২০১৮ বাংলাদেশ ফেডারেশন কাপ

২০১৮ বাংলাদেশ ফেডারেশন কাপ বাংলাদেশ ফেডারেশন কাপের ত্রিশতম আসর।ওয়াল্টন গ্রুপের স্পন্সরশীপজনিত কারণে এটি ওয়াল্টন ২০১৮ ফেডারেশন কাপ হিসেবেও পরিচিত।এতে মোট ১৩ টি দল অংশগ্রগ্রহণ করে।প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী।এই আসরের বিজয়ী দল ২০১৯ এএফসি কাপে খেলার যোগ্যতা অর্জন করবে।

২০১৮ ফেডারেশন কাপ
ফেডারেশন কাপ ২০১৮
দেশ বাংলাদেশ
তারিখ২৭ অক্টোবর - ২৪ নভেম্বর ২০১৮[1]
দল১৩
চ্যাম্পিয়নঢাকা আবাহনী (১১তম শিরোপা)
রানার্স-আপবসুন্ধরা কিংস
গোল সংখ্যা৭৪
শীর্ষ গোলদাতা৬ টি গোল
সানডে চিজোবা
(ঢাকা আবাহনী)
সেরা খেলোয়াড়সানডে চিজোবা
(ঢাকা আবাহনী)
২০১৯

ভেন্যূ

ঢাকা
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম
ধারণক্ষমতা: ৩৬,০০০

ড্র

প্রতিযোগিতার ড্র ২০ অক্টোবর ২০১৮ তারিখে অনুষ্ঠিত হয়।[2]

গ্রুপ পর্ব

১৩ টি দলকে মোট চারটি গ্রুপে বিভক্ত করা হয়। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল কোয়ার্টার-ফাইনালে খেলে।

গ্রুপ এ

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
আরামবাগ ক্রীড়া সংঘ +২ কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ
চট্টগ্রাম আবাহনী +২
রহমতগঞ্জ এমএফএস
উৎস:

গ্রুপ বি

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
সাইফ স্পোর্টিং ক্লাব +৭ কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ
বিজেএমসি দল
ব্রাদার্স ইউনিয়ন
উৎস:

গ্রুপ সি

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
শেখ রাসেল ক্রীড়া চক্র +৩ কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ
ঢাকা আবাহনী
মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র
উৎস:

গ্রুপ ডি

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট যোগ্যতা অর্জন
বসুন্ধরা কিংস +৩ কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ
শেখ জামাল ধানমন্ডি ক্লাব +১
ঢাকা মোহামেডান
নোফেল স্পোর্টিং ক্লাব
উৎস:

নক-আউট পর্যায়

ব্রাকেট

 
কোয়ার্টার ফাইনালসেমি ফাইনালফাইনাল
 
          
 
৮ নভেম্বর
 
 
আরামবাগ ক্রীড়া সংঘ
 
১৯ নভেম্বর
 
ঢাকা আবাহনী
 
ঢাকা আবাহনী
 
৯ নভেম্বর
 
শেখ জামাল
 
সাইফ
 
২৩ নভেম্বর
 
শেখ জামাল
 
ঢাকা আবাহনী
 
১০ নভেম্বর
 
বসুন্ধরা
 
শেখ রাসেল
 
২০ নভেম্বর
 
চট্টগ্রাম আবাহনী
 
শেখ রাসেল
 
১১ নভেম্বর
 
বসুন্ধরা
 
বসুন্ধরা
 
 
বিজেএমসি দল
 

কোয়ার্টার ফাইনাল

কোয়ার্টার ফাইনাল ১

আরামবাগ ক্রীড়া সংঘ২–৩ঢাকা আবাহনী
শাহরিয়ার বাপ্পী  ৭'
ইকবল বাবাখানোভ  ৩৩' (পেনাল্টি)
প্রতিবেদন চিজোবা  ৩০'
সোহেল রানা  ৪৪'
বেলফোর্ট  ৯০+৫'
দর্শক সংখ্যা: ৩৭১৪
রেফারি: ভরত চন্দ্র ঘৌড়

কোয়ার্টার ফাইনাল ২

সাইফ স্পোর্টিং ক্লাব১–২শেখ জামাল ধানমন্ডি ক্লাব
কর্ডোবা  ৭১' প্রতিবেদন বোজাং  ৩০', ৭৬'
দর্শক সংখ্যা: ১০১৯
রেফারি: ফেরদৌস আহমেদ

কোয়ার্টার-ফাইনাল ৩

শেখ রাসেল ক্রীড়া চক্র১–০চট্টগ্রাম আবাহনী
রাফায়েল ওডোভিন  ৪৭' প্রতিবেদন
দর্শক সংখ্যা: ৬১৫৮
রেফারি: সুজিত চন্দন ব্যানার্জি

কোয়ার্টার ফাইনাল ৪

বসুন্ধরা কিংস৫–১বিজেএমসি দল
কলিন্ড্রেস  ২', ৯', ১৫'
তৌহিদুল আলম সবুজ  ৭০'
মতিন মিয়া  ৭৯'
প্রতিবেদন স্যামসন ইলিয়াসু  ৮৭' (পেনাল্টি)
দর্শক সংখ্যা: ১৫৭১০
রেফারি: মোহাম্মদ আলমগীর

সেমি ফাইনাল

সেমি ফাইনাল ১

ঢাকা আবাহনী৪–২শেখ জামাল ধানমন্ডি ক্লাব
মাসিহ সাইঘনি  ৫৬'
চিজোবা  ৬৫' (পেনাল্টি), ৮২', ৮৬'
প্রতিবেদন দিদারুল আলম  ৭৯', ৮৪'
দর্শক সংখ্যা: ১১,৪২০
রেফারি: মো. নাহিদ

সেমি ফাইনাল ২

শেখ রাসেল ক্রীড়া চক্র০–১ (অ.স.প.)বসুন্ধরা কিংস
তৌহিদুল আলম সবুজ  ১১৮'
দর্শক সংখ্যা: ১৭,৪১১
রেফারি: মো. নাহিদ

ফাইনাল

ঢাকা আবাহনী৩-১বসুন্ধরা কিংস
চিজোবা  ৫০', ৭৯'
বেলফোর্ট  ৮২'
কলিন্ড্রেস  ২১'
দর্শক সংখ্যা: ১৯৪৬৫
রেফারি: মিজানুর রহমান

তথ্যসূত্র

  1. "BFF President's statement for July 2018"। Bangladesh Football Federation। ১ আগস্ট ২০১৮।
  2. https://www.bff.com.bd/federation-cup-2018-draw-on-oct-20/
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.