিষ্ঠাতা সদস্য
 মালদ্বীপ১৯৯৭মালদ্বীপ ফুটবল এসোসিয়েশনপ্রতিষ্ঠাতা সদস্য
   নেপাল১৯৯৭নেপাল ফুটবল ফেডারেশনপ্রতিষ্ঠাতা সদস্য
 পাকিস্তান১৯৯৭পাকিস্তান ফুটবল ফেডারেশনপ্রতিষ্ঠাতা সদস্য
 শ্রীলঙ্কা১৯৯৭শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনপ্রতিষ্ঠাতা সদস্য
 ভুটান২০০০ভুটান ফুটবল ফেডারেশনবর্ধিতকরণ-১

সাবেক সদস্য

দেশ বছর সংস্থা
 আফগানিস্তান
২০০৫–২০১৫আফগানিস্তান ফুটবল ফেডারেশন

আফগানিস্তান ২০০৫ সালে দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন বর্ধিত সদস্য হিসাবে যোগ দেয়। কিন্তু ২০১৫ সারে মধ্য এশীয় ফুটবল এসোসিয়েশন প্রতিষ্ঠিত উদ্যোগ গ্রহণ করলে আফগানিস্তান সাফ ত্যাগ করে এবং সিএএফএ এর প্রতিষ্ঠাতা সদস্য হিসাবে যোগ দেয়।

সভাপতি

সভাপতির নাম মেয়াদকাল
গণেশ থাপা ১৯৯৯ - অক্টোবর, ২০০৯[2]
কাজী সালাউদ্দিন অক্টোবর, ২০০৯ - বর্তমান

র‌্যাংকিং

ফিফা র‌্যাঙ্কিং অনুসারে।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.