১৯৯৩ সার্ক গোল্ড কাপ

পাকিস্তানের লাহোরে অনুষ্ঠিত ১৯৯৩ সার্ক গোল্ড কাপ প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতায় চারটি দল অংশগ্রহণ করে এবং পয়েন্টের ভিত্তিতে ভারত বিজয়ী হয়।

১৯৯৩ সার্ক গোল্ড কাপ
টুর্নামেন্টের বিবরণ
স্বাগতিক দেশপাকিস্তান
তারিখসমূহ১৬ই জুলাই - ২৩শে জুলাই
দলসমূহ
ভেন্যু(সমূহ) (১টি আয়োজক শহরে)
শীর্ষস্থানীয় অবস্থান
চ্যাম্পিয়ন ভারত (১ম শিরোপা)
রানার-আপ শ্রীলঙ্কা
তৃতীয় স্থান   নেপাল
চতুর্থ স্থান পাকিস্তান
প্রতিযোগিতার পরিসংখ্যান
ম্যাচ খেলেছে
গোল সংখ্যা১১ (ম্যাচ প্রতি ১.৮৩টি)

অংশগ্রহণকারী

খেলা

দল খেলা জয় ড্র হার গোল দেয় গোল খায় গোল পার্থক্য পয়েন্ট  ভারত  শ্রীলঙ্কা    নেপাল  পাকিস্তান
 ভারত +৩X২:০১:০১:১
 শ্রীলঙ্কা +২০:২X০:০৪:০
   নেপাল -১০:১০:০X১:১
 পাকিস্তান -৪১:১০:৪১:১X
ভারত  শ্রীলঙ্কা

পাকিস্তান    নেপাল

পাকিস্তান  শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা    নেপাল

ভারত    নেপাল

পাকিস্তান  ভারত

অতিরিক্ত ম্যাচ

এই মাচগুলির সাথে অনানুষ্ঠানিক পাকিস্তান জুনিয়র দলের জড়িত (পাকিস্তান সাদা) যাদেরকে টুর্নামেন্ট অংশ হিসেবে গন্য করা হয়নি।

পাকিস্তান সাদা   নেপাল

পাকিস্তান সাদা ভারত

পাকিস্তান সাদা পাকিস্তান

পাকিস্তান সাদা শ্রীলঙ্কা

পুরস্কার

 ১৯৯৩ সার্ক গোল্ড কাপ বিজয়ী 

ভারত
প্রথম শিরোপা

তথ্যসূত্র

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.