হাইতি

হাইতি (ফরাসি: Haïti আইতি, টেমপ্লেট:Lang-ht) পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের স্বাধীন দ্বীপরাষ্ট্র। এর সরকারি নাম হাইতি প্রজাতন্ত্র (ফরাসি: République d'Haïti রেপ্যুব্লিক দাইতি, টেমপ্লেট:Lang-ht রেপিব্লিক দাইতি)। ক্যারিবীয় সাগরের হিস্পানিওলা দ্বীপের পশ্চিম এক-তৃতীয়াংশ এলাকা নিয়ে রাষ্ট্রটি গঠিত। দ্বীপের বাকী অংশে ডোমিনিকান প্রজাতন্ত্র অবস্থিত। ১৮০৪ সালে হাইতি লাতিন আমেরিকার প্রথম স্বাধীন দেশ হিসেবে আবির্ভূত হয়। এটিই দাসদের সফল বিপ্লবের ফলে সৃষ্ট একমাত্র রাষ্ট্র। হাইতি প্রথমে স্পেনীয় ও পরে ফরাসি উপনিবেশ ছিল। হাইতির সংখ্যাগরিষ্ঠ আফ্রিকান দাসেরা ফরাসি ঔপনিবেশিকদের উৎখাত করলে হাইতি স্বাধীনতা লাভ করে। পোর্ত-ও-প্রাঁস দেশটির রাজধানী ও বৃহত্তম শহর।

Republic of Haiti
République d'Haïti
Repiblik d Ayiti
পতাকা জাতীয় মর্যাদাবাহী নকশা
নীতিবাক্য: "L'Union Fait La Force"  (French)
"Unity makes Strength"
[1]
জাতীয় সঙ্গীত: La Dessalinienne
Haiti অবস্থান
রাজধানীপর্তোপ্রাঁস
১৮°৩২′ উত্তর ৭২°২০′ পশ্চিম
বৃহত্তম শহর capital
সরকারি ভাষা ফরাসি, হাইতীয় ক্রেওল
জাতীয়তাসূচক বিশেষণ Haitian
সরকার Republic
   President Michel Martelly
   Prime Minister Jean-Max Bellerive
Formation
   as Saint-Domingue 1697 
   Independence from France
January 1, 1804 
   মোট ২৭ কিমি (146th)
১০ বর্গ মাইল
   জল/পানি (%) 0.৭
জনসংখ্যা
   ২০১৬ আনুমানিক ১০,৬০৪,০০০[2] (৮৫ তম)
   ঘনত্ব 382/কিমি (৩২ তম)
৯৮৯.৭/বর্গ মাইল
মোট দেশজ উৎপাদন
(ক্রয়ক্ষমতা সমতা)
2016 আনুমানিক
   মোট US$১৯.৩৫৭ বিলিয়ন[3]
   মাথা পিছু US$১,৭৮৪[3] (153rd)
মোট দেশজ উৎপাদন (নামমাত্র) ২০১৬ আনুমানিক
   মোট US$৮.২৫৯ বিলিয়ন[3]
   মাথা পিছু US$761[3]
জিনি সহগ (2001)59.2
উচ্চ
মানব উন্নয়ন সূচক (2005) 0.529
ত্রুটি: মানব উন্নয়ন সূচক-এর মান অকার্যকর · 146th
মুদ্রা Gourde (HTG)
সময় অঞ্চল (ইউটিসি-5)
   গ্রীষ্মকালীন (ডিএসটি)  (ইউটিসি-4)
কলিং কোড 509

এই পাহাড়ি দেশটি একসময় অরণ্যে আবৃত ছিল। বেশির ভাগ গাছই কেটে ফেলা হয়েছে, যার ফলে মৃত্তিকার ক্ষয় ঘটেছে। পল্লী অঞ্চলে কৃষকেরা পাহাড়ের পাদদেশে ক্ষুদ্রাকার জমিতে চাষবাস করে। অপুষ্টি ও বেকারত্ব হাইতির বড় সমস্যা।

সমগ্র ইতিহাস জুড়ে হাইতির জনগণ দুই ভাগে বিভক্ত। একদিকে আছে ক্ষুদ্র একটি শিক্ষিত অভিজাত শ্রেণী, যারা বেশির ভাগ সম্পদ ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী। অন্যদিকে আছে বিশাল নিম্নবিত্ত শ্রেণী যাদের কোন ক্ষমতা নেই। বর্তমানে হাইতি পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ। অনেক হাইতীয় দেশ ছেড়ে চলে গেছেন।

হাইতির রাজনৈতিক অস্থিতিশীলতার ইতিহাস দীর্ঘ। দেশটিতে অনেকগুলি স্বৈরশাসক শাসন করেছেন। এদের মধ্যে ফ্রঁসোয়া দুভালিয়ে-র নাম উল্লেখযোগ্য। ২১শ শতকের প্রারম্ভে এসে হাইতি একটি গ্রহণযোগ্য সরকার প্রতিষ্ঠা এবং জনগণের অর্থনৈতিক ও সামাজিক অবস্থা উন্নয়নের চেষ্টা করছে।

ইতিহাস

রাজনীতি

প্রশাসনিক অঞ্চলসমূহ

ভূগোল

অর্থনীতি

জনসংখ্যা

সংস্কৃতি

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Article 4 of the Constitution"। Haiti-reference.com। সংগ্রহের তারিখ ২৪ জুলাই ২০১৩
  2. Haiti & The Dominican Republic IMF population estimates
  3. "Haiti"। International Monetary Fund।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.