তৌহিদুল আলম সবুজ

তৌহিদুল আলম সবুজ (জন্ম: ১৪ সেপ্টেম্বর ১৯৯০) একজন বাংলাদেশী পেশাদার ফুটবলার, যিনি বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবলের দল বসুন্ধরা কিংসের হয়ে মধ্য আক্রমণভাগে খেলে থাকেন।

তৌহিদুল আলম সবুজ
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম তৌহিদুল আলম সবুজ
জন্ম (1990-09-14) ১৪ সেপ্টেম্বর ১৯৯০
জন্ম স্থান কক্সবাজার, বাংলাদেশ
উচ্চতা ১৬৮ সেন্টিমিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
মাঠে অবস্থান সেন্টার ফরোয়ার্ড
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব বসুন্ধরা কিংস
জার্সি নম্বর ১০
জাতীয় দল
বছর দল উপস্থিতি (গোল)
২০১০– বাংলাদেশ (০)

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ২৭ মার্চ ২০১৮ তারিখ অনুযায়ী সঠিক।

ক্লাব

সবুজ ২০১৭-২০১৮ বাংলাদেশ ফুটবল সেশনে চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলেন। আবাহনীর সাথে তিনি ২০ ম্যাচে ৮টি গোল করেছিলেন। এরপর ২০১৮ সালের জানুয়ারিতে সাইফ ফুটবল ক্লাবে ধারে খেলতে যান, সেখানে তিনি এক ম্যাচ খেলেন।

২০১৯ সালের ১লা জানুয়ারি সবুজ নবাগত ফুটবল ক্লাব বসুন্ধরা কিংসে যোগ দেন। ৫০ লাখ টাকায় তিনি বসুন্ধরার সাথে চুক্তিবদ্ধ হন।[1]

আন্তর্জাতিক গোল

অলিম্পিক দল

#তারিখমাঠপ্রতিপক্ষস্কোরফলাফলপ্রতিযোগিতা
1.৫ ফেব্রুয়ারি ২০১০বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম ভারত অনুর্ধ্ব-২৩1–01–0২০১০ দক্ষিণ এশীয় গেমস
1.৮ ফেব্রুয়ারি ২০১০বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম আফগানিস্তান অনুর্ধ্ব-২৩4–04–0২০১০ দক্ষিণ এশীয় গেমস

তথ্যসূত্র

  1. "৫০ লাখ টাকায় বসুন্ধরা কিংসে সবুজ"banglatribune.com। সংগ্রহের তারিখ ২০১৯-০২-২৫
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.