আই-লিগ

আই-লিগ ভারতের জাতীয় ফুটবল লিগ। এই প্রতিযোগিতা ২০০৭ সালে ভারতীয় জাতীয় ফুটবল লিগের জায়গায় শুরু হয়েছে। প্রথম বছরে দশটি দল এই লিগে অংশ নেয়। ডেম্পো স্পোর্টস ক্লাব প্রথম বিজয়ীর সম্মান লাভ করে। অন্যদিকে সালগাওকর স্পোর্টস ক্লাব এবং ভিভা কেরালা আই-লিগ প্রথম ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে নেমে যায়। বর্তমানে আই-লিগে ১০ টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। বর্তমান চাম্পিয়ন মিনার্ভা পাঞ্জাব।

আই-লিগ
দেশ ভারত
কনফেডারেশনএএফসি
স্থাপিত২০০৭
প্রথম মৌসুম২০০৭-০৮
দলের সংখ্যা
স্তর[1]
অবনতিআই-লিগ দ্বিতীয় ডিভিশন
ঘরোয়া কাপফেডারেশন কাপ
লীগ কাপডুরান্ড কাপ
আন্তর্জাতিক কাপএএফসি কাপ (এশীয় স্তরে ২য় সারি)
বর্তমান চ্যাম্পিয়নমিনার্ভা পাঞ্জাব
(আই লিগ ২০১৭-১৮)
সর্বাধিক শিরোপাডেম্পো (৩টি শিরোপা)
ওয়েবসাইটhttp://i-league.org
২০১৭-১৮ আই লীগ

পূর্ব মৌসুম সমূহ

মৌসুমবিজয়ীসর্বোচ্চ ভারতীয় গোলদাতা
২০০৭-০৮ডেম্পো স্পোর্টস ক্লাববাইচুং ভুটিয়া (মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব) (১০)
২০০৮-০৯চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাবসুনীল ছেত্রী (কিংফিশার ইস্ট বেঙ্গল) (৯)
২০০৯-১০ডেম্পো স্পোর্টস ক্লাবমোহাম্মদ রফি (মাহিন্দ্রা ইউনাইটেড) (১৪)
২০১০-১১সালগাওকর স্পোর্টস ক্লাবজেজে লালপেখলুয়া (ইন্ডিয়ান আরোস) (১৩)
২০১১-১২ডেম্পো স্পোর্টস ক্লাবচিনাডুরাই সাবিথ (পৈলান আরোজ) এবং মনদীপ সিং (এয়ার ইন্ডিয়া ফুটবল ক্লাব) (৯)
২০১২-১৩চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাবসি কে ভিনীত (প্রয়াগ ইউনাইটেড স্পোর্টস ক্লাব) (৭)
২০১৩-১৪বেঙ্গালুরু এফসিসুনীল ছেত্রী (বেঙ্গালুরু এফসি) (১৪)
২০১৪-১৫মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবথংখোসিয়েম হাওকিপ (পুনে এফসি) (৭)
২০১৫-১৬বেঙ্গালুরু এফসিসুনীল ছেত্রী (বেঙ্গালুরু এফসি) এবং সুশীল কুমার সিং (মুম্বই ফুটবল ক্লাব) (৫)
২০১৬-১৭আইজল এফসিসি কে ভিনীত এবং সুনীল ছেত্রী (বেঙ্গালুরু এফসি) (৭)
২০১৭-১৮মিনার্ভা পাঞ্জাবঅভিজিৎ সরকার (ইন্ডিয়ান আরোস)সুভাষ সিং (নেরোকা) (৪)

আই-লিগ দলের তালিকা

ক্লাব শহর/রাজ্য স্টেডিয়াম ধারণক্ষমতা
রিয়াল কাশ্মীর এফসি শ্রীনগর, জম্মু ও কাশ্মীর টিআরসি টার্ফ গ্রাউন্ড ১৫,০০০
মিনার্ভা পাঞ্জাব এফসি লুধিয়ানা তাও দেবী লাল স্টেডিয়াম ১২,০০০
শিলং লাজং শিলং, মেঘালয় Nehru Stadium ৩০,০০০
নেরোকা এফসি ইম্ফল, মণিপুর খুমান লাম্পক স্টেডিয়াম ৩০,০০০
আইজল এফসি আইজল রাজীব গান্ধী স্টেডিয়াম ২০,০০০
ইস্টবেঙ্গল কলকাতা, পশ্চিমবঙ্গ বারাসাত স্টেডিয়াম ২২,০০০
মোহনবাগান কলকাতা, পশ্চিমবঙ্গ বারাসাত স্টেডিয়াম ২২,০০০
ইন্ডিয়ান আরোস ভুবনেশ্বর কলিঙ্গ প্রধান স্টেডিয়াম ৫০,০০০
চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাব সালসিতে তিলক ময়দান স্টেডিয়াম ৬,০০০
গোকুলম কেরালা এফসি কোঝিকোড়, কেরল EMS স্টেডিয়াম ৭৫,০০০
চেন্নাই সিটি এফসি কোয়েম্বাটুর, তামিলনাড়ু নেহেরু স্টেডিয়াম ৩০,০০০
রিয়াল কাশ্মীর এফসি
মিনার্ভা পাঞ্জাব এফসি
NEROCA এফসি
আইজল এফসি
কলকাতা
কলকাতার দলগুলি
ইস্টবেঙ্গল
মোহনবাগান
ইন্ডিয়ান আরোস
গোকুলম কেরালা এফসি
চেন্নাই সিটি এফসি
Locations of teams in the 2013-14 I-League

ম্যানেজার, অধিনায়ক এবং কিট

ক্লাব ম্যানেজার তারকা খেলোয়াড় জার্সি স্পনসর কিট স্পনসর
মিনার্ভা পাঞ্জাব এফসি খগেন সিং উইলিয়াম উপকু
অ্যাপোলো টায়ার্স Mayor Sports
ইন্ডিয়ান আরোস লুইস নর্টন দে মাতোস অনিকেত যাদব(আ)
প্রভসুখান সিং গিল(গো)
এডমুন্ড লালরিন্দিকা(আ)
none none
শিলং লাজং ববি নোংবেট Minchol Son Aircel Adidas
নেরোকা এফসি গিফট রাইখান ফেলিক্স চিডি ওদিলি
লালিত ঠাপা
সুভাষ সিং
ভার্নেয় কালোন
ইস্টবেঙ্গল আলেজান্দ্রো মেনেনদেজ কাতসুমি ইউসা
লালদানমাবিয়া রালতে
মোহাম্মদ রফিক
এডুয়ার্ডো ফেরেইরা
মাহমুদ আমিনাহ
ডুডু ওমাগবেমি
বালি গগনদীপ
রক্ষিত ডাগর
Kingfisher and SRMB TMT1 Shiv-Naresh
মোহনবাগান খালিদ জামিল সনি নর্দে
কিংসলে অবুমনেমে
এসের পিএররিক দীপানদা
শেইখ ফাইয়াজ
রানা ঘরামি
আকরাম মোগড়াবি
নিখিল কদম
McDowell's No.1 Fila
চেন্নাই সিটি এফসি আকবর নওয়াজ পেড্রো মাঞ্জি(আ)
নেস্টর গর্ডিল্লো(ম)
এডউইন সিডনি ভ্যান্সপাউল(ম)
অজিতকুমার কামরাজ(র)
- পেনাল্টি

সম্মাননা

নিয়মানুসারে লীগের বিজয়ী দল এএফসি চ্যাম্পিয়ন লিগের বাছাইপর্বে ও এএফসি কাপের গ্রুপ পর্বে খেলার সুযোগ পাবে।

  1. "AFC on I-League"
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.