২০১৪ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ

২০১৪ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ পাকিস্তানে অনুষ্ঠিত দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসর। এর আগে সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের দুটি আসর ২০১০ ও ২০১২ সালে অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতা ৮টি দেশের মহিলা জাতীয় দল অংশ গ্রহণ করে। ভারত বিজয়ী হয়।

২০১৪ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
টুর্নামেন্টের বিবরণ
স্বাগতিক দেশপাকিস্তান
তারিখসমূহ১১-২১ নভেম্বর
দলসমূহ (১টি কনফেডারেশন থেকে)
শীর্ষস্থানীয় অবস্থান
চ্যাম্পিয়ন ভারত (৩য় শিরোপা)
রানার-আপ   নেপাল
প্রতিযোগিতার পরিসংখ্যান
গোল সংখ্যা৭৪
শীর্ষ গোলদাতা বালা দেবী (১৬টি গোল)

টুর্নামেন্ট ১১-২১ নভেম্বর ২০১৪ পাকিস্তানে অনুষ্ঠিত হয়েছে।[1] ভারত ফাইনালে নেপালকে তৃতীয়বারের মত পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ভারতের বালা দেবী সর্বোচ্চ গোলদাতা।[2]

স্বাগতিক দেশ

১০ সেপ্টেম্বর ২০১৩ তারিখে সাফ কার্যনিবাহী কমিটির সভার ৩য় সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার সিন্ধান্ত হয়।[3]

মাঠ

ইসলামাবাদের জিন্নাহ স্পোর্টস স্টেডিয়ামে সকল খেলা অনুষ্ঠিত হয়।[4] সকল ম্যাচ ফ্রি ছিল যদিও খুব কম স্থানীয় দর্শক খেলা দেখেছিল।[5] টুনার্মেন্ট শুরুর এক সপ্তাহ আগে একটি আত্মঘাতী হামলা হয় ফলে নিরাপত্তার উদ্মেগ ছিল। কিন্তু পাকিস্তান ফুটবল ফেডারেশন টুনার্মেন্টকে নিরাপদ ঘোষণা করে।[6]

কিছু ম্যাচ টেলিভিশনে প্রচারিত হয়েছিল।[7]

দলসমূহ

খেলা

গ্রুপ

দল খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
 ভারত ২৫ +২৪
 বাংলাদেশ ১০ +৩
 মালদ্বীপ ১১
 আফগানিস্তান ১৯ ১৮
ভারত ৮-০ মালদ্বীপ
বালা দেবী  ২৪', ৪৬', ৭২', ৭৪'
কমলা দেবী  ৬৪', ৮৫'
ঐনাম বেমবেম দেবী  ৭৬'
জয়তি আন বুর্রেট  ৯০'
বাংলাদেশ ৬-১ আফগানিস্তান
ময়নুম রানা  ৩৪'
কৃষ্ণা রানা  ৩৬', ৪৭', ৬৯'
সাবিনা খাতুন  ৬২'
মুনমুন আক্তার  ৯০+৫'
মারজান হায়দারী  ২৩'

মালদ্বীপ ১-০ আফগানিস্তান
মরিয়ম রিফা  ৩৪'
ভারত ৫-১ বাংলাদেশ
উপমতি দেবী  ৪৬'
মানদাকিনী দেবী  ৪৮'
বালা দেবী  ৫৭', ৮৬'
ইন্দুমতি দেবী  ৭৬'
সাবিনা খাতুন  ৫০'

আফগানিস্তান ০-১২ ভারত
ইন্দুমতি দেবী  ৩', ৭', ৫১'
বালা দেবী  ৪', ১২', ৩৩', ৩৯', ৮৪'
পরমেশ্বরী দেবী  ২৯', ৪৫+২', ৬৯'
মান্দাকিনী দেবী  ৮৮'
মালদ্বীপ ১-৩ বাংলাদেশ
আইশাত সামা  ৯১' ময়নুম রানা  ১৮'
সাবিনা খাতুন  ৩৫', ৮৭'

গ্রুপ বি

দল খেলা
জয়
ড্র
পরাজয়
স্বগো
বিগো
গোপা
পয়েন্ট
   নেপাল ১৩ +১৩
 শ্রীলঙ্কা +১
 পাকিস্তান
 ভুটান ১৫ ১৪
পাকিস্তান ১-২ শ্রীলঙ্কা
হাজরা খান  ৯০+১' ইশারা মাদুশানী  ৩৮'
এরান্দী কুমুদুমলা  ৮৬'
রেফারি: কল্পনা শর্মা (নেপাল)[8]
নেপাল   ৮-০ ভুটান
সজনা রানা  ১৪', ৪৫+১'
মেনুকা গিরি  ২১'
অনু লামা  ৩৬', ৪০'
দিপা অধিকারী  60', ৮৪'
সাবিত্রা বান্দারি  ৮৮'

শ্রীলঙ্কা ৩-০ ভুটান
আচলা চিত্রাণী  ২০'
এরান্দী কুমুদুমলা  ৪০'
প্রবীণা পেরেরা  ৮৮'
পাকিস্তান ০-২   নেপাল
অনু লামা  ১৪'
সজনা রানা  ২৪'

নেপাল   ৩-০ শ্রীলঙ্কা
নিরু থাপা  ১৪'
অনু লামা  53' (পেনাল্টি), ৮৪'
পাকিস্তান ৪-১ ভুটান
সেহার জামান  ৫৫'
শাহ লায়লা বালোচ  ৬৮'
শেহনাজ রোশান  ৭৪'
মালিকা নূর  ৭৯' (পেনাল্টি)
ইয়াংডং  ৬৯'

নক-আউট পর্ব

 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
১৯ নভেম্বর – জিন্নাহ স্পোর্টস স্টেডিয়াম
 
 
 শ্রীলঙ্কা
 
২১ নভেম্বর – জিন্নাহ স্পোর্টস স্টেডিয়াম
 
 ভারত
 
 ভারত
 
১৯ নভেম্বর – জিন্নাহ স্পোর্টস স্টেডিয়াম
 
   নেপাল
 
   নেপাল
 
 
 বাংলাদেশ
 

সেমি-ফাইনাল

ভারত ৫-০ শ্রীলঙ্কা
ইন্দুমতি দেবী  ২৩', ৬৯'
বালা দেবী  ৩১'
পরমেশ্বরী দেবী  ৪৮'
কমলা দেবী  ৭২'
নেপাল   ১-০ বাংলাদেশ
সজনা রানা  56' (পেনাল্টি)

ফাইনাল

ভারত ৬-০   নেপাল
কমলা দেবী  ২৬'
বালা দেবী  ৪০', ৪৩', ৫১', ৯০+৩'
রোমি দেবী আশিম  ৪৭'

গোলদাতা

১৬ গোল
৬ গোল
  • ইন্দুমতি দেবী
৫ গোল
  • অনু লামা
৪ গোল
  • সজনা রানা
৩ গোল
  • কৃষ্ণা রানী
  • কমলা দেবী
২ গোল
১ গোল
  • সেহার জামান
  • শাহ লায়লা বালোচ
  • শেহনাজ রোশান
  • মালিকা নূর
  • হাজরা খান
  • নিরু থাপা
  • আচলা চিত্রাণী
  • ইশারা মাদুশানী
  • জয়তি আন বুর্রেট
  • মান্দাকিনী দেবী
  • মারজান হায়দারী
  • মরিয়ম রিফা
  • মেনুকা গিরি
  • মুনমুন আক্তার
  • ঐনাম বেমবেম দেবী
  • প্রবীণা পেরেরা
  • সবিতা ভান্দারী
  • সাইনু পুরু মারমা
  • উপমতি দেবী
  • রোমি দেবী

তথ্যসূত্র

  1. "Tsukitate unveiled as women's coach"Dhaka Herald
  2. "SAFF Championships: Indian Women Complete Record Hattrick of Football Title"। newschoupal.com। ২১ নভেম্বর ২০১৪। ২৯ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২১ নভেম্বর ২০১৪
  3. "Pakistan To Host 3rd SAFF Women's Championship NovemberNext Year"Goal Nepal
  4. "SAFF Women's Championship organizing body formed"Dawn.com
  5. "Saff Women's Championship: India and Bangladesh claim dominant wins"। tribune.com.pk। ১৩ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১৫ নভেম্বর ২০১৪
  6. http://tribune.com.pk/story/789307/sri-lanka-beat-pakistan-as-south-asia-womens-cup-kicks-off/
  7. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ১৫ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৫
  8. "Islamabad: FIFA Referee Kalpana Sharma Officiates The Opening Match of The 3rd SAFF Women's Championship"goalnepal.com। ১১ নভেম্বর ২০১৪। সংগ্রহের তারিখ ১১ নভেম্বর ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.