ফতোরদা স্টেডিয়াম
ফতোরদা স্টেডিয়াম মারগাও এর তথা রাজ্যের প্রধান স্টেডিয়াম। মূলত ফুটবল খেলার জন্য এটি ব্যবহার করা হয়।
ফতোরদা স্টেডিয়াম | |
অবস্থান | ফতোরদা, মারগাও, গোয়া ৪০৩৬০২ |
---|---|
মালিক | স্পোর্টস অথরিটি অফ গোয়া |
ধারণক্ষমতা | ২৫,০০০ |
উপরিভাগ | ঘাস |
উন্মোচন | ১৯৮৯ |
ভাড়াটিয়া | |
ভারত জাতীয় ফুটবল দল(১৯৮৪-) এফসি গোয়া(২০১৪-) |
১৯৯৯ সাফ গোল্ড কাপ
১৯৯৯ সালে টুর্নামেন্টের মূল ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়।
২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ
২০১৬ সালে টুর্নামেন্টের মূল ভেন্যু হিসেবে ব্যবহৃত হয়।
২০১৯ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্ব
এই মাঠে ভারত জাতীয় ফুটবল দল-এর একটি ঘরের ম্যাচ অনুষ্ঠিত হয় মায়ানমার-এর বিরুদ্ধে । ম্যাচটি অমীমাংসিত শেষ হয়।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.