বাংলাদেশ প্রিমিয়ার লীগ (ফুটবল)
বাংলাদেশ প্রিমিয়ার লীগ বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত বাংলাদেশের ক্লাব ফুটবলের শীর্ষ বিভাগ।
দেশ | ![]() |
---|---|
কনফেডারেশন | এএফসি |
স্থাপিত | ২ মার্চ ২০০৭ |
প্রথম মৌসুম | ২০০৭ |
দলের সংখ্যা | ১৩ |
স্তর | ১ |
অবনতি | বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ |
ঘরোয়া কাপ | ফেডারেশন কাপ, স্বাধীনতা কাপ |
আন্তর্জাতিক কাপ | এএফসি কাপ |
বর্তমান চ্যাম্পিয়ন | বসুন্ধরা কিংস (১ম শিরোপা) (২০১৮-১৯) |
সর্বাধিক শিরোপা | ঢাকা আবাহনী (৬ষ্ঠ শিরোপা) |
টিভি সহযোগী | বাংলা টিভি |
ওয়েবসাইট | www.bff.com.bd |
![]() |
ইতিহাস
২০০৭ সালে এটি শুরুর সময় নাম ছিল বি-লীগ। ২০১০ সালে লীগের নামকরণ করা হয় বাংলাদেশ লীগ[1]। ২০১২ লীগের নাম আবারো পরিবর্তন করে বর্তমান নাম রাখা হয়। বর্তমানে ২০১৮-২০১৯ সিজনে এই লীগের স্পন্সর টিভিএস। যে কারনে এই লীগটি টিভিএস বাংলাদেশ প্রিমিয়ার লীগ নামেও পরিচিত। ২০১৫ ও ২০১৬ সালে স্পন্সর ছিলো যথাক্রমে মান্যবর এবং জেবি গ্রুপ।লীগ ও সেই নামে পরিচিত ছিলো। ২০১৭ তে এর স্পন্সর সাইফ পাওয়ার ব্যাটারি।
২০০০ সালে জাতীয় একটি লীগ শুরুর পূর্বে ঢাকা লীগ ছিল বাংলাদেশের ফুটবল অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লীগ।
বর্তমান ক্লাবসমূহ
২০১৮-১৯ এর - ক্লাবসমূহ
- মোহামেডান স্পোর্টিং ক্লাব (ঢাকা)
- আবাহনী লিমিটেড (ঢাকা)
- মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (ঢাকা)
- ব্রাদার্স ইউনিয়ন (ঢাকা)
- শেখ রাসেল ক্রীড়া চক্র (ঢাকা)
- আরামবাগ ক্রীড়া সংঘ (ঢাকা)
- রহমতগঞ্জ এমএফএস (ঢাকা)
- শেখ জামাল ধানমন্ডি ক্লাব (ঢাকা)
- আবাহনী লিমিটেড চট্টগ্রাম (চট্টগ্রাম)
- টিম বিজেএমসি (ঢাকা)
- সাইফ স্পোর্টিং ক্লাব (ঢাকা)
- বসুন্ধরা কিংস (নীলফামারী)
- নোফেল স্পোটিং ক্লাব (নোয়াখালী, ফেনী, লক্ষ্মী পুর)
বাংলাদেশ প্রিমিয়ার লীগ ২০১৮- ২০১৯স্টেডিয়াম
- বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
- শেখ কামাল স্টেডিয়াম, নীলফামারী
- শহিদ ভুলু স্টেডিয়াম, নোয়াখালী
- এমএ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম
- শেখ জামাল স্টেডিয়াম, ফরিদপুর
- রফিক উদ্দিন ভুঁইয়া স্টেডিয়াম, ময়মনসিংহ
- শেখ ফজলুল হক স্টেডিয়াম, গোপালগঞ্জ
- সিলেট জেলা স্টেডিয়াম, সিলেট
বিজয়ীদের তালিকা
মৌসুম | ক্লাব | খেলা | জয় | ড্র | পরাজয় | পক্ষে গোল | বিপক্ষে গোল | গোল পার্থক্য | পয়েন্ট |
---|---|---|---|---|---|---|---|---|---|
২০০৭ বি. লীগ | ঢাকা আবাহনী | ২০ | ১৪ | ৫ | ১ | ৩৬ | ৮ | ২৮ | ৪৭ |
২০০৮–০৯ বি.লীগ | ঢাকা আবাহনী | ২০ | ১৬ | ২ | ২ | ৪৫ | ১১ | ৩৪ | ৫০ |
২০০৯-১০ বাংলাদেশ লীগ | ঢাকা আবাহনী | ২৪ | ২২ | ১ | ১ | ৬৩ | ৮ | ৫৫ | ৬৭ |
২০১০-১১ বাংলাদেশ লীগ | শেখ জামাল | ২২ | ১৫ | ৬ | ১ | ৪২ | ১২ | ৩০ | ৫১ |
২০১২ বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লীগ | ঢাকা আবাহনী | ২০ | ১৩ | ৬ | ১ | ৪২ | ১৫ | ২৭ | ৪৫ |
২০১২-১৩ বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লীগ | শেখ রাসেল | ১৬ | ১২ | ২ | ২ | ৩০ | ১৪ | ১৬ | ৩৮ |
২০১৩-১৪ বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লীগ | শেখ জামাল | ২৭ | ১৯ | ৭ | ১ | ৭৮ | ২৬ | ৫২ | ৬৪ |
২০১৫ বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লীগ | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ২০ | ১৬ | ৩ | ১ | ৬০ | ২২ | ৩৮ | ৫১ |
২০১৬ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল | ঢাকা আবাহনী | ২২ | ১৫ | ৭ | ০ | ৪৮ | |||
২০১৭-১৮ বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লীগ | ঢাকা আবাহনী | ২২ | ১৬ | ৪ | ২ | ৫২ | |||
২০১৮-১৯ বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লীগ[2] | বসুন্ধরা কিংস | ২৪ | ২০ | ৩ | ১ |
মোট চাম্পিয়নশিপ
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (পূর্বের বি লীগ অথবা বাংলাদেশ লীগ) চালুর পর চাম্পিয়ন হওয়া ক্লাবগুলোর তালিকা নিন্মরূপ।
ক্লাব |
চাম্পিয়নশিপের সংখ্যা |
---|---|
ঢাকা আবাহনী | ৬ |
শেখ জামাল | ৩ |
শেখ রাসেল | ১ |
বসুন্ধরা কিংস | ১ |
সর্বাধিক গোলদাতা
সাল | সর্বাধিক গোলদাতা | দল | গোলের সংখ্যা | |
২০০৭ | ![]() | এলিজাহ ওবাগবেমিরো জুনিয়র | ব্রাদার্স ইউনিয়ন | ১৬ |
২০০৮ | ![]() | আলামু বুকোলা ওলাকান | ঢাকা মোহামেডান | ১৮ |
২০০৯ | ![]() | এনামুল হক | ঢাকা আবাহনী | ২১ |
২০১০ | ![]() | জেমস মুগা | মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র | ১৯ |
২০১১-১২ | ![]() | ইসমায়েল বাঙ্গুরা | টিম বিজেএমসি | ১৭ |
২০১২-১৩ | ![]() | ওসেই মরিসন | ঢাকা মোহামেডান | ১১ |
২০১৩-১৪ | ![]() | ওয়েডসন আনসেলম | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ২৬ |
২০১৪-১৫ | ![]() | ওয়েডসন আনসেলম | শেখ জামাল ধানমন্ডি ক্লাব | ১৮ |
২০১৬ | ![]() | সানডে চিজোবা | ঢাকা আবাহনী | ১৯ [3] |
২০১৭–১৮ | ![]() | সোলোমান কিং কানফর্ম | শেখ জামাল | ১৫ |
![]() | ||||
২০১৮-১৯ | শেখ রাসেল ক্রীড়া চক্র | ২২[4] |
সম্প্রচার ও টেলিভিশন স্বত্ব
বাংলাদেশ টেলিভিশন এবং বৈশাখী টিভি ২০১৬ মৌসুমের ১৩২ ম্যাচ সরাসরি সম্প্রচার করে। রেডিও নেক্সট ২০১৬ মৌসুমের খেলাগুলোর ধারাবিবরণী প্রচার করেছে[5][6]। মে, ২০১৯ হতে আইএসপি-কে বাফুফে বিপিএল, বিসিএল সহ ঘরোয়া প্রতিযোগিতার স্বত্ব প্রদান করে, সে অনুযায়ী আইএসপি-এর সম্প্রচার সহযোগী বাংলা টিভি বিপিএল-এর খেলা সম্প্রচার শুরু করে[7] ২০১৯ সাল হতে বিপিএল-এর সকল ম্যাচ 'মাইকুজু' নামক একটি 'অনলাইন স্ট্রিমিং' সেবা প্রদানকারী প্লাটফর্মে সরাসরি সম্প্রচার করা হচ্ছে[8][9]।
তথ্যসূত্র
- "ফুটবল - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-২০।
- "শিরোপা উৎসবের ম্যাচে ড্র করল বসুন্ধরা কিংস"। banglanews24.com। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৪।
- http://www.fifa.com/live-scores/nationalleagues/nationalleague=bangladesh-bangladesh-premier-league-2000000129/top-scorers/index.html
- "রাফায়েলের অনন্য রেকর্ড"। মানবজমিন। সংগ্রহের তারিখ ২০১৯-০৮-০৫।
- "Bangladesh Premier League Football"। YouTube। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯।
- "জমকালো আয়োজনে উন্মোচিত হলো বিপিএলের লোগো ও ট্রফি"। jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯।
- "Deal inked with ISP, new BPL title sponsor TVS"। BFF (ইংরেজি ভাষায়)। ২০১৯-০৫-৩০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯।
- mycujoo.tv। "All games of Bangladesh Football Federation"। mycujoo.tv (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯।
- "Live Streaming: Bangladesh Muktijoddha SKC vs NoFeL Sporting Club"। BFF (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯।
বহিঃসংযোগ
- বাংলাদেশ ফুটবল ফেডারেশন
- ফিফা.কম এ বাংলাদেশ প্রিমিয়ার লীগ
- বিপিএল-এর হারিয়ে যাওয়া ভেন্যু
- সকারওয়ে.কম
টেমপ্লেট:AFC Leagues