সুনামগঞ্জ সদর উপজেলা
সুনামগঞ্জ সদর বাংলাদেশ এর সুনামগঞ্জ জেলার অন্তর্গত একটি উপজেলা।
সুনামগঞ্জ সদর | |
---|---|
উপজেলা | |
![]() ![]() সুনামগঞ্জ সদর ![]() ![]() সুনামগঞ্জ সদর | |
স্থানাঙ্ক: ২৫°৪′০.১″ উত্তর ৯১°২৪′০.০″ পূর্ব ![]() | |
দেশ | ![]() |
বিভাগ | সিলেট বিভাগ |
জেলা | সুনামগঞ্জ জেলা |
আয়তন | |
• মোট | ২৮৩.৮৩ কিমি২ (১০৯.৫৯ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১)[1] | |
• মোট | ২,১৯,৩৩৮ |
• জনঘনত্ব | ৭৭০/কিমি২ (২০০০/বর্গমাইল) |
সাক্ষরতার হার | |
• মোট | ৩৫.৩৩% |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ৩০০০ ![]() |
প্রশাসনিক বিভাগের কোড | ৬০ ৯০ ৮৯ |
ওয়েবসাইট | প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট ![]() |
ইতিহাস
এই উপজেলাটির উত্তরে ভারত, পূর্বে দোয়ারাবাজার উপজেলা ও ছাতক উপজেলা, দক্ষিণে - দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ও দিরাই উপজেলা এবং পশ্চিমে জামালগঞ্জ উপজেলা ও বিশ্বম্ভরপুর উপজেলা।
জনসংখ্যার উপাত্ত
- জনসংখ্যা: ২৪,৬৭,৯৬৮ জন। (আদমশুমারী ২০১১)
- পুরুষ: ১২,৩৬,১০৬ জন।
- মহিলা: ১২,৩১,৮৬২ জন।
শিক্ষা
- সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ
- সুনামগঞ্জ সরকারি কলেজ
- সুনামগঞ্জ সরকারি মহিলা কলেজ
- সুনামগঞ্জ পৌর কলেজ
- সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়
- সরকারি সতিশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়
- আল-হেরা জামেয়া ইসলামিয়া
- সুনামগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ
- বুলচান্দ উচ্চ বিদ্যালয়
- এইচ.এম.পি উচ্চ বিদ্যালয়
- সুনামগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়
- লবজান চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ
- ষোলঘর প্রাথমিক বিদ্যালয়
- আদর্শ শিশু শিক্ষা নিকেতন
- অষ্টগ্রাম রাসগোবিন্দ উচ্চ বিদ্যালয়
অর্থনীতি
বিবিধ
ঐতিহাসিক নিদর্শন ও ঐতিহ্য
- গৌরারং জমিদার বাড়ি
- হাসনরাজা মিউজিয়াম
- হাসনরাজার তোরন
- হাসনরাজার সমাধি
- সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর
- রিভার ভিউ
- সুরমা ভ্যালি পার্ক
- সুনামগঞ্জ পুরাতন পৌরসভা শাপলা চত্বর
- সুরমা নদীর আবদুজ জহুর সেতু
আরও দেখুন
তথ্যসূত্র
- বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ জুলাই, ২০১৫। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য)
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.