২০১৯ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
২০১৯ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ হল দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন কর্তৃক দক্ষিণ এশিয়ার জাতীয় মহিলা ফুটবল দলসমূহের জন্য আয়োজিত দ্বিবার্ষিক ফুটবল প্রতিযোগিতা সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৫ম আসর। প্রতিযোগিতাটি ১৭-২৬ ডিসেম্বর ২০১৮ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, কিন্তু শ্রীলঙ্কা তাদের আয়োজকের দাবি প্রত্যাহার করলে, সময় পুনঃনির্ধারিত করা হয়। পরবর্তীতে ২০১৯ সালের ১২-২২ জানুয়ারি সময় নির্ধারণ করা হয় এবং নেপাল আয়োজক হতে আগ্রহ প্রকাশ করে। এবং শেষমেষ নির্ধারিত সময়ে নেপালে চ্যাম্পিয়নশিপে সমাপ্তি হয়। সমাপনী খেলায় ভারত ৩-১ গোলে নেপালকে পরাজিত করে শিরোপা অর্জন করে।
টুর্নামেন্টের বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | ![]() |
তারিখসমূহ | ১২-২২ মার্চ ২০১৯ |
দলসমূহ | ৬ |
ভেন্যু(সমূহ) | ১ (১টি আয়োজক শহরে) |
শীর্ষস্থানীয় অবস্থান | |
চ্যাম্পিয়ন | ![]() |
রানার-আপ | ![]() |
প্রতিযোগিতার পরিসংখ্যান | |
ম্যাচ খেলেছে | ৯ |
গোল সংখ্যা | ৩৪ (ম্যাচ প্রতি ৩.৭৮টি) |
উপস্থিতি | ৩০,২০০ (ম্যাচ প্রতি ৩,৩৫৬ জন) |
শীর্ষ গোলদাতা | ![]() ![]() |
সেরা খেলোয়াড় | ![]() |
ফেয়ার প্লে পুরষ্কার | ![]() |
অংশগ্রহণকারী দল
পূর্ববর্তী চ্যাম্পিয়ন ভারত ও বাংলাদেশকে যথাক্রমে গ্রুপ বি ও গ্রুপে লড়ানো হয়েছে। গ্রুপ এ এর নেপাল প্রতিযোগিতার প্রথম তিনটি সংস্করণে দ্বিতীয় হয়, বাংলাদেশ চতুর্থ সংস্করণে দ্বিতীয় হয়েছিল পাকিস্তান ও ভুটান গ্রুপ পর্বে বিদায় নিয়েছিলো। গ্রুপ বি এর ভারত টানা প্রতিটি সংস্করণেই বিজয়ী হয়েছে। আফগানিস্তান ২০১৬ সালের সংস্করণে খেললেও ২০১৪ সালে সাফ থেকে কাফ এ যোগ দেওয়ায় তারা আর খেলতে পারবে না।
দেশ | উপস্থিতি | পূর্বের সেরা উপস্থাপন | ফিফা ক্রম ডিসে: ২০১৮ |
---|---|---|---|
![]() | ৫ম | ২০১০, ২০১২, ২০১৪, ২০১৬, ২০১৯) | চ্যাম্পিয়ন (62 |
![]() | ৫ম | ২০১০, ২০১২, ২০১৪, ২০১৯) | রানার্স আপ (108 |
![]() | ৫ম | ২০১৬) | রানার্স আপ (125 |
![]() | ৫ম | সেমি ফাইনাল (২০১৬) | 132 |
![]() | ৫ম | সেমি ফাইনাল (২০১২, ২০১৪) | n/a |
![]() | ৫ম | গ্রুপ পর্ব (২০১০,২০১২,২০১৪,২০১৬) | n/a |
পাকিস্তান ২০১৯ সালের সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৫ম আসর থেকে তাদের নাম প্রত্যাহার করে নেয়।[1]
মাঠ
নেপালের ১ং প্রদেশের বিরাটনগরে অবস্থিত সহিদ রঙ্গশালায় ২০১৯ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের সকল খেলা আয়োজন করে।[2]
বিরাটনগর | |
---|---|
সহিদ রঙ্গশালা | |
ধারণক্ষমতা: ১০,০০০ | |
![]() |
গ্রুপ পর্ব
গ্রুপ পর্বের জন্য ড্র ২০১৮ সালের ১৩ নভেম্বর দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশনের প্রধান কার্যালয় ঢাকায় অনুষ্ঠিত হয়।[3]
- সকল খেলা সহিদ রঙ্গশালা, বিরাটনগর, নেপালে অনুষ্ঠিত হয়।
- সকল সময় ইউটিসি+০৫:৪৫ অনুসারে।
গ্রুপ টেবিলের রঙের চাবি | |
---|---|
গ্রুপ বিজয়ী ও রানার্স-আপ দল সেমি-ফাইনালে যাবে |
গ্রুপ এ
অব | দল | খে | জ | ড্র | হা | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | অবস্থা |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
২ | ২ | ০ | ০ | ৬ | ০ | +৬ | ৬ | নকআউট পর্বে অগ্রসর |
২ | ![]() |
২ | ১ | ০ | ১ | ২ | ৩ | −১ | ৩ | |
৩ | ![]() |
২ | ০ | ০ | ২ | ০ | ৫ | −৫ | ০ |
গ্রুপ বি
অব | দল | খে | জ | ড্র | হা | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | অবস্থা |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
২ | ২ | ০ | ০ | ১১ | ০ | +১১ | ৬ | নকআউট পর্বে অগ্রসর |
২ | ![]() |
২ | ১ | ০ | ১ | ২ | ৫ | −৩ | ৩ | |
৩ | ![]() |
২ | ০ | ০ | ২ | ০ | ৮ | −৮ | ০ |
নকআউট পর্ব
- সকল সময় ইউটিসি+০৫:৪৫ অনুসারে।
সেমি-ফাইনাল | ফাইনাল | |||||
২০ মার্চ – বিরাটনগর | ||||||
![]() | ৪ | |||||
২২ মার্চ – বিরাটনগর | ||||||
![]() | ০ | |||||
![]() | ১ | |||||
২০ মার্চ – বিরাটনগর | ||||||
![]() | ৩ | |||||
![]() | ৪ | |||||
![]() | ০ | |||||
তথ্যসূত্র
- Pakistan Withdraws Participation In 2019 SAFF Women's Championship (nepal24hours)
- "Biratnagar to host SAFF Women's C'ship"। The Daily Star। ১৮ ডিসেম্বর ২০১৮। সংগ্রহের তারিখ ১০ জানুয়ারি ২০১৯।
- "Nepal to take Bhutan in SAFF Championship Opener"। footcricnepal.com। footcricnepal। সংগ্রহের তারিখ ১৫ ডিসেম্বর ২০১৮।