কোম্পানীগঞ্জ উপজেলা, সিলেট

কোম্পানীগঞ্জ বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত একটি উপজেলা

কোম্পানীগঞ্জ
উপজেলা
বাংলাদেশে কোম্পানীগঞ্জ উপজেলা, সিলেটের অবস্থান
কোম্পানীগঞ্জ
কোম্পানীগঞ্জ
বাংলাদেশে কোম্পানীগঞ্জ উপজেলা, সিলেটের অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৪′৪৫″ উত্তর ৯১°৪৫′১৫″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
সংসদীয় আসনসিলেট-৪
সরকার
  এমপিএমরান আহমদ (আওয়ামীলীগ)
আয়তন
  মোট২৯৬.৬০ কিমি (১১৪.৫২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট১,৭৪,০২৯
  জনঘনত্ব৫৯০/কিমি (১৫০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট২৮.৮০%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩১০০
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯১ ২৭
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

২৯৬.৬০ বর্গ কি.মি. জুড়ে অবস্থিত কোম্পানীগঞ্জ উপজেলা। এর উত্তরে ভারতের মেঘালয়, দক্ষিণে সিলেট সদর উপজেলা, পূর্বে গোয়াইনঘাট উপজেলা এবং পশ্চিমে সুনামগঞ্জের ছাতক উপজেলা অবস্থিত। কোম্পানীগঞ্জের প্রধান নদীগুলো হল ধলাই, সুরমাপিয়াইন

প্রশাসনিক এলাকা

কোম্পানিগঞ্জ শহর একটি মৌজা নিয়ে গঠিত, এর আয়তন ৯.২১ ব কিমি। ১৯৭৬ সালে স্থাপিত পুলিশ ফাড়ি ১৯৮৩ তে উপজেলায় রূপান্তরিত হয়। এতে ৬টি ইউনিয়ন পরিষদ ও ৭৪ টি মৌজা এবং ১৩৬ টি গ্রাম আছে।

ইউনিয়নগুলোঃ[2]

ইতিহাস

কোম্পানীগঞ্জ হচ্ছে সিলেট জেলার অধীনে একটি উপজেলা । ১৯৭৬ সালে কোম্পানীগঞ্জ থানাটি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার অন্তর্ভুক্ত ছিল। ১৯৮৫ সালে ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের অংশ, সিলেট জেলার সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের অংশ এবং একই জেলার গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ও তোয়াকুল ইউনিয়নের অংশ বিশেষ নিয়ে প্রতিষ্ঠিত হয়।

জনসংখ্যার উপাত্ত

জনসংখ্যা ১,৭৪,০২৯। এর মধ্যে পুরুষ প্রায় ৮৯,৬৪৯ জন এবং মহিলা-৮৪,৩৮০ জন।

শিক্ষা

গড় শিক্ষার হার ২৮.৮০%।

অর্থনীতি

কোম্পানীগঞ্জ উপজেলার অর্থনৈতিক অবস্থা ভালো।

কৃতী ব্যক্তিত্ব

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে কোম্পানীগঞ্জ"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫
  2. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "up list"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.