২০১৬ বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লীগ

২০১৬ বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল (স্পন্সরশিপের কারণে সাধারণভাবে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল নামে পরিচিত) ২০০৭ সালে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের ৯ম আসর, যা ২০১৬ সালের ২৪ জুলাই[1] থেকে পর্যন্ত বাংলাদেশের ৫টি মাঠে অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ
মৌসুম২০১৬
চ্যাম্পিয়নঢাকা আবাহনী
অবনমনউত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব, ফেনী সকার ক্লাব
মোট খেলা১৩২
মোট গোলসংখ্যা৩৪২ (ম্যাচ প্রতি ২.৫৯টি)
সবচেয়ে বড় হোম জয়চট্টগ্রাম আবাহনী ৬–১ উত্তর বারিধারা
(১৪ আগস্ট ২০১৬)
সবচেয়ে বড় এওয়ে জয়আরামবাগ ০–৩ মুক্তিযোদ্ধা সংসদ
(৩০ জুলাই ২০১৬)
উত্তর বারিধারা ১–৪ ফেনী
(১৯ আগস্ট ২০১৬)
সর্বোচ্চ স্কোরিংউত্তর বারিধারা ৩–৫ শেখ জামাল
(২৮ জুলাই ২০১৬)

দল

গত আসর থেকে ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের অবনমন হয় এবং চ্যাম্পিয়নশিপ লীগ থেকে উত্তর বারিধারা উঠে আসে।। গত আসরের চ্যাম্পিয়ন ছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব

ক্লাব স্টেডিয়াম অবস্থান
ব্রাদার্স ইউনিয়নবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামঢাকা
চট্টগ্রাম আবাহনীএম এ আজিজ স্টেডিয়ামচট্টগ্রাম
ঢাকা আবাহনীবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামঢাকা
ঢাকা মোহামেডানবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামঢাকা
ফেনী সকার ক্লাবশহীদ সালাম স্টেডিয়ামফেনী
মুক্তিযোদ্ধা সংসদশেখ ফজলুল হক মনি স্টেডিয়ামগোপালগঞ্জ
শেখ জামালবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামঢাকা
শেখ রাসেল ক্রীড়া চক্রবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামঢাকা
শেখ মনি আরামবাগ ক্রীড়া সংঘবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামঢাকা
টিম বিজেএমসিবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামঢাকা
রহমতগঞ্জ এমএফএসবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামঢাকা
উত্তর বারিধারা এস সিবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামঢাকা

মাঠসমূহ

২০১৬ লীগের অধিকাংশ খেলা চট্টগ্রামে অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম ছাড়াও ঢাকা, সিলেট, রাজশাহী, ময়মনসিংহ, বরিশাল ও গোপালগঞ্জের ৭টি স্টেডিয়ামে,[1][2] খেলার ঘোষণা দেয়া হলেও পরে দুটি কমিয়ে ৫টি স্টেডিয়ামে আনা হয়।

স্টেডিয়াম অবস্থান
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ঢাকা
এম এ আজিজ স্টেডিয়াম চট্টগ্রাম
সিলেট জেলা স্টেডিয়াম সিলেট
ময়মনসিংহ জেলা স্টেডিয়াম ময়মনসিংহ
শেখ ফজলুল হক মনি স্টেডিয়াম গোপালগঞ্জ

ফলাফল

এবারের আসরে ঢাকা আবাহনী বিজয়ী হয়। অপর দিকে একটি দল অবনমন হওয়ার কথা থাকলেও অবনমন প্লে অফ খেলতে রাজি না হওয়ায় ফেনী সকার ক্লাব ও উত্তর বারিধারা এসসি উভয় দলকে অবনমিত করা হয়।

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন বা অবনমন
ঢাকা আবাহনী (C, Q) ২২ ১৫ ৪৮ ১৬ +৩২ ৫২ ২০১৭ এএফসি কাপ বাছাইপর্ব
চট্টগ্রাম আবাহনী ২২ ১৪ ৩৬ ১৫ +২১ ৪৭
শেখ জামাল ধানমন্ডি ক্লাব ২২ ৩৪ ৩০ +৪ ৩২
ব্রাদার্স ইউনিয়ন ২২ ৩৭ ৩৪ +৩ ৩০
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ২২ ২৮ ২৮ ৩০
শেখ মনি আরামবাগ ক্রীড়া সংঘ ২২ ১২ ২১ ২১ ২৭
রহমতগঞ্জ এমএফএস ২২ ৩০ ৩৫ ২৭
শেখ রাসেল ক্রীড়া চক্র ২২ ১৯ ২৪ ২৫
বিজেএমসি দল ২২ ১০ ২৯ ৩৬ ২৫
১০ ঢাকা মোহামেডান ২২ ১১ ২০ ২৯ ২০
১১ ফেনী সকার ক্লাব (R) ২২ ১২ ২১ ৩৫ ১৪ ১৮
১২ উত্তর বারিধারা স্পোর্টিং ক্লাব (R) ২২ ১৪ ১৯ ৩৯ ২০ ১৮ ২০১৬-১৭ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগ-এ
অবনমন
উৎস: সকারওয়ে ফিফা
শ্রেণীবিভাগের নিয়মাবলী: ১) পয়েন্ট; ২) মুখোমুখি ম্যাচের পয়েন্ট; ৩) মুখোমুখি ম্যাচের গোল পার্থক্য; ৪) গোল পার্থক্য; ৫) মোট গোল করা; ৬) প্লে-অফ ম্যাচ
(C) চ্যাম্পিয়ন; (Q) টুর্নামেন্টের নির্দেশিত পর্যায়ে যাওয়ার উপযুক্ত; (R) অবনমন।

সম্প্রচার ও টেলিভিশন স্বত্ব

বাংলাদেশ টেলিভিশন এবং বৈশাখী টিভি এই মৌসুমের ১৩২ ম্যাচ সরাসরি সম্প্রচার করে। রেডিও নেক্সট খেলাগুলোর ধারাবিবরনী প্রচার করেছে[3][4]

তথ্যসূত্র

  1. ২৪শে জুলাই শুরু বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল
  2. "Gopalganj named 7th venue for BPL" [বিপিএলের জন্য ৭ম ভেন্যু হিসেবে গোপালগঞ্জের নাম ঘোষণা]দ্য ডেইলি স্টার (বাংলাদেশ) । ৩ জুলাই ২০১৬। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১৬
  3. "জমকালো আয়োজনে উন্মোচিত হলো বিপিএলের লোগো ও ট্রফি"jagonews24.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯
  4. "Bangladesh Premier League Football"YouTube। সংগ্রহের তারিখ ২০১৯-০৬-১৯
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.