জামালগঞ্জ উপজেলা

জামালগঞ্জ বাংলাদেশের সুনামগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা

জামালগঞ্জ
উপজেলা
জামালগঞ্জ
জামালগঞ্জ
বাংলাদেশে জামালগঞ্জ উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৫৯′০″ উত্তর ৯১°১৪′০″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসুনামগঞ্জ জেলা
আয়তন
  মোট৩৩৮.৭৪ কিমি (১৩০.৭৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট১,৩৮,৯৮৫
  জনঘনত্ব৪১০/কিমি (১১০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট২৯.৬৫%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩০০০
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯০ ৫০
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

জামালগঞ্জ উপজেলার উত্তরে তাহিরপুর উপজেলাবিশ্বম্ভরপুর উপজেলা, দক্ষিণে খালিয়াজুড়ি উপজেলাদিরাই উপজেলা, পূর্বে সুনামগঞ্জ সদর উপজেলা এবং পশ্চিমে মোহনগঞ্জধর্মপাশা উপজেলা

প্রশাসনিক এলাকা

ইতিহাস

জামালগঞ্জ-এর নামকরণে ভাটীপাড়ার বয়োবৃদ্ধ জমিদার মরহুম এখলাছুর রহমান চৌধুরীর মতামত প্রণিধানযোগ্য। ১৯৬৪ সালে জনাব এখলাছুর রহমান চৌধুরীর দেয়া তথ্য থেকে জানা যায় যে, তাদের বংশের পূর্ব পুরুষগণের মধ্যে জামাল ফারুকী নামে একজন প্রসিদ্ধ ব্যক্তি ছিলেন। তাকে স্মরণীয় করে রাখার জন্য ভাটীপাড়া এস্টেট কর্তৃক নতুন ক্রয়কৃত দুটি তালুকের নামকরণ করা হয় জামালগড় ও জামালপুর। অতঃপর সাচনা বাজারের সঙ্গে নদীর পশ্চিমপাড়ে প্রতিযোগিতামূলক একটি নতুন বাজার প্রতিষ্ঠিত হলে এর নামকরণ করা হয় জামালগঞ্জ। “জামাল”-আরবী শব্দ-এর অর্থ মনোরম বা সুন্দর এবং ‌“গঞ্জ”শব্দের অর্থ বাজার বা যেখানে ক্রয়-বিক্রয় করা হয়। আবার “গঞ্জ”অর্থ শহরও বোঝায়। সে বিচারে জামালগঞ্জ হচ্ছে সুন্দর বা মনোরম শহর।[2]

আয়তন

বর্তমানে আয়তন ৩৩৮.৭৪ বর্গকিঃমিঃ।

জনসংখ্যার উপাত্ত

শিক্ষা প্রতিষ্ঠান

  • জামালগঞ্জ সরকারী মডেল উচ্চ বিদ্যালয়
  • জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়
  • জামালগঞ্জ সরকারী কলেজ

অর্থনীতি

নদনদী

জামালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সামনে সুরমা নদী

জামালগঞ্জ উপজেলায় আছে সুরমা নদী

কৃতী ব্যক্তিত্ব

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে বিশ্বম্ভরপুর"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ জুলাই, ২০১৫ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)
  2. জেলা তথ্য বাতায়ন

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.