গের্ড ম্যুলার

গেরহার্ড গের্ড ম্যুলার( জার্মান উচ্চারণ: [ˈgɛrt ˈmʏlɐ] জন্ম নভেম্বর ৩, ১৯৪৫) একজন প্রাক্তন পশ্চিম জার্মান ফুটবলার। তিনি ৬২ আন্তর্জাতিক ফুটবল খেলায় অংশগ্রহণ করে ৬৮ গোলের জাতীয় রেকর্ডসহ ৭৪টি ইউরোপিয়ান ক্লাব খেলায় ৬৬ গোল, ৪২৭ বুন্দেসলিগা খেলায় ৩৬৫ গোলের আন্তর্জাতিক রেকর্ডের অধিকারী। তিনি ছিলেন তার সময়ের অন্যতম সেরা ও সফল স্ট্রাইকার।

গের্ড ম্যুলার
২০০৬ সালে ম্যুলার
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম গেরহার্ড ম্যুলার
জন্ম (1945-11-03) ৩ নভেম্বর ১৯৪৫
জন্ম স্থান নর্দলিনজেন, জার্মানি
উচ্চতা ১.৭৬ মিটার (৫ ফুট   ইঞ্চি)[1]
মাঠে অবস্থান স্ট্রাইকার
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব বায়ার্ন মিউনিখ টু (সহকারী ম্যানেজার)
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
১৯৬০-১৯৬৩ ১৮৬১ নর্দলিনজেন
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
১৯৬৩-১৯৬৪ ১৮৬১ নর্দলিনজেন ৩১ (৫১)
১৯৬৪-১৯৭৯ বায়ার্ন মিউনিখ ৪৫৩ (৩৯৮)
১৯৭৯-১৯৮১ ফোর্ট লদারদেল স্ট্রাইকার্স ৭১ (৩৮)
মোট ৫৫৫ (৪৮৭)
জাতীয় দল
১৯৬৬ পশ্চিম জার্মানি অনূর্ধ্ব-২৩ (১)
১৯৬৬-১৯৭৪ পশ্চিম জার্মানি ৬২ (৬৮)
দলসমূহ পরিচালিত
১৯৯২– বায়ার্ন মিউনিখ ২ (সহকারী ম্যানেজার)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে।
† উপস্থিতি(গোল সংখ্যা)।

ক্লাব

তিনি ১৯৬৪ সাল থেকে ১৯৭৯ সালের মধ্যে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে ৪২৭ ম্যাচে ৩৬৫টি গোল করেন।

১৯৭২ সালে ম্যুলার এক মৌসুমে ৮৫টি গোল করে বিশ্বরেকর্ড গড়েন। এ বিশ্বরেকর্ডটি দীর্ঘ ৪০ বছর অক্ষত ছিল। কিন্তু বার্সেলোনা তথা আর্জেন্টিনার ভুবনখ্যাত ফরোয়ার্ড লিওনেল মেসি ২০১২ সালে তা ভেঙ্গে দেন।[2][3]

জাতীয় দল

পশ্চিম জার্মানির হয়ে ১৯৬৬ থেকে ১৯৭৪ পর্যন্ত ৬২ ম্যাচে তার গোলসংখ্যা ৬৮। তিনি ১৯৭০ সালের বিশ্বকাপে ১০টি গোল করে সর্বোচ্চ গোলদাতা হন। ১৯৭৪-এর বিশ্বকাপে তিনি ৪টি গোল করেন। এর মাঝে শেষটি ছিল ফাইনাল ম্যাচে হল্যান্ডের বিপক্ষে ফলাফল নির্ধারণী গোল। দুটি বিশ্বকাপ খেলে মোট ১৪টি গোল করে তিনি দীর্ঘ ৩২ বছর বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে রেখেছিলেন। ২০০৬ বিশ্বকাপে রোনালদো তাকে ছাড়িয়ে যান।

তথ্যসূত্র

  1. "Gerd Müller" (German ভাষায়)। fussballdaten.de। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০০৮
  2. "Month by month, goal by goal... The diary of Messi's extraordinary record-breaking year". Mail Online. Retrieved 10 December 2012
  3. "Lionel Messi of Barcelona sets new goal-scoring record". BBC Sport. Retrieved 10 December 2012

বহিঃসংযোগ

গের্ড মুলার

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.