কাতসুমি ইউসা

কাতসুমি ইউসা (遊佐 克美 Yusa Katsumi, জন্ম - আগষ্ট ২, ১৯৮৮) একজন জাপানি ফুটবল খেলোয়াড় যিনি আই লিগে ভারতের মোহনবাগানের হয়ে খেলেন।

কাতসুমি ইউসা
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম কাতসুমি ইউসা
জন্ম (1988-08-02) ২ আগস্ট ১৯৮৮
জন্ম স্থান ফুকুসিমা, ফুকুসিমা, জাপান
উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব
জার্সি নম্বর ১০
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
২০০৪-২০০৬ সানফ্রেক্কে হিরোসিমা
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৭-২০০৯ সানফ্রেক্কে হিরোসিমা (০)
২০০৯ যুইগেন কানাযাওয়া (লোন) (০)
২০১০ সান লরেঞ্জো
২০১১-২০১৩ ওএনজিসি ২৫ (০)
২০১৩– মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ৬৬ (১৪)
২০১৬নর্থ ইস্ট ইউনাইটেড (লোন) ১৪ (১)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং জানুয়ারী ২৩, ২০১৭ তারিখ অনুযায়ী সঠিক।
† উপস্থিতি(গোল সংখ্যা)।

পেশাদার জীবন

সানফ্রেক্কে হিরোসিমা

২০০৭ জে-ওয়ান লীগে পয়লা ডিসেম্বর সানফ্রেক্কে হিরোসিমার হয়ে গাম্বা ওসাকার বিরুদ্ধে উনি প্রথম খেলতে নামেন। খেলাটি ২-২ গোলে অমীমাংসিত রূপে শেষ হয়। [1] ওই মরসুমে উনি দুটি ম্যাচ খেলেন। লীগে সানফ্রেক্কে হিরোসিমা শেষ থেকে তৃতীয় হয়ে মরসুম শেষ করে ও জে-টু লীগে নেমে যায়।

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.