গোয়াইনঘাট উপজেলা
গোয়াইনঘাট বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত একটি উপজেলা।[1][2]
গোয়াইনঘাট | |
---|---|
উপজেলা | |
![]() ![]() গোয়াইনঘাট ![]() ![]() গোয়াইনঘাট | |
স্থানাঙ্ক: ২৫°৪′৪৮.০০০″ উত্তর ৯১°৫৮′১২.০০০″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সিলেট জেলা |
আয়তন | |
• মোট | ৪৮৮.৭০ কিমি২ (১৮৮.৬৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ২,৪১,৮৩৭ |
• জনঘনত্ব | ৪৯০/কিমি২ (১৩০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | % |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯১ ৪১ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
অবস্থান
৪৮৬.১০ বর্গ কি.মি. জুড়ে অবস্থিত এই উপজেলার চারিদিকে আছে, উত্তরে মেঘালয়, দক্ষিণে সিলেট সদর উপজেলা ও জৈন্তাপুর উপজেলা, পূর্বে জৈন্তাপুর উপজেলা ও পশ্চিমে কোম্পানীগঞ্জ উপজেলা। প্রধান নদী সারি, গয়ান, পিয়ান।
প্রশাসনিক এলাকা
গোয়াইনঘাট শহর ২ টি মৌজা নিয়ে গঠিত; এর আয়তন ৩.৫১ বর্গ কিলোমিটার। ১৯০৮ সালে স্থাপিত থানা বর্তমানে উপজেলাতে মোট ৮টি ইউনিয়ন পরিষদ ও ২৬০টি মৌজা এবং ২৬৪টি গ্রাম আছে।
ইউনিয়ন সমূহ
- ১নং রুস্তমপুর ইউনিয়ন
- ২নং পশ্চিম জাফলং ইউনিয়ন
- ৩নং পুর্ব জাফলং ইউনিয়ন
- ৪নং লেঙ্গুঁড়া ইউনিয়ন
- ৫নং আলীরগাঁও ইউনিয়ন
- ৬নং ফতেপুর ইউনিয়ন, গোয়াইনঘাট
- ৭নং নন্দিরগাঁও ইউনিয়ন
- ৮নং তোয়াকুল ইউনিয়ন
- ৯নং ডৌবাড়ী ইউনিয়ন
ইতিহাস
জনসংখ্যার উপাত্ত
জনসংখ্যা ২,৪১,৮৩৭জন।
শিক্ষা
গড় শিক্ষার হার ১৮.১%, পু২৩.৬% ও ম১২.৬%, শহর আঞ্চলে ২২.৭%।
অর্থনীতি
কৃতী ব্যক্তিত্ব
- মকবুল হোসেন –সাবেক এম এল এ
- ফয়জুল হাসান –সাবেক এম এল এ
- আব্দুল হান্নান –সাবেক এমপি
- ছয়ফুল আলম –সাবেক এমপি
বিবিধ
আরও দেখুন
তথ্যসূত্র
- "এক নজরে গোয়াইনঘাট উপজেলা"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৭ জুলাই ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৭ জুলাই ২০১৯।
- "গোয়াইনঘাট উপজেলা - বাংলাপিডিয়া"। bn.banglapedia.org। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-২৭।
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.