২০১৪ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
২০১৪ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ পাকিস্তানে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। এর আগে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের দুটি আসর ২০১০ ও ২০১২ সালে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা ৮টি দেশের মহিলা জাতীয় দল অংশ গ্রহণ করে। ভারত বিজয়ী হয়।
![]() | |
টুর্নামেন্টের বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | পাকিস্তান |
তারিখসমূহ | ১১-২১ নভেম্বর |
দলসমূহ | ৮ (১টি কনফেডারেশন থেকে) |
শীর্ষস্থানীয় অবস্থান | |
চ্যাম্পিয়ন | ![]() |
রানার-আপ | ![]() |
প্রতিযোগিতার পরিসংখ্যান | |
গোল সংখ্যা | ৭৪ |
শীর্ষ গোলদাতা | ![]() |
টুর্নামেন্ট ১১-২১ নভেম্বর ২০১৪ পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে।[1] ভারত ফাইনালে নেপালকে তৃতীয়বারের মত পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ভারতের বালা দেবী সর্বোচ্চ গোলদাতা।[2]
স্বাগতিক দেশ
১০ সেপ্টেম্বর ২০১৩ তারিখে সাফ কার্যনিবাহী কমিটির সভার ৩য় সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সিন্ধান্ত হয়।[3]
মাঠ
ইসলামাবাদের জিন্নাহ স্পোর্টস স্টেডিয়ামে সকল খেলা অনুষ্ঠিত হয়।[4] সকল ম্যাচ ফ্রি ছিল যদিও খুব কম স্থানীয় দর্শক খেলা দেখেছিল।[5] টুনার্মেন্ট শুরুর এক সপ্তাহ আগে একটি আত্মঘাতী হামলা হয় ফলে নিরাপত্তার উদ্মেগ ছিল। কিন্তু পাকিস্তান ফুটবল ফেডারেশন টুনার্মেন্টকে নিরাপদ ঘোষণা করে।[6]
কিছু ম্যাচ টেলিভিশনে প্রচারিত হয়েছিল।[7]
খেলা
গ্রুপ এ
দল | খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
![]() |
৩ | ৩ | ০ | ০ | ২৫ | ১ | +২৪ | ৯ |
![]() |
৩ | ২ | ০ | ১ | ১০ | ৭ | +৩ | ৬ |
![]() |
৩ | ১ | ০ | ২ | ২ | ১১ | −৯ | ৩ |
![]() |
৩ | ০ | ০ | ৩ | ১ | ১৯ | −১৮ | ০ |
ভারত ![]() | ৮-০ | ![]() |
---|---|---|
বালা দেবী ![]() কমলা দেবী ![]() ঐনাম বেমবেম দেবী ![]() জয়তি আন বুর্রেট ![]() |
বাংলাদেশ ![]() | ৬-১ | ![]() |
---|---|---|
ময়নুম রানা ![]() কৃষ্ণা রানা ![]() সাবিনা খাতুন ![]() মুনমুন আক্তার ![]() |
মারজান হায়দারী ![]() |
মালদ্বীপ ![]() | ১-০ | ![]() |
---|---|---|
মরিয়ম রিফা ![]() |
ভারত ![]() | ৫-১ | ![]() |
---|---|---|
উপমতি দেবী ![]() মানদাকিনী দেবী ![]() বালা দেবী ![]() ইন্দুমতি দেবী ![]() |
সাবিনা খাতুন ![]() |
আফগানিস্তান ![]() | ০-১২ | ![]() |
---|---|---|
ইন্দুমতি দেবী ![]() বালা দেবী ![]() পরমেশ্বরী দেবী ![]() মান্দাকিনী দেবী ![]() |
মালদ্বীপ ![]() | ১-৩ | ![]() |
---|---|---|
আইশাত সামা ![]() |
ময়নুম রানা ![]() সাবিনা খাতুন ![]() |
গ্রুপ বি
দল | খেলা |
জয় |
ড্র |
পরাজয় |
স্বগো |
বিগো |
গোপা |
পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|
![]() |
৩ | ৩ | ০ | ০ | ১৩ | ০ | +১৩ | ৯ |
![]() |
৩ | ২ | ০ | ১ | ৫ | ৪ | +১ | ৬ |
![]() |
৩ | ১ | ০ | ২ | ৫ | ৫ | ০ | ৩ |
![]() |
৩ | ০ | ০ | ৩ | ১ | ১৫ | −১৪ | ০ |
নেপাল ![]() | ৮-০ | ![]() |
---|---|---|
সজনা রানা ![]() মেনুকা গিরি ![]() অনু লামা ![]() দিপা অধিকারী ![]() সাবিত্রা বান্দারি ![]() |
শ্রীলঙ্কা ![]() | ৩-০ | ![]() |
---|---|---|
আচলা চিত্রাণী ![]() এরান্দী কুমুদুমলা ![]() প্রবীণা পেরেরা ![]() |
নক-আউট পর্ব
সেমি-ফাইনাল | ফাইনাল | |||||
১৯ নভেম্বর – জিন্নাহ স্পোর্টস স্টেডিয়াম | ||||||
![]() | ০ | |||||
২১ নভেম্বর – জিন্নাহ স্পোর্টস স্টেডিয়াম | ||||||
![]() | ৫ | |||||
![]() | ৬ | |||||
১৯ নভেম্বর – জিন্নাহ স্পোর্টস স্টেডিয়াম | ||||||
![]() | ০ | |||||
![]() | ১ | |||||
![]() | ০ | |||||
সেমি-ফাইনাল
তথ্যসূত্র
- "Tsukitate unveiled as women's coach"। Dhaka Herald।
- "SAFF Championships: Indian Women Complete Record Hattrick of Football Title"। newschoupal.com। ২১ নভেম্বর ২০১৪। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪।
- "Pakistan To Host 3rd SAFF Women's Championship NovemberNext Year"। Goal Nepal।
- "SAFF Women's Championship organizing body formed"। Dawn.com।
- "Saff Women's Championship: India and Bangladesh claim dominant wins"। tribune.com.pk। ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৪।
- http://tribune.com.pk/story/789307/sri-lanka-beat-pakistan-as-south-asia-womens-cup-kicks-off/
- "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৫।
- "Islamabad: FIFA Referee Kalpana Sharma Officiates The Opening Match of The 3rd SAFF Women's Championship"। goalnepal.com। ১১ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৪।