এএফসি কাপ

এএফসি কাপ এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) কর্তৃক আয়োজিত একটি বাৎসরিক মহাদেশীয় ক্লাব ফুটবল প্রতিযোগিতা।মর্যাদার দিক দিয়ে এটি এএফসি চ্যাম্পিয়নস লীগের পর এশিয়ার দ্বিতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা।২০০৪ সাল থেকে এ প্রতিযোগিতা চালু করা হয়। এশীয় অঞ্চলের উঠতি ফুটবল দেশগুলোর সেরা ক্লাবগুলো নিয়ে এই টুর্নামেন্টের আয়োজন হচ্ছে।

এএফসি কাপ
চিত্র:AFC Cup logo.svg
প্রতিষ্ঠিত২০০৪ (2004)
অঞ্চলএশিয়া কাপ (AFC)
দলের সংখ্যা৩৬
সম্পর্কিত
প্রতিযোগিতা
এএফসি চ্যাম্পিয়নস লীগ
বর্তমান চ্যাম্পিয়ন আল-কুয়া আল-জাউয়িয়া (২য় শিরোপা)
সর্বাধিক সফল দল আল-কুয়েত
(৩ টি শিরোপা)
২০১৮ এএফসি কাপ

উপমহাদেশীয় দলগুলোর প্রদর্শন

ভারতীয় ক্লাব বেঙ্গালুরু এফসি ছাড়া আর কোনো উপমহাদেশীয় দল এখনো সেভাবে নজর কাড়তে পারেনি এই টুর্নামেন্টে।

  • ২০১৫ সালে ভারতীয় ক্লাব বেঙ্গালুরু এফসি টুর্নামেন্টে ১৬ দলের রাউন্ডে পৌঁছায় ।
  • ২০১৬ সালে বেঙ্গালুরু এফসি টুর্নামেন্টে রানারআপ হয়।
  • ২০১৭ সালে বেঙ্গালুরু এফসি টুর্নামেন্টে ইন্টার জোন প্লে অফ রানারআপ হয়।
  • ২০১৮ সালে বেঙ্গালুরু এফসি টুর্নামেন্টে ইন্টার জোন প্লে অফ সেমিফাইনালিস্ট হয়।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.