২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ হল দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) কর্তৃক আয়োজিত সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৪র্থ আসর যা ভারতের শিলিগুড়িতে ২৬ ডিসেম্বর ২০১৬ থেকে ৪ জানুয়ারি ২০১৭ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ আসরে সাফভুক্ত ৭টি দেশের জাতীয় মহিলা দল অংশগ্রহণ করে।
![]() | |
টুর্নামেন্টের বিবরণ | |
---|---|
স্বাগতিক দেশ | ![]() |
তারিখসমূহ | ২৬ ডিসেম্বর ২০১৬ – ৪ জানুয়ারি ২০১৭ |
দলসমূহ | ৭ |
ভেন্যু(সমূহ) | ১ (১টি আয়োজক শহরে) |
শীর্ষস্থানীয় অবস্থান | |
চ্যাম্পিয়ন | ![]() |
রানার-আপ | ![]() |
প্রতিযোগিতার পরিসংখ্যান | |
ম্যাচ খেলেছে | ১২ |
গোল সংখ্যা | ৫৭ (ম্যাচ প্রতি ৪.৭৫টি) |
শীর্ষ গোলদাতা | ![]() (১২ গোল) |
স্বাগতিক নির্বাচন
২০১৬ সালের ২ জানুয়ারি তিরুবনন্তপুরম সাফ কার্যনির্বাহী কমিটির সভায় ২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের জন্য ভারতকে স্বাগতিক দেশ নির্বাচন করা হয়।[1]
অংশগ্রহণকারী দেশ
স্বাগতিক ভারত সহ দক্ষিণ এশিয়ার মোট ছয়টি জাতীয় নারী দল অংশগ্রহণ করে। পাকিস্তান অংশগ্রহণের কথা থাকলেও ৩ নভেম্বর ২০১৬ তারিখে তারা অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানায়।[2]
দেশ | উপস্থিতি | পূর্বের সেরা সাফল্য | ফিফা ক্রমস্থান ডিসেম্বর ২০১৬ |
---|---|---|---|
![]() | 4th | 2010, 2012, 2014) | চ্যাম্পিয়ন (54 |
![]() | 4th | Semi-finals | n/a |
![]() | 4th | Semi-finals | 114 |
![]() | 4th | Group-stage | n/a |
![]() | 4th | Group-stage | 116 |
![]() | 4th | Runners-up | 105 |
![]() | 4th | Semi-finals | 115 |
স্কোয়াড
মাঠ
সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের সকল খেলা শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[3]
শিলিগুড়ি | |
---|---|
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম | |
ধারণক্ষমতা: ৩০,০০০ | |
গ্রুপ পর্ব
গ্রুপ পর্বের জন্য ড্র ঢাকায় অবস্থিত দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন এর প্রধান কার্যালয়ে ১৭ নভেম্বর ২০১৬ তারিখে অনুষ্ঠিত হয়।[4]
গ্রুপ এ
অব | দল | খে | জ | ড্র | হা | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
৩ | ৩ | ০ | ০ | ১৮ | ০ | +১৮ | ৯ | নকআউট পর্বে অগ্রসর |
২ | ![]() |
৩ | ২ | ০ | ১ | ৮ | ১২ | −৪ | ৬ | |
৩ | ![]() |
৩ | ১ | ০ | ২ | ৪ | ৬ | −২ | ৩ | |
৪ | ![]() |
৩ | ০ | ০ | ৩ | ১ | ১৩ | −১২ | ০ |
শ্রেণীবিভাগের নিয়মাবলী: Tie-breaking criteria
গ্রুপ বি
অব | দল | খে | জ | ড্র | হা | স্বগো | বিগো | গোপা | পয়েন্ট | যোগ্যতা অর্জন |
---|---|---|---|---|---|---|---|---|---|---|
১ | ![]() |
২ | ১ | ১ | ০ | ৬ | ০ | +৬ | ৪ | নকআউট পর্বে অগ্রসর |
২ | ![]() |
২ | ১ | ১ | ০ | ৫ | ১ | +৪ | ৪ | |
৩ | ![]() |
২ | ০ | ০ | ২ | ১ | ১১ | −১০ | ০ |
নকআউট পর্ব
ব্রাকেট
সেমি-ফাইনাল | ফাইনাল | |||||
২ জানুয়ারি | ||||||
![]() | ১ | |||||
৪ জানুয়ারি | ||||||
![]() | ৩ | |||||
![]() | ৩ | |||||
২ জানুয়ারি | ||||||
![]() | ১ | |||||
![]() | ৬ | |||||
![]() | ০ | |||||
সেমি–ফাইনাল
গোলস্কোর
তথ্যসূত্র
- "সাফ ও ক্লাব কাপ বাংলাদেশে"। দৈনিক নয়াদিগন্ত। ৩ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৬।
- "Another pullout as Pakistan skips Women's Asian Cup"। Football Pakistan (Dawn)। ৩ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬।
- "Players called for camp"। The All India Football Federation। ২৫ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬।
- "Draw Held in Dhaka"। Goal Nepal। ১৭ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬।