২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ

২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ছিল এশিয়ান ফুটবল কনফেডারেশন কর্তৃক এশিয়ার অনূর্ধ্ব ১৬ যুবকদের জন্য আয়োজিত এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের ১৭তম আসর। প্রতিযোগিতাটি ২০১৫ সালের ৩ জুন এএফসি ঘোষণা অনুযায়ী[1][2] ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত ভারতের গোয়ায় অনুষ্ঠিত হয়েছিল।[3] এতে ১৬ জাতীয় অনূর্ধ্ব দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতার প্রথমবারের মত ইরাক চ্যাম্পিয়ন হয়েছে।

২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ
টুর্নামেন্টের বিবরণ
স্বাগতিক দেশ ভারত
তারিখসমূহ15 September – 2 October 2016
দলসমূহ ১৬ (১টি কনফেডারেশন থেকে)
ভেন্যু(সমূহ) (২টি আয়োজক শহরে)
শীর্ষস্থানীয় অবস্থান
চ্যাম্পিয়ন ইরাক (১ম শিরোপা)
রানার-আপ ইরান
প্রতিযোগিতার পরিসংখ্যান
ম্যাচ খেলেছে৩১
গোল সংখ্যা১০৯ (ম্যাচ প্রতি ৩.৫২টি)
উপস্থিতি৩২,৯৮৩ (ম্যাচ প্রতি ১,০৬৪ জন)
শীর্ষ গোলদাতা মোহাম্মদ দাউদ (৬ গোল)
সেরা খেলোয়াড় মোহাম্মদ দাউদ

বাছাইপর্ব

বাছাইপর্বের জন্য ড্র ২০১৫ সালের ৫ জুন অনুষ্ঠিত হয়েছিল।[4] সর্বমোট ৪৫ টি দল ১১ টি গ্রুপে ভাগ হয়ে ড্র অনুষ্ঠিত হয় এবং প্রতিটি গ্রুপের গ্রুপ বিজয়ী এবং চারটি সেরা রানার্সআপ চুড়ান্ত লড়াইয়ের জন্য যোগ্যতা অর্জন করেছিল। ভারত স্বাগতিক দল হিসাবে স্বয়ংক্রিয়ভাবে চুড়ান্ত লড়াইয়ের জন্য যোগ্যতা অর্জন করে, কিন্তু তারপরেও তারা বাছাইপর্বে অংশগ্রহণ করেছিল।

বাছাইপর্বের খেলা ১২ থেকে ২০ সেপ্টেম্বর ২০১৫ সালে অনুষ্ঠিত হয়েছিল। তারমধ্যে এইচ গ্রুপের খেলা ২ থেকে ৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছিল।[5]

বাছাইকৃত দল

দল যোগ্য হয় উপস্থিতি পূর্বের সেরা সাফল্য
 ভারতHosts /
গ্রুপ E (3rd best
) রানার্স আপ
7thQuarter-finals (2002)
 উজবেকিস্তানগ্রুপ A বিজয়ী9thচ্যাম্পিয়নস (2012)
 কিরগিজিস্তানগ্রুপ B বিজয়ী1stDebut
 ইরাকগ্রুপ C বিজয়ী9thThird place (1985), Semi-finals (2012)
 সৌদি আরবগ্রুপ D বিজয়ী10thচ্যাম্পিয়নস (1985, 1988)
 ইরানগ্রুপ E বিজয়ী10thচ্যাম্পিয়নস (2008)
 মালয়েশিয়াগ্রুপ G বিজয়ী4thQuarter-finals (2014)
 উত্তর কোরিয়াগ্রুপ H বিজয়ী10thচ্যাম্পিয়নস (2010, 2014)
 দক্ষিণ কোরিয়াগ্রুপ I বিজয়ী12thচ্যাম্পিয়নস (1986, 2002)
 অস্ট্রেলিয়াগ্রুপ J বিজয়ী5thSemi-finals (2010, 2014)
 জাপানগ্রুপ K বিজয়ী13thচ্যাম্পিয়নস (1994, 2006)
 ভিয়েতনামগ্রুপ J (1st best) রানার্স আপ6thFourth place (2000)
 থাইল্যান্ডগ্রুপ H (2nd best) রানার্স আপ10thচ্যাম্পিয়নস (1998)
 সংযুক্ত আরব আমিরাতগ্রুপ D (4th best) রানার্স আপ7thরানার্স আপ (1990)
 ওমানগ্রুপ B (5th best) রানার্স আপ9thচ্যাম্পিয়নস (1996, 2000)
 ইয়েমেনগ্রুপ A (6th best) রানার্স আপ5thরানার্স আপ (2002)

মাঠ

ড্র

চুড়ান্ত লড়াইয়ের জন্য ড্র ২০১৬ সালের ২৬মে স্থানীয় সময় ৫.৩০ মিনিটে অনুষ্ঠিত হয় ভারতের গোয়ায় (৪ মে ২০১৬ সালেরটি স্থগিত করা হয়)।[6][7] ১৬ টি দলকে একটি গ্রুপে ৪টি করে ৪টি গ্রুপে ভাগ করে ড্র হয়।[8]

পাত্র ১ পাত্র ২ পাত্র ৩ পাত্র ৪

 ভারত (hosts; position A1)
 উত্তর কোরিয়া
 দক্ষিণ কোরিয়া
 অস্ট্রেলিয়া

 ইরান
 মালয়েশিয়া
 জাপান
 উজবেকিস্তান

 থাইল্যান্ড
 সৌদি আরব
 ওমান
 ভিয়েতনাম

 সংযুক্ত আরব আমিরাত
 ইয়েমেন
 কিরগিজিস্তান
 ইরাক

খেলোয়াড়

যেসকল খেলোয়াড়ের জন্ম ১ জানুয়ারি ২০০০ বা তার পরে, সেসকল প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। প্রতিটি দল সর্বোচ্চ ২৩ জন খেলোয়াড়ের নাম নথিভূক্ত করতে পারবে (তার মধ্যে সর্বনিম্ন ৩ জন গোলকিপার থাকতে হবে)।.[9]

গ্রুপ পর্ব

নকআউট পর্ব

নকআউট পর্বে বিজয়ী নির্বাচনের জন্য অতিরিক্ত সময় দেওয়া হয়নি, শুধুমাত্র পেনাল্টি শ্যুট আউট পদ্ধতি প্রয়োগ করা হয়েছিল।[9]

ব্রাকেট

 
কোয়াটার-ফাইনালসেমি-ফাইনালফাইনাল
 
          
 
২৫ সেপ্টেম্বর – মারগাও
 
 
 ইরান5
 
২৯ সেপ্টেম্বর – মারগাও
 
 ভিয়েতনাম0
 
 ইরান (পেনাল্টি)1 (6)
 
২৬ সেপ্টেম্বর – মারগাও
 
 উত্তর কোরিয়া1 (5)
 
 ওমান1 (2)
 
২ অক্টোবর – মারগাও
 
 উত্তর কোরিয়া (পেনাল্টি)1 (4)
 
 ইরান0 (৩)
 
২৫ সেপ্টেম্বর – বামবোলিম
 
 ইরাক (পেনাল্টি)0 (৪)
 
 জাপান1
 
২৯ সেপ্টেম্বর – বামবোলিম
 
 সংযুক্ত আরব আমিরাত0
 
 জাপান
 
২৬ সেপ্টেম্বর – বামবোলিম
 
 ইরাক
 
 উজবেকিস্তান0
 
 
 ইরাক2
 

Quarter-finals

Winners qualify for 2017 FIFA U-17 World Cup.

ইরান 5–0 ভিয়েতনাম
Sayyad  30', 72'
Ghaderi  47'
Asadabadi  62'
Khodamoradi  69'
প্রতিবেদন
Pandit Jawaharlal Nehru Stadium, Margao
দর্শক সংখ্যা: 557
রেফারি: Hiroyuki Kimura (জাপান)

জাপান 1–0 সংযুক্ত আরব আমিরাত
Seko  31' প্রতিবেদন
GMC Stadium, Bambolim
দর্শক সংখ্যা: 2,428
রেফারি: Mooud Bonyadifard (ইরান)

ওমান 1–1 উত্তর কোরিয়া
Al Jahdhami  80' প্রতিবেদন Kim Pom-hyok  84'
পেনাল্টি
Al-Alawi
Al-Qaidi
Al Malki
Al Jahdhami
2–4 Kye Tam
Yun Min
Kim Kyong-sok
Cha Kwang
Kim Pom-hyok
Pandit Jawaharlal Nehru Stadium, Margao
দর্শক সংখ্যা: 655
রেফারি: Sukhbir Singh (সিঙ্গাপুর)

উজবেকিস্তান 0–2 ইরাক
প্রতিবেদন Dawood  7', 79'
GMC Stadium, Bambolim
দর্শক সংখ্যা: 1,673
রেফারি: Wang Di (চীন)

Semi-finals

জাপান 2–4 ইরাক
Yamada  29', 42' প্রতিবেদন Dawood  18', 81' (পেনাল্টি), 90+4' (পেনাল্টি)
Abdulsada  67'
GMC Stadium, Bambolim
দর্শক সংখ্যা: 1,542
রেফারি: Rowan Arumughan (ভারত)

ইরান 1–1 উত্তর কোরিয়া
Sharifi  19' প্রতিবেদন Kye Tam  80' (পেনাল্টি)
পেনাল্টি
Sharifi
Esmaeilzadeh
Ahani
Khodamoradi
Asadabadi
Shariati
Zadeh
6–5 Kye Tam
Yun Min
Kim Chung-jin
Cha Kwang
Kim Pom-hyok
Paek kwang-min
Kim Kyong-sok
Pandit Jawaharlal Nehru Stadium, Margao
দর্শক সংখ্যা: 1,014
রেফারি: Aziz Asimov (উজবেকিস্তান)

Final

ইরান 0–0 ইরাক
প্রতিবেদন
পেনাল্টি
Sharifi
Namdari
Ahani
Shariati
Esmaeilzadeh
3–4 Omar
Abdulsada
Radha
Mohammed
Dawood
Pandit Jawaharlal Nehru Stadium, Margao
দর্শক সংখ্যা: 2,237
রেফারি: Wang Di (চীন)

বিজয়ী

 ২০১৬ এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশি বিজয়ী 

ইরাক
প্রথম শিরোপা

পুরস্কার

গোলস্কোর

ক্রমিক অবস্থান

অব দল খে ড্র হা স্বগো বিগো গোপা পয়েন্ট চুড়ান্ত ফলাফল
 ইরাক ১০ +৫ ১২ চ্যাম্পিয়ন
 ইরান ১৩ +৯ ১২ রানার্স-আপ
 জাপান ২৪ +২০ ১২ সেমি-ফাইনাল
 উত্তর কোরিয়া +৩
 উজবেকিস্তান +৩ কোয়ার্টার ফাইনালে
বিদায়
 সংযুক্ত আরব আমিরাত +২
 ওমান +৩
 ভিয়েতনাম ১৫
 দক্ষিণ কোরিয়া +২ গ্রুপ পর্বে
বিদায়
১০  কিরগিজিস্তান ১১
১১  সৌদি আরব
১২  ইয়েমেন
১৩  ভারত (H)
১৪  থাইল্যান্ড ১০
১৫  মালয়েশিয়া
১৬  অস্ট্রেলিয়া ১০
উৎস: এএফসি
(H) স্বাগতিক।

ফিফা অনূর্ধ্ব ১৭ বিশ্বকাপের যোগ্যতা

এ প্রতিযোগিতার মাধ্যমে ৪টি দল ২০১৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। এছাড়া ভারত স্বাগতিক হিসাবে সরাসরি যোগ্যতা অর্জন করে।[10]

Team Qualified on Previous appearances in tournament1
 ভারত5 December 20130 (Debut)
 ইরাক26 September 20161 (2013)
 ইরান25 September 20163 (2001, 2009, 2013)
 জাপান25 September 20167 (1993, 1995, 2001, 2007, 2009, 2011, 2013)
 উত্তর কোরিয়া26 September 20164 (2005, 2007, 2011, 2015)
1 Bold indicates champion for that year. Italic indicates host for that year.

তথ্যসূত্র

  1. "India to host AFC U-16 Championship 2016"। AFC। ৩ জুন ২০১৫।
  2. "INDIA WIN AFC U-16 BID"। All India Football Federation। ৪ জুন ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ জুন ২০১৫
  3. "AFC Calendar of Competitions 2016" (PDF)। AFC।
  4. "AFC U-16 Championship 2016 qualifying draw concluded"। AFC। ৫ জুন ২০১৫।
  5. "AFC Calendar of Competitions 2015" (PDF)। AFC।
  6. "AFC confirms raft of crucial draw dates"। AFC। ১৭ মার্চ ২০১৬।
  7. "India's preparations for U-17 World Cup to gather pace with AIFF Youth Cup"। Firstpost। ২ মে ২০১৬।
  8. "AFC U-16 Championship India 2016 draw concluded"। AFC। ২৬ মে ২০১৬।
  9. "Regulations AFC U-16 Championship 2016" (PDF)। AFC।
  10. "Asian quartet qualify for India 2017"। FIFA.com। ২৫ সেপ্টেম্বর ২০১৬।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.