আফগানিস্তান ফুটবল ফেডারেশন
আফগানিস্তান ফুটবল ফেডারেশন হল আফগানিস্তানের ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা। এটি আফগানিস্তানের আফগানিস্তান জাতীয় ফুটবল দল ও আফগানিস্তান জাতীয় মহিলা ফুটবর দলকে নিয়ন্ত্রণ করে। ১৯৩৩ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি ১৯৪৮ সালে ফিফার সদস্যপদ লাভ করে এবং ১৯৫৪ সালে এশিয়ান ফুটবল কনফেডারেশন এর সদস্যপদ পায়।[1] সংস্থাটি ২০০১ সালে তালেবান পতনের পর থেকে অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে।
এএফসি | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠাকাল | ১৯৩৩ |
ফিফা কর্তৃক অনুমোদন | ১৯৪৮ |
এএফসি অনুমোদন | ১৯৫৪ |
সভাপতি | করিম কেরামুদ্দিন |
আফগানিস্তান জাতীয় ফুটবল দল ২০১৩ সালে ২০১৩ সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী হয়। এটিই ছিল আফগানিস্তানের প্রথম কোন আন্তর্জাতিক ট্রফি জয়।
তথ্যসূত্র
- Qadiry, Tahir। "BBC News - Roshan Afghan Premier League a hit with fans"। Bbc.co.uk। সংগ্রহের তারিখ ২০১২-০৯-২৪।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.