মোহাম্মদ রফি (ফুটবলার)

মোহাম্মদ রফি (জন্মঃ ২৪ মে ১৯৮২) হলেন কেরালার কাসারাগড জেলা থেকে আসা একজন ভারতীয় পেশাদার ফুটবল খেলোয়াড় যিনি মুম্বই এফ.সির স্ট্রাইকার হিসেবে আই-লীগ খেলে থাকেন।

মোহাম্মদ রফি
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম মাদামবিল্লাথ মোহাম্মদ রফি
জন্ম (1982-05-24) ২৪ মে ১৯৮২
জন্ম স্থান কাসারাগড, কেরালা, ভারত
উচ্চতা ১.৭৯ মিটার (৫ ফুট ১০  ইঞ্চি)
মাঠে অবস্থান ফরয়ার্ড
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব মুম্বাই এফ.সি.
জার্সি নম্বর টিবিএ
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৬–২০১০ মাহিন্দ্রা ইউনাইটেড
২০১০-২০১২ চার্চিল ব্রাদার্স (১)
২০১২-২০১৩ মুম্বই টাইগার্স এফ.সি.
২০১৩-বর্তমান মুম্বই এফ.সি. ১৩ (১)
জাতীয় দল
২০০৯- ভারত (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২৭ এপ্রিল ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।
† উপস্থিতি(গোল সংখ্যা)।

ক্লাব

২০০৯-১০ সালের আই-লীগে তিনি রেকর্ডসংখ্যক ১৪ গোল দিয়ে মওসুম শেষ করেন যেটি ভারতীয় কোন স্ট্রাইকারের জন্য মওসুমের সর্ব্বোচ্চ সংখ্যাক গোল। তিনি "মাহিন্দ্রা ইউনাইটেড" এর বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।[1] রফির দৃষ্টান্ত অনুসরন করে তার ছোট ভাই মোহাম্মদ শফি "ভিভা কেরালা এফসি" এবং "কেএসইবিতে" মোহাম্মদ রাজির সাথে খেলেছেন।[2]

মুম্বই

২০১৩ সালের ২৪ নভেম্বর তারিখে ঘোষণা করা হয়েছিল যে; রফি আইএমজি রিলায়েন্সের থেকে মু্ম্বায়ের হয়ে চুক্তি স্বাক্ষর করেছেন। তার সাথে অন্যান্য ৩ জন খেলোয়াড় হলেন খেলেম্বা সিং, এন.পি প্রদীপ এবং পিটার কস্টা। তিনি ২০১৩ সালের ২রা ডিসেম্বর তারিখে বলেয়াদী স্পোর্টস কমপ্লেক্স এর মাঠে ইস্ট বেঙ্গল এফ. সির বিরুদ্ধে আত্মপ্রকাশ করেন। উক্ত খেলায় তিনি মুম্বইয়ের হয়ে পুরো সময়জুড়ে খেলেন এবং মুম্বই ৩-২ গোলের ব্যবধানে বিজয়ী হয়।[3]

আন্তর্জাতিক

এছাড়াও রফি ভারতের জাতীয় ফুটবল দলের হয়ে প্রতিনিধিত্ব করেন এবং কুয়েত জাতীয় ফুটবল দলের বিরুদ্ধে ১টি গোল করেন। কিন্তু উক্ত ম্যাচে ভারত ১-৯ এর বিশাল ব্যবধানে পরাজিত হয়েছিল।[4]

আন্তর্জাতিক গোল

গোলতারিখমাঠপ্রতিপক্ষস্কােরফলাফলপ্রতিযোগীতা
১৪ নভেম্বর ২০১০আল-ওয়াহদা স্টেডিয়াম, আবুধাবি, সংযুক্ত আরব আমিরাত কুয়েত–৭১-৯বন্ধুত্বপূর্ণ

সম্মান

ব্যক্তিগত

  • ২০০৯–১০ আই-লীগ বর্ষসেরা খেলোয়াড়।[5]

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৮ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৪
  2. http://www.deccanchronicle.com/tabloid/others/rafi-makes-soccer-pay-262
  3. "Mumbai vs. East Bengal 3-2"Soccerway। সংগ্রহের তারিখ ৮ ডিসেম্বর ২০১৩
  4. http://zeenews.india.com/news/sports/indian-football-team-suffer-humiliating-1-9-defeat-to-kuwait_668128.html
  5. http://the-aiff.com/pages/news/index.php?N_Id=1963

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.