আই-লিগ দ্বিতীয় ডিভিশন

আই-লিগ দ্বিতীয় ডিভিশন ভারতীয় ফুটবল পিরামিডের দ্বিতীয় স্তর। এই স্তর থেকে প্রথম দুইটি দল আই-লিগ প্রথম ডিভিশনে উত্তীর্ণ হয়। এই লিগটি পুরোনো ন্যাশনাল ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশনের জায়গায় ভারতীয় ফুটবলের মানোন্নয়নের জন্য আরম্ভ করা হয়েছে। আই-লিগ দ্বিতীয় ডিভিশনের প্রথম ম্যাচটি মহমেডান স্পোর্টিং এবং আমেথি ইউনাইটেডের মধ্যে ২৫ মার্চ ২০০৮-এ খেলা হয়েছিল। প্রথম আই-লিগ দ্বিতীয় ডিভিশনের প্রথম চারটি দল আই-লিগ প্রথম ডিভিশনে খেলার যোগ্যতা অর্জন করেছে।

আই-লিগ দ্বিতীয় ডিভিশন
দেশ ভারত
স্থাপিত২০০৮ (2008)
প্রথম মৌসুম2007-08
দলের সংখ্যা১৮
স্তর
উন্নতিআই-লিগ
বর্তমান চ্যাম্পিয়ননেরোকা এফসি (১ম শিরোপা)
(আই লিগে ২০১৪-১৫)
ওয়েবসাইটhttp://i-league.org
২০১৭-১৮ আই লীগ

আই-লিগ দ্বিতীয় ডিভিশনের মূল দলগুলো

মানচিত্র

Delhi
টিড্ডিম রোড অ্যাথলেটিক
ইউনিয়ন এফসি
ফতেহ হায়দরাবাদ
Madhya Bharat
Pune City (R)
Chennaiyin (R)
লাংসনিং এফসি
এফসি কেরালা
কেরালা ব্লাস্টার্স এফসি (রিজার্ভ)
এফসি গোয়া (রিজার্ভ)
শ্রীনগর teams
রিয়াল কাশ্মীর
লোনষ্টার কাশ্মীর
Delhi teams
হিন্দুস্তান এফসি
দিল্লী ডায়নামোস (রিজার্ভ)
Delhi United
বেঙ্গালুরু teams
ওজোন এফসি
Bengaluru (R)
Locations of the 2017–18 I-League 2nd Division teams

দলের তালিকা

ক্লাব শহর / রাজ্য স্টেডিয়াম ধারণক্ষমতা
রিয়েল কাশ্মীর এফসি শ্রীনগর, জম্মু ও কাশ্মীর বক্সী স্টেডিয়াম, শ্রীনগর, জম্মু ও কাশ্মীর ৫,০০০
হিন্দুস্তান এফসি নয়াদিল্লী আম্বেদকর স্টেডিয়াম ১৫,০০০
টিড্ডিম রোড অ্যাথলেটিক ইউনিয়ন এফসি ইম্ফল খুমান লাম্পক প্রধান স্টেডিয়াম ৩৫,২৮৫
ওজোন এফসি বেঙ্গালুরু বেঙ্গালুরু ফুটবল স্টেডিয়াম -

ভিভা কেরালা এবং সালগাওকর স্পোর্টস ক্লাব ২০০৭-০৮ এর আই-লিগ প্রথম ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে নেমে যায় এবং ২০০৯ সালে আই-লিগ দ্বিতীয় ডিভিশনে খেলবে।

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.