সিলেট সদর উপজেলা

সিলেট সদর বাংলাদেশের সিলেট জেলার অন্তর্গত একটি উপজেলা

সিলেট সদর
উপজেলা
বাংলাদেশে সিলেট সদর উপজেলার অবস্থান
সিলেট সদর
সিলেট সদর
বাংলাদেশে সিলেট সদর উপজেলার অবস্থান
স্থানাঙ্ক: ২৪°৫৩′৩০″ উত্তর ৯১°৫৩′০″ পূর্ব
দেশ বাংলাদেশ
বিভাগসিলেট বিভাগ
জেলাসিলেট জেলা
সিলেট-১
আয়তন
  মোট৩১৩.১৭ কিমি (১২০.৯২ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)[1]
  মোট৩,৪৯,২৬৬
  জনঘনত্ব১১০০/কিমি (২৯০০/বর্গমাইল)
সাক্ষরতার হার
  মোট%
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
পোস্ট কোড৩১০০
প্রশাসনিক
বিভাগের কোড
৬০ ৯১ ৬২
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান

সিলেট সদর উপজেলা ২৪°৪৩´ উত্তর অক্ষাংশ হতে ২৪°৭৭´ উত্তর অক্ষাংশের এবং ৯১°৪০´ পূর্ব দ্রাঘিমা হতে ৯১°০১´ পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এই উপজেলাটির উত্তরে সিলেটের কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, ও জৈন্তাপুর উপজেলা; দক্ষিণে ফেঞ্চুগঞ্জবালাগঞ্জ উপজেলা; পূর্বে জৈন্তাপুরগোলাপগঞ্জ উপজেলা এবং পশ্চিমে বিশ্বনাথসুনামগঞ্জের ছাতক উপজেলা

প্রশাসনিক এলাকা

সিলেট সদর উপজেলা ৮ টি ইউনিয়ন (সিটি করপুরেশন২৭ টি ওয়ার্ড ও ২১০ টি মহল্লা) নিয়ে এটি গঠিত। সিলেট থানা স্থাপিত হয় ১৮৮৭ সালে। একটি মিউনিসিপ্যালিটি সহ ২৩ ইউনিয়ন পরিষদ, ৮৪ টি মৌজা ও ৬৮৯ টি গ্রাম নিয়ে গঠিত। সুরমা, কুশিয়ারা, বড়াই ও দালদালি হাওর,চেংগের খাল,প্রধান নদী।

ইউনিয়ন

  1. কান্দিগাঁও ইউনিয়ন
  2. খাদিমনগর ইউনিয়ন
  3. খাদিমপাড়া ইউনিয়ন
  4. জালালাবাদ ইউনিয়ন,
  5. টুকের বাজার ইউনিয়ন
  6. টুলটিকর ইউনিয়ন
  7. মোগলগাঁও ইউনিয়ন
  8. হাটখোলা ইউনিয়ন

ইতিহাস

ঐতিহ্য

এখানে দেশের সমস্ত জাতীয় দিবস এবং উৎসব আড়ম্বরপূর্ণভাবে পালিত হয়। ধর্মীয় গুরুত্বপূর্ণ দিনগুলো ও যথাযথ গাম্ভীর্যের সাথে পালন করা হয়। হযরত শাহ জালাল (রহঃ) এর মাজার জিয়ারত এখানে অবস্থিত।

জনসংখ্যার উপাত্ত

জনসংখ্যা ৩,৪৯,২৬৬ জন। এর মধ্যে পুরুষ ১,৮০,৪৩৫ জন এবং মহিলা ১,৬৮,৮৩১ জন।

শিক্ষা

শহরাঞ্চলে শিক্ষার হার ৬৬.৯%। গড় শিক্ষার হার পুরুষ ৫০.৬ %, মহিলা ৪৪.০%। সিলেট বিভাগের উচ্চ শিক্ষার সমস্ত প্রতিষ্ঠান এখানে অবস্থিত। বাংলাদেশের প্রথম সারির বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত।[2] এছাড়াও রয়েছে সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ,[3] এবং কৃষি শিক্ষার জন্য বিশেষায়িত সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়

আরও আছে সিলেট গভর্নমেন্ট কলেজ, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ,[4] মুরারিচাঁদ কলেজ,[5], ইন্সটিটিউট অফ হেলথ টেকনোলজি, সিলেট সিলেট পলিটেকনিক ইন্সটিটিউট। উচ্চ মাধ্যমিক শিক্ষার জন্য রয়েছে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, সিলেট ক্যাডেট কলেজ, মদনমোহন কলেজ, স্টেট কলেজ,ওমেন্স কলেজ সিলেট, গভর্নমেন্ট কলেজ সিলেট এবং সিলেট ল কলেজ। এছাড়াও রয়েছে ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় - লিডিং ইউনিভার্সিটি, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মেট্রোপলিটন ইউনিভার্সিটি এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি।

এখানে কিছু বেসরকারি মেডিকেল কলেজ ও রয়েছে, যাদের নাম- জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ, সিলেট ওমেন্স মেডিকেল কলেজ এবং পার্কভিউ মেডিকেল কলেজ।[6]

অর্থনীতি

কৃতী ব্যক্তিত্ব

বিবিধ

আরও দেখুন

তথ্যসূত্র

  1. বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন (জুন ২০১৪)। "এক নজরে সিলেট সদর উপজেলা"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৫ জুলাই ২০১৫
  2. Shahjalal University of Science and Technology ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৯-১২-২৭ তারিখে Varsity Admission. Retrieved on 25 May 2009.
  3. MAG Osmani Medical College Retrieved on 25 May 2009.
  4. Sylhet Engineering College The Daily Star. 9 November 2008. Retrieved on 25 May 2009.
  5. Mohammad Shafiqul Islam (25 March 2007) Inter University Debate Competition: Metropolitan University Team Champion The Daily Star. Retrieved on 25 May 2009.
  6. Jalalabad Ragib-Rabeya Medical College and Hospital

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.