শিলং লাজং ফুটবল ক্লাব

শিলং লাজং এফ সি ভারতের শিলং শহরের একটি ফুটবল দল। ১৯৮৩ সালে স্থাপিত হওয়া এই দল, ২০০৯-১০ সালে উত্তর-পূর্ব ভারতের প্রথম দল হিসেবে আই লিগে প্রতিদ্বন্দ্বিতা করেছিল [2] এবং ফেডারেশন কাপে দ্বিতীয় স্থান লাভ করে।[3] ২০১০-১১ সালে, এই দলটি আই-লিগ দ্বিতীয় ডিভিশনে খেলবে।[4]

শিলং লাজং এফ সি
পূর্ণ নামশিলং লাজং ফুটবল ক্লাব
ডাকনাম"খাসি'স","রেড'স", "আমাদের নিজের"
প্রতিষ্ঠিত১৯৮৩[1]
মাঠজওহরলাল নেহরু স্টেডিয়াম, শিলং
শিলং, ভারত
ধারণক্ষমতা২৪,৫০০
চেয়ারম্যানপি ডি সাইয়ান
লীগআই-লিগ
২০০৯-১০১৪ (আই লিগ দ্বিতীয় ডিভিশনে অবনমিত)

তথ্যসূত্র

  1. গোল ডটকম
  2. ভারতের ফুটবল ফেডারেশন
  3. "আনন্দবাজার পত্রিকা, ৪ জানুয়ারি ২০১০"। ২১ জানুয়ারি ২০১০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১০
  4. আনন্দবাজার পত্রিকা, ২৯ মে ২০১০
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.