২০০৮–০৯ বি.লীগ

বি.লীগ ২০০৮-০৯ যা ছিল বি.লীগের ২য় আসর। এটি ১৩ সেপ্টেম্বর ২০০৮ এ শুরু হয় এবং ১৭ ফেব্রুয়ারি ২০০৯ এ শেষ হয়। লীগে ঢাকা আবাহনী চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন হওয়ার সুবাদে আবাহনী এএফসি প্রেসিডেন্টস কাপে খেলার যোগ্যতা অর্জন করে।

সিটিসেল বি.লীগ
মৌসুম২০০৮–০৯
চ্যাম্পিয়নআবাহনী ক্রীড়া চক্র
এএফসি প্রেসিডেন্টস কাপআবাহনী ক্রীড়া চক্র
মোট গোলসংখ্যা২৮০
গড় গোল/খেলা২,৫৫

অংশগ্রহনকারী দলসমূহ

ক্লাব শহর
আবাহনী ক্রীড়া চক্র ঢাকা
মোহামেডান স্পোর্টিং ক্লাব ঢাকা
শেখ রাসেল ক্রীড়া চক্র ঢাকা
ব্রাদার্স ইউনিয়ন ঢাকা
চট্টগ্রাম মোহামেডান চট্টগ্রাম
খুলনা আবাহনী ঢাকা
রহমতগঞ্জ এমএফএস ঢাকা
চট্টগ্রাম আবাহনী চট্টগ্রাম
আরামবাগ ক্রীড়া সংঘ ঢাকা
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ঢাকা
ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব ঢাকা

চূড়ান্ত স্ট্যান্ডিং

২০০৮/০৯ এর চূড়ান্ত স্ট্যান্ডিং পয়েন্ট খেলেছে জয় ড্র হার গপ গবি গপা
১.আবাহনী ক্রীড়া চক্র ৫০২০১৬৪৫১১+৩৪
২.মোহামেডান স্পোর্টিং ক্লাব ৪৪২০১৩৪২১২+৩০
৩.শেখ রাসেল ক্রীড়া চক্র ৪১২০১২৪০২০+২০
৪.ব্রাদার্স ইউনিয়ন ৩৭২০১০৩৪২৩+১১
৫.চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাব ৩০২০২২১৬+৬
৬.ফরাসগঞ্জ স্পোর্টিং ক্লাব ২৬২০২৩২২+১
৭.রহমতগঞ্জ এমএফএস ২১২০১১২৪৩২-৮
৮.চট্টগ্রাম আবাহনী লিমিটেড ২০২০১০১৮২৩-৫
৯.আরামবাগ ক্রীড়া সংঘ ১৮২০১০১৪২৭-১৩
১০.মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র ১৩২০১৩৩৫-২৭
১১.খুলনা আবাহনী ক্রীড়া চক্র ২০১৭১০৫৯-৪৯

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.