গ্রিনল্যান্ড
গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ যা ডেনমার্কের একটি স্ব-নিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত। দ্বীপটির অধিকাংশই আর্কটিক বৃত্তের উত্তর অংশে অবস্থিত। এটি পশ্চিম দিকে ডেভিস প্রণালী ও ব্যাফিন উপসাগর দ্বারা প্রাথমিকভাবে কানাডীয় আর্কটিক দ্বীপপুঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং পূর্ব দিকে ডেনমার্ক প্রণালী দ্বারা আইসল্যান্ড থেকে পৃথক হয়েছে। গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ। এর সর্ব উত্তরের বিন্দু মরিস জেসাপ অন্তরীপ থেকে সর্ব দক্ষিণের বিন্দু ফেয়ারওয়েল অন্তরীপের দূরত্ব ২,৬৬০ কিমি (১,৬৫০ মাইল)। এটি এর সর্বাধিক বিস্তৃতি। অপরদিকে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সর্বাধিক দূরত্ব হচ্ছে ১,৩০০ কিমি (৮০০ মাইল)। এর সমগ্র উপকূলভূমি জুড়ে রয়ছে ফিওড্ যার দৈর্ঘ্য প্রায় ৪৪,০০০ কিমি (২৭,০০০ মাইল)। ভৌগলিক অবস্হান মেরু অঞ্চলে হওয়ায় সেখানে সূর্যের দেখা পাওয়া যায় মাত্র ৩ ঘণ্টা বা তার একটু বেশি কিংবা কম সময়। ফলে সেখানকার শীতকাল বা শৈত্যপ্রবাহকাল খুব দীর্ঘ সময় হয়ে থাকে। প্রচণ্ড ঠাণ্ডা ও অন্ধকারাচ্ছন্ন এক পরিবেশ যেনো কালো চাদরের মতো ঝুলে থাকে গোটা গ্রিনল্যান্ডে। তবে ভুলে গেলে চলবে না যে এটা সাইবেরিয়া নয়, এই ঠাণ্ডা অন্ধকারাচ্ছন্ন দ্বীপেও লুকিয়ে রয়েছে বিচিত্র সব সৌন্দর্য্য।
Kalaallit Nunaat Grønland গ্রিনল্যান্ড |
||||
---|---|---|---|---|
|
||||
জাতীয় সঙ্গীত: Nunarput utoqqarsuanngoravit Nuna asiilasooq |
||||
![]() গ্রিনল্যান্ডের অবস্থান |
||||
রাজধানী এবং বৃহত্তম নগরী | Nuuk স্থানাঙ্ক: অজানা আর্গুমেন্ট বিন্যাস {{#coordinates:}}: অক্ষাংশ সঠিক নয় | |||
সরকারি ভাষা | গ্রিনল্যান্ডীয়, ডেনীয় | |||
সরকার | সংসদীয় গণতন্ত্র (সাংবিধানিক রাজতন্ত্রের মধ্যে) |
|||
• | রাজা | Margrethe II | ||
• | প্রধানমন্ত্রী | Kuupik Kleist | ||
স্বায়ত্তশাসিত প্রদেশ ডেনমার্ক রাজের | ||||
• | স্বরাষ্ট্র শাসন | ১৯৭৯ | ||
• | জল/পানি (%) | ৮১.১ | ||
জনসংখ্যা | ||||
• | ডিসেম্বর ২০০৬ আনুমানিক | ৫৭,১০০ (২১৪তম) | ||
মোট দেশজ উৎপাদন (ক্রয়ক্ষমতা সমতা) |
২০০১ আনুমানিক | |||
• | মোট | ১.১ বিলিয়ন ডলার (রাংকিং নেই) | ||
• | মাথা পিছু | ২০,০০০ মার্কিন ডলার (রাংকিং নেই) | ||
মানব উন্নয়ন সূচক (নেই) | নেই ত্রুটি: মানব উন্নয়ন সূচক-এর মান অকার্যকর · নেই |
|||
সময় অঞ্চল | (ইউটিসি০ থেকে -৪) | |||
কলিং কোড | ২৯৯ | |||
ইন্টারনেট টিএলডি | .জিএল | |||
১. | ২০০ সাল অনুযায়ী: ৪১০,৪৪৯ কিমি² (১৫৮,৪৩৩ বর্গ মাইল) বরফ-মুক্ত; ১,৭৫৫,৬৩৭ কিমি² (৬৭৭,৬৭৬ বর্গ মাইল) বরফাবৃত | |||
২. | ২০০১ অনুমিত |