নেপাল জাতীয় লীগ

নেপাল জাতীয় লীগ নেপালের একটি শীর্ষ স্থানীয় ক্লাব পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা। এই লীগের চ্যাম্পিয়ন দল মহাদেশীয় কাপ এ অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করে।

নেপাল জাতীয় লীগ
দেশনেপাল
কনফেডারেশনএএফসি
স্থাপিত২০১১/১২
দলের সংখ্যা
স্তর
অবনতিনা
ঘরোয়া কাপএ এন এফ এ কাপ
লীগ কাপএন সেল কাপ
আন্তর্জাতিক কাপএএফসি কাপ
বর্তমান চ্যাম্পিয়ননেপাল পুলিশ ক্লাব (১ বার)
(২০১১/১২)
সর্বাধিক শিরোপানেপাল পুলিশ ক্লাব (১ বার)
টিভি সহযোগীকান্তিপুর টিভি
ওয়েবসাইটthe-anfa.com
২০১৫ নেপাল জাতীয় লীগ

বিন্যাস

সুপার লীগ

সি বিভাগ

বি বিভাগ

এ বিভাগ

আধুনিকায়ন

গঠন

এডিশন

২০১১-২০১২ নেপাল জাতীয় লীগ

২০১১-২০১২ নেপাল জাতীয় লীগ মোট দশটি দল অংশগ্রহণ করে এবং ডিসেম্বর ৩০ ২০১১ মৌসুম শুরু হয় এবং জানুয়ার ২২ ২০১২ এ মৌসুম শেষ হয়।

চ্যাম্পিয়ন নেপাল পুলিশ ক্লাব
ম্যাচ খেলা হয়েছে ৪৫
গোল হয়েছে ১১৭ (প্রতি খেলায় ২·৬টি)
শীর্ষ গোলদাতা নাওয়ায়ুগ শ্রেষ্ঠ (৭ গোল)
দীর্ঘতম বিজয়ী ৬ ম্যাচ নেপাল পুলিশ ক্লাব
বেশি সময় ধরে অপরাজিত ৯ ম্যাচ নেপাল পুলিশ ক্লাব
সবচেয়ে বড় জয় মানাং মারাশিয়াংডি ক্লাব

শীর্ষ গোলদাতা

র‌্যাঙ্ক খেলোয়াড় ক্লাব গোল দেশ
১. নাওয়ায়ুগ শ্রেষ্ঠ নেপাল সেনা ক্লাব নেপাল
২. গণেশ লওয়াতি এ পি এফ ক্লাব নেপাল
সন্তোষ সাহুখালা মানাং মারাশিয়াংডি ক্লাব নেপাল
সুবর্ণ লিম্বু মিত্র মিলান ক্লাব নেপার

২০১৫ নেপাল জাতীয় লীগ

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.