২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ

২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ হল দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন (সাফ) কর্তৃক আয়োজিত সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের ৪র্থ আসর যা ভারতের শিলিগুড়িতে ২৬ ডিসেম্বর ২০১৬ থেকে ৪ জানুয়ারি ২০১৭ পর্যন্ত অনুষ্ঠিত হয়। এ আসরে সাফভুক্ত ৭টি দেশের জাতীয় মহিলা দল অংশগ্রহণ করে।

২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
টুর্নামেন্টের বিবরণ
স্বাগতিক দেশ ভারত
তারিখসমূহ২৬ ডিসেম্বর ২০১৬ – ৪ জানুয়ারি ২০১৭
দলসমূহ
ভেন্যু(সমূহ) (১টি আয়োজক শহরে)
শীর্ষস্থানীয় অবস্থান
চ্যাম্পিয়ন ভারত (৪র্থ শিরোপা)
রানার-আপ বাংলাদেশ
প্রতিযোগিতার পরিসংখ্যান
ম্যাচ খেলেছে১২
গোল সংখ্যা৫৭ (ম্যাচ প্রতি ৪.৭৫টি)
শীর্ষ গোলদাতা সাবিত্রা ভান্দারি
(১২ গোল)

স্বাগতিক নির্বাচন

২০১৬ সালের ২ জানুয়ারি তিরুবনন্তপুরম সাফ কার্যনির্বাহী কমিটির সভায় ২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের জন্য ভারতকে স্বাগতিক দেশ নির্বাচন করা হয়।[1]

অংশগ্রহণকারী দেশ

স্বাগতিক ভারত সহ দক্ষিণ এশিয়ার মোট ছয়টি জাতীয় নারী দল অংশগ্রহণ করে। পাকিস্তান অংশগ্রহণের কথা থাকলেও ৩ নভেম্বর ২০১৬ তারিখে তারা অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানায়।[2]

দেশ উপস্থিতি পূর্বের সেরা সাফল্য ফিফা ক্রমস্থান
ডিসেম্বর ২০১৬
 ভারত (স্বাগতিক)4thচ্যাম্পিয়ন (2010, 2012, 2014)54
 আফগানিস্তান4thSemi-finalsn/a
 বাংলাদেশ4thSemi-finals114
 ভুটান4thGroup-stagen/a
 মালদ্বীপ4thGroup-stage116
   নেপাল4thRunners-up105
 শ্রীলঙ্কা4thSemi-finals115

স্কোয়াড

মাঠ

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপের সকল খেলা শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।[3]

শিলিগুড়ি
কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৩০,০০০

গ্রুপ পর্ব

গ্রুপ পর্বের জন্য ড্র ঢাকায় অবস্থিত দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন এর প্রধান কার্যালয়ে ১৭ নভেম্বর ২০১৬ তারিখে অনুষ্ঠিত হয়।[4]

গ্রুপ এ

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
   নেপাল ১৮ +১৮ নকআউট পর্বে অগ্রসর
 মালদ্বীপ ১২
 শ্রীলঙ্কা
 ভুটান ১৩ ১২
উৎস: Soccerway
শ্রেণীবিভাগের নিয়মাবলী: Tie-breaking criteria
নেপাল   8–0 ভুটান
Bhandari  5', 9', 23', 35', 72', 77'
Thapa
Khatri  90'
প্রতিবেদন

মালদ্বীপ 0–9   নেপাল
প্রতিবেদন Bhandari  12', 28', 39', 50', 63'
Yonjan  52'
Lama  71'
Bhujel  74'
BK  90+3'

গ্রুপ বি

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
 বাংলাদেশ +৬ নকআউট পর্বে অগ্রসর
 ভারত (H) +৪
 আফগানিস্তান ১১ ১০
উৎস: Soccerway
শ্রেণীবিভাগের নিয়মাবলী: Tie-breaking criteria
(H) স্বাগতিক।
ভারত ৫–১ আফগানিস্তান
যমুনা  ৩', ৩২'
মালিক  ২৯'
গ্রাসি  ৪৫+২'
যাদব  ৯০+২'
প্রতিবেদন ফারখুন্দা  ৮৮'

বাংলাদেশ ৬–০ আফগানিস্তান
খাতুন  ৬', ১৫', ৪০', ৪৪', ৪৮'
স্বপ্না  ৮৫'
প্রতিবেদন

নকআউট পর্ব

ব্রাকেট

 
সেমি-ফাইনালফাইনাল
 
      
 
২ জানুয়ারি
 
 
   নেপাল
 
৪ জানুয়ারি
 
 ভারত
 
 ভারত
 
২ জানুয়ারি
 
 বাংলাদেশ
 
 বাংলাদেশ
 
 
 মালদ্বীপ
 

সেমি–ফাইনাল

নেপাল   ১–৩ ভারত
ভান্দারি  ৭৫' দেবি  ৪৫'
কাথিরেসান  ৫০'
মালিক  ৮৩'

বাংলাদেশ ৬–০ মালদ্বীপ
স্বপ্না  ১১', ২২', ৫৮'
সাবিনা  ৪৮', ৬৪' (pen)
খাতুন  ৫২'
প্রতিবেদন

ফাইনাল

ভারত ৩–১ বাংলাদেশ
গ্রাস  ১২'
মালিক  ৬০'
কাথিরেসান  ৬৭'
প্রতিবেদন স্বপ্না  ৪০'

গোলস্কোর

তথ্যসূত্র

  1. "সাফ ও ক্লাব কাপ বাংলাদেশে"। দৈনিক নয়াদিগন্ত। ৩ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ৯ মার্চ ২০১৬
  2. "Another pullout as Pakistan skips Women's Asian Cup"Football Pakistan (Dawn)। ৩ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬
  3. "Players called for camp"The All India Football Federation। ২৫ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬
  4. "Draw Held in Dhaka"Goal Nepal। ১৭ নভেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ২০ ডিসেম্বর ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.