এল সালভাদোর
এল সালভাদর (স্পেনীয় ভাষায়: República de El Salvador রেপুব্লিকা দে এল সালভাদোর্) মধ্য আমেরিকাতে প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র। জনসংখ্যার বিচারে মধ আমেরিকার দেশগুলির মধ্যে গুয়াতেমালার পরেই এর অবস্থান। দুই আমেরিকার মহাদেশের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলির মধ্যে এটি দ্বিতীয়। মূলত একটি গ্রামীন দেশ হলেও বিংশ শতাব্দীতে এখানে ব্যাপক নগরায়ন ঘটে। দেশের জনসংখ্যার প্রায় এক-তৃতীয়াংশ সান সালভাদর মেট্রোপলিটান এলাকায় বসবাস করেন। সান সালভাদর দেশটির রাজধানী ও বৃহত্তম শহর। এল সালভাদর একটি স্পেনীয় শব্দগুচ্ছ, যার অর্থ "ত্রাতা"। যিশুখ্রিস্টের সম্মানে দেশটির এই নামকরণ করা হয়।
এল সালভাদোর প্রজাতন্ত্র República de El Salvador |
||||||
---|---|---|---|---|---|---|
|
||||||
নীতিবাক্য: "Dios, Unión, Libertad" (Spanish) "ঈশ্বর, ঐক্য, স্বাধীনতা" |
||||||
জাতীয় সঙ্গীত: Himno Nacional de El Salvador |
||||||
![]() এল সালভাদোরের অবস্থান |
||||||
রাজধানী | San Salvador ১৩°৪০′ উত্তর ৮৯°১০′ পশ্চিম | |||||
বৃহত্তম শহর | capital | |||||
সরকারি ভাষা | Spanish | |||||
জাতীয়তাসূচক বিশেষণ | Salvadoran, Salvadorian, Salvadorean | |||||
সরকার | প্রজাতন্ত্র | |||||
• | President | নাইব বুকেলে | ||||
Independence | ||||||
• | from Spain | সেপ্টেম্বর ১৫, ১৮২১ | ||||
• | from the UPCA | ১৮৪২ | ||||
আয়তন | ||||||
• | মোট | ২১ কিমি২ (152nd) ৮ বর্গ মাইল |
||||
• | জল/পানি (%) | 1.4 | ||||
জনসংখ্যা | ||||||
• | July 2007 আনুমানিক | 6,948,073 (97th) | ||||
• | 1992 আদমশুমারি | 5,118,598 | ||||
• | ঘনত্ব | 318.7/কিমি২ (23rd) ৮২৩.৬/বর্গ মাইল |
||||
মোট দেশজ উৎপাদন (ক্রয়ক্ষমতা সমতা) |
2006 আনুমানিক | |||||
• | মোট | $38.617 billion (89th) | ||||
• | মাথা পিছু | 5,600 (103rd) | ||||
জিনি সহগ (2002) | 52.4 উচ্চ |
|||||
মানব উন্নয়ন সূচক (2007) | 0.735 উচ্চ · 103th |
|||||
মুদ্রা | United States dollar (2001–present)2 | |||||
সময় অঞ্চল | (ইউটিসি-6) | |||||
কলিং কোড | 503 | |||||
ইন্টারনেট টিএলডি | .sv | |||||
১. | Telephone companies (market share): Tigo (45%), Claro (25%), Movistar (24%), Digicel (5.5%), Red (0.5%). | |||||
২. | The United States dollar is the currency in use. Financial information can be expressed in US Dollars and in Salvadoran Colón, but it is out of circulation. http://www.bcr.gob.sv/ingles/integracion/ley.html |
দেশটির ভূপ্রকৃতির অধিকাংশই আগ্নেয় পর্বতসারি নিয়ে গঠিত। ফলে এখানে কফি চাষ খুবই সুবিধাজনক। বিগত এক শতাব্দী কফি রপ্তানি করে প্রাপ্ত বৈদেশিক মুদ্রা দেশটির অর্থনীতির মূল চালিকাশক্তি। কফি-ভিত্তিক অর্থনীতির ফলে দেশে একটি ক্ষুদ্র, ধনী শাসক শ্রেণী এবং বৃহত্তর, দরিদ্র, শ্রমিক শ্রেণীর সৃষ্টি হয়েছে। ১৯৮০-র দশকের পুরোটা জুড়ে দেশটিতে একটি গৃহযুদ্ধ চলে এবং দেশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। কিন্তু ১৯৯০-এর দশকে দেশটি ধীরে ধীরে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে শুরু করে।
ইতিহাস
ষোড়শ শতকে এল সালভাদোর স্প্যানিশ শাসনের অধীনে ছিল। মধ্য আমেরিকার দেশ হিসেবে ইহা ১৮২১ সালে স্বাধীনতা অর্জন করে। দেশ হিসেবে ১৮৯৮ সালে আত্মপ্রকাশ করে।