মদনমোহন কলেজ

মদনমোহন কলেজ (এমএমসি নামেও পরিচিত) হল সিলেটের একটি শীর্ষস্থানীয় ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। এটি সিলেট শহরের লামাবাজার এলাকায় অবস্থিত।

মদনমোহন কলেজ, সিলেট
ধরনসরকারি কলেজ
স্থাপিত২৬ জানুয়ারী ১৯৪০
অধ্যক্ষঅধ্যাপিকা সর্ব্বাণী অর্জুণ
প্রশাসনিক কর্মকর্তা
৫০
শিক্ষার্থী১০,৪৫১ জন (দশ হাজার চারশত একান্ন জন)
স্নাতক২৭১৪
ঠিকানা
লামাবাজ
,
সিলেট -৩১০০
,
রঙসমূহসাদা ও নীল
সংক্ষিপ্ত নামএমএমসি
অধিভুক্তিবাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

ইতিহাস

১৮৯২ সালে সিলেট অঞ্চলের সর্বপ্রাচীন উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ কলেজ প্রতিষ্ঠা লাভ করে। তার ৪৮বছর পর অর্থাৎ ১৯৪০ সালের ২৬ জানুয়ারি সিলেট শহরে লামাবাজার এলাকায় বাণিজ্য শাখায় অধ্যয়নের সুযোগ সংবলিত উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান মদনমোহন কলেজ প্রতিষ্ঠিত পায়। তৎকালীন সিলেটের প্রখ্যাত শিক্ষানুরাগী মোহিনীমোহন দাস (১৮৮৯-১৯৪৪ খ্রি.) ও যোগেন্দ্রমোহন দাস (১৮৯৪-১৯৮৬ খ্রি.) তাদের পিতা মদনমোহন দাস(১৮৫৬-১৯২৫ খ্রি.) এর স্মরণে কলেজটি প্রতিষ্ঠা করেন। তারা কলেজটি সিলেটের লামাবাজারে তাদের নিজেদের দান করা জমির উপর প্রতিষ্ঠা করেন। বর্তমানে কলেজটির মোট আয়তন ৩.৩৭ একর। বর্তমান কলেজটি বাংলাদেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপযোজন নিয়ে এ অঞ্চলের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বিভাগ

বিজ্ঞান অনুষদ

  • রসায়ন বিভাগ
  • পদার্থবিদ্যা বিভাগ
  • গণিত বিভাগ
  • পরিসংখ্যান বিভাগ
  • আইসিটি বিভাগ

ব্যবসা শিক্ষা অনুষদ

  • ব্যবস্থাপনা বিভাগ
  • অ্যাকাউন্টিং বিভাগ
  • অর্থ ও ব্যাংকিং বিভাগ

সামাজিক বিজ্ঞান অনুষদ

  • অর্থনীতি বিভাগ
  • রাজনৈতিক বিজ্ঞান বিভাগ
  • উন্নয়ন গবেষণা বিভাগ

জৈব বিজ্ঞান অনুষদের

  • বোটানি বিভাগ
  • প্রাণিবিদ্যা বিভাগ

কলা অনুষদ

  • বাংলা বিভাগ
  • ইংরেজি বিভাগ
  • ইসলামী শিক্ষা বিভাগ
  • দর্শনশাস্ত্র বিভাগ
  • ইসলামী ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

অবকাঠামো

একাডেমিক ভবন

বর্তমানে কলেজে বেশ কয়েকটি একাডেমিক ভবন রয়েছে। এ ভবনগুলো প্রধানত শ্রেণীকক্ষ, লাইব্রেরী ও প্রশাসনিক কাজে ব্যবহার করা হয়। এগুলোর মধ্যে রয়েছে মোহিনীমোহন ভবন, যোগেন্দ্রমোহন ভবন, এম. সাইফুর রহমান ভবন, একাডেমিক ভবন (প্রস্তাবিত), একাডেমিক ভবন তারাপুর ক্যাম্পাস।

লাইব্রেরী

কলেজটির একাডেমিক ভবনের নিচতলার উত্তরাংশে সুবৃহৎ গ্রন্থাগার রয়েছে, যেখানে প্রায় পঁচিশ হাজার দুষ্প্রাপ্য ও গবেষণাধর্মী গ্রন্থসমাবেশ রয়েছে।

হোস্টেল

অধ্যক্ষবৃন্দ ও কার্যকাল

নংঅধ্যক্ষকার্যকাল
০১শ্রীপ্রমোদচন্দ্র গোস্বামী১৬/০১/১৯৪০ হতে ১৪/০১/১৯৬৯
০২শ্রীগিরিজা ভূষণ চক্রবর্তী (ভারপ্রাপ্ত)১৫/০১/১৯৬৯ হতে ৩১/০৫/১৯৬৯
০৩শ্রীকৃষ্ণকুমার পালচৌধুরী০১/০৬/১৯৬৯ হতে ০৭/০৪/১৯৭১
০৪জনাব মোঃ আব্দুল মালিক চৌধুরী (ভারপ্রাপ্ত)০৫/০৫/১৯৭১ হতে ১৫/১২/১৯৭১
০৫শ্রীকৃষ্ণ কুমার পালচৌধুরী১৬/১২/১৯৭১ হতে ৩০/০৬/১৯৮৪
০৬জনাব সৈয়দ আবদুস শহীদ (ভারপ্রাপ্ত)০১/০৭/১৯৮৪ হতে ২৮/০৯/১৯৮৫
০৭জনাব সৈয়দ আব্দুস শহীদ২৯/০৯/১৯৮৫ হতে ৩০/০৯/১৯৯০
০৮জনাব নজরুল ইসলাম চৌধুরী০১/১০/১৯৯০ হতে ০১/০২/২০০০
০৯অধ্যাপক মুহিবুর রহমান (ভারপ্রাপ্ত)০২/০২/২০০০ হতে ২৭/০৭/২০০২
১০লে. কর্নেল এম. আতাউর রহমান পীর২৮/০৭/২০০২ হতে ১৭/১০/২০০৯
১১অধ্যাপক কৃপাসিন্ধু পাল (ভারপ্রাপ্ত)১৮/১০/২০০৯ হতে ২১/০২/২০১১
১২অধ্যাপক কৃপাসিন্ধু পাল২২/০২/২০১১ হতে ৩০/০৬/২০১২
১৩অধ্যাপক ড. মো. আবুল ফতেহ (ভারপ্রাপ্ত)০১/০৭/২০১২ হতে ০৭/০৪/২০১৩ (পূর্বাহ্ন)
১৪অধ্যাপক ড. মো. আবুল ফতেহ০৭/০৪/২০১৩ (অপরাহ্ন) হতে বর্তমান

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.