সালগাওকর স্পোর্টস ক্লাব
সালগাওকর স্পোর্টস ক্লাব, ১৯৫৬ সালে স্থাপিত, গোয়ার ভাস্কোতে অবস্থিত একটি ভারতীয় ফুটবল ক্লাব। ২০০৭-০৮ সালের আই-লিগে এই ক্লাবটি দশম স্থান অধিকার করে, যার ফলে সালগাওকর আগামী মরশুমে আই-লিগ দ্বিতীয় ডিভিশনে খেলবে। এছাড়াও সালগাওকর গোয়া প্রফেশনাল লিগে প্রতিদ্বন্দ্বিতা করে।
পূর্ণ নাম | সালগাওকর স্পোর্টস ক্লাব | ||
---|---|---|---|
প্রতিষ্ঠিত | ১৯৫৬ | ||
মাঠ | ফতোরদা স্টেডিয়াম | ||
ধারণক্ষমতা | ৩৫,০০০ | ||
ম্যানেজার | ![]() | ||
লীগ | আই-লিগ | ||
২০০৭-০৮ | দশম (দ্বিতীয় ডিভিশনে অবনমিত) | ||
|
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.