চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাব
চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাব, গোয়ার সালসেটে অবস্থিত একটি ভারতীয় ফুটবল ক্লাব। বর্তমানে এই ক্লাবটি আই-লিগের খেলে থাকে।
![]() | |||
পূর্ণ নাম | চার্চিল ব্রাদার্স স্পোর্টস ক্লাব | ||
---|---|---|---|
ডাকনাম | - | ||
প্রতিষ্ঠিত | ১৯৮৮ | ||
মাঠ | ফতোরদা স্টেডিয়াম, মারগাও, গোয়া | ||
ধারণক্ষমতা | ৩৫,০০০ | ||
চেয়ারম্যান | জোয়াকিম আলেমাও | ||
Head Coach | এমেকা এজুগো | ||
লীগ | আই-লিগ | ||
২০০৭-০৮ | দ্বিতীয় | ||
|
ইতিহাস
চার্চিল ব্রাদার্স এসোসিয়েশন ১৯৮৮ সালে ওয়ারকা ক্লাব নামে প্রতিষ্ঠিত হয়। একটি মরসুম ওয়ারকা ক্লাব হিসেবে থাকার পর তারা ব্রাদারস স্পোর্টিং ক্লাব হিসেবে নাম পরিবর্তন করে। পরে চার্চিল ব্র্যাজ আলেমো ক্লাবটি কিনে নিলে তাদের নামানুসারে চার্চিল ব্রাদার্স এসসি নামকরণ করে ।
খেলোয়াড়
নোট: পতাকা জাতীয় দল নির্দেশ করে যা ফিফা যোগ্যতার নিয়ম অধীন নির্ধারিত হয়েছে। খেলোয়াড়দের একাধিক জাতীয়তা থাকতে পারে যা ফিফা ভুক্ত নয়।
|
|
তারকা প্রদর্শনকারীদের গাঢ় রঙে দেখানো হলো।
বর্তমান স্টাফ
খেতাব
- আই লিগ
- বিজয়ী (২ বার): ২০০৮–০৯, ২০১২–১৩
- ডুরান্ড কাপ
- বিজয়ী (৩ বার): ২০০৭, ২০০৯, ২০১১
- ফেডারেশন কাপ
- বিজয়ী (১ বার): ২০১৩–১৪
- গোয়া প্রফেশনাল লিগ
- বিজয়ী (৭ বার): ১৯৯৫–৯৬, ১৯৯৬–৯৭, ১৯৯৭–৯৮, ১৯৯৯, ২০০০, ২০০১, ২০০৮
- আইএফএ শিল্ড
- বিজয়ী (২ বার): ২০০৯, ২০১১
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.