গোয়াইনঘাট উপজেলা

গোয়াইনঘাট বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত একটি উপজেলা[1][2]

গোয়াইনঘাট
উপজেলা
গোয়াইনঘাট
গোয়াইনঘাট
বাংলাদেশে গোয়াইনঘাট উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৫°৪′৪৮.০০০″ উত্তর ৯১°৫৮′১২.০০০″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
আয়তন
  মোট৪৮৮.৭০ কিমি (১৮৮.৬৯ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২,৪১,৮৩৭
  জনঘনত্ব৪৯০/কিমি (১৩০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯১ ৪১
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

৪৮৬.১০ বর্গ কি.মি. জুড়ে অবস্থিত এই উপজেলার চারিদিকে আছে, উত্তরে মেঘালয়, দক্ষিণে সিলেট সদর উপজেলাজৈন্তাপুর উপজেলা, পূর্বে জৈন্তাপুর উপজেলা ও পশ্চিমে কোম্পানীগঞ্জ উপজেলা। প্রধান নদী সারি, গয়ান, পিয়ান।

প্রশাসনিক এলাকা

গোয়াইনঘাট শহর ২ টি মৌজা নিয়ে গঠিত; এর আয়তন ৩.৫১ বর্গ কিলোমিটার। ১৯০৮ সালে স্থাপিত থানা বর্তমানে উপজেলাতে মোট ৮টি ইউনিয়ন পরিষদ ও ২৬০টি মৌজা এবং ২৬৪টি গ্রাম আছে।

ইউনিয়ন সমূহ

ইতিহাস

জনসংখ্যার উপাত্ত

জনসংখ্যা ২,৪১,৮৩৭জন।

শিক্ষা

গড় শিক্ষার হার ১৮.১%, পু২৩.৬% ও ম১২.৬%, শহর আঞ্চলে ২২.৭%।

অর্থনীতি

কৃতী ব্যক্তিত্ব

  • মকবুল হোসেন –সাবেক এম এল এ
  • ফয়জুল হাসান –সাবেক এম এল এ
  • আব্দুল হান্নান –সাবেক এমপি
  • ছয়ফুল আলম –সাবেক এমপি

বিবিধ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "এক নজরে গোয়াইনঘাট উপজেলা"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৯
  2. "গোয়াইনঘাট উপজেলা - বাংলাপিডিয়া"bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৭

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.