হাইতির ভাষা
ফরাসি ভাষা ও হাইতীয় ভাষা হাইতির সরকারি ভাষা। হাইতীয় ভাষাটি ফরাসি ভাষা-ভিত্তিক একটি ক্রেওল ভাষা। এটি হাইতির প্রায় সব মানুষের মাতৃভাষা। এই ভাষার ৯০% শব্দভাণ্ডার পর্তুগিজ, স্পেনীয়, তাইনো ও পশ্চিম আফ্রিকান ভাষা থেকে আগত।[1] ফরাসি এই দেশের প্রধান লিখিত ও প্রশাসনিক কাজে ব্যবহৃত ভাষা। ৪২% মানুষ হাইতীয় ভাষায় কথা বলে।[2][3] শিক্ষিত হাইতীয়রা এই ভাষায় কথা বলে এবং এটি অধিকাংশ বিদ্যালয়ের পাঠদানের মাধ্যম, এমনকি ব্যবসার ক্ষেত্রেও এই ভাষা ব্যবহৃত হয়। বিভিন্ন আয়োজনে, তথা বিবাহ, স্নাতক অনুষ্ঠান ও গির্জার জমায়েতেও এই ভাষা ব্যবহৃত হয়।
তথ্যসূত্র
- বোনেনফান, জাক এল. (ডিসেম্বর ১৯৮৯)। হ্যাগার্টি, রিচার্ড এ., সম্পাদক। "History of Haitian-Creole: From Pidgin to Lingua Franca and English Influence on the Language" (PDF)। লাইব্রেরি অব কংগ্রেস ফেডারেল রিসার্স ডিভিশন। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- La langue française dans le monde 2014 (PDF)। নাথান। ২০১৪। আইএসবিএন 978-2-09-882654-0। ১২ এপ্রিল ২০১৫ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- À ce propos, voir l'essai Prétendus Créolismes : le couteau dans l'igname, Jean-Robert Léonidas, Cidihca, Montréal 1995
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.