১৯৯৮ ফিফা বিশ্বকাপ

১৯৯৮ ফিফা বিশ্বকাপ (ইংরেজি: 1998 FIFA World Cup) হচ্ছে ফিফা বিশ্বকাপের ষোড়শতম আসর। ফিফা বিশ্বকাপ হচ্ছে বিশ্বের প্রধান ফুটবল প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ১৯৯৮ সালের ১০ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত। বিশ্বকাপের এই আসরটির আয়োজক দেশ হচ্ছে ফ্রান্স। ১৯৯৬ সালের মার্চ মাস থেকে এই বিশ্বকাপের জন্য যোগ্য ৩২টি দল নির্বাচনের লক্ষ্যে ফিফার বাছাইপর্ব শুরু হয় যা ১৯৯৭ সালের নভেম্বর মাসে শেষ হয়। এই বিশ্বকাপে প্রথমবারের মত অংশগ্রহণকারী দলের সংখ্যা ২৪টি থেকে বাড়িয়ে ৩২ দলে পরিণত করা হয়। এই বিশ্বকাপে মোট ১০টি স্টেডিয়ামে ৬৪টি খেলা অনুষ্ঠিত হয়।

১৯৯৮ ফিফা বিশ্বকাপ
Coupe du Monde – France 98
টুর্নামেন্টের বিবরণ
স্বাগতিক দেশফ্রান্স
তারিখসমূহ১০ জুন – ১২ জুলাই
দলসমূহ৩২ (৫টি কনফেডারেশন থেকে)
ভেন্যু(সমূহ)১০ (১০টি আয়োজক শহরে)
শীর্ষস্থানীয় অবস্থান
চ্যাম্পিয়ন ফ্রান্স (১ম শিরোপা)
রানার-আপ ব্রাজিল
তৃতীয় স্থান ক্রোয়েশিয়া
চতুর্থ স্থান নেদারল্যান্ডস
প্রতিযোগিতার পরিসংখ্যান
ম্যাচ খেলেছে৬৪
গোল সংখ্যা১৭১ (ম্যাচ প্রতি ২.৬৭টি)
উপস্থিতি২৭,৮৫,১০০ (ম্যাচ প্রতি ৪৩,৫১৭ জন)
শীর্ষ গোলদাতা ডেভর সুকার ( ৬ গোল)
সেরা খেলোয়াড় রোনালদো

বিশ্বকাপের এই আসরের শিরোপাধারী দল হচ্ছে ফ্রান্স, যারা ফাইনালে ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে। এই বিশ্বকাপের মধ্য দিয়ে ফ্রান্স প্রথমবারের মত বিশ্বকাপ জয়ের স্বাদ পায়। তারা ৭ম ফুটবল খেলুড়ে দেশ এবং আয়োজক দেশ হিসেবে ৬ষ্ঠ বারের মত বিশ্বকাপ জয়ের কৃতিত্ব অর্জন করে।

গ্রুপ পর্ব

সকল সময় স্থানীয় (সিইডিটি)/(ইউটিসি+২)

গ্রুপ টেবিলে রঙের অর্থ
গ্রুপ বিজয়ী এবং রানার আপ ১৬ দলের পর্বে অগ্রসর হবে।

গ্রুপ এ

দল খেলা জয় ড্র পরাজয় স্বগো বিগো গোপা পয়েন্ট
 ব্রাজিল +৩
 নরওয়ে +১
 মরক্কো
 স্কটল্যান্ড −৪
১০ জুন ১৯৯৮
ব্রাজিল ২–১ স্কটল্যান্ডস্তাদে দে ফ্রান্স, সেইন্ট-ডেনিস
মরক্কো ২–২ নরওয়েস্তাদে দে লা মোশোন, মন্ট্রেপেলিয়ার
১৬ জুন ১৯৯৮
স্কটল্যান্ড ১–১ নরওয়েপার্ক লেসকার, বোরদুয়াক্স
ব্রাজিল ৩–০ মরক্কোস্তাদে দে লা বুয়জইরে, নান্তেস
২৩ জুন ১৯৯৮
ব্রাজিল ১-২ নরওয়েস্তাদে ভেলোড্রোম, মার্শেই
স্কটল্যান্ড ০–৩ মরক্কোস্তাদে জিওফ্রয়-গুইচার্ড, সেইন্ট-এটিয়েনে

গ্রুপ বি

দল খেলা জয় ড্র পরাজয় স্বগো বিগো গোপা পয়েন্ট
 ইতালি +৪
 চিলি
 অস্ট্রিয়া −১
 ক্যামেরুন −৩
১১ জুন ১৯৯৮
ইতালি ২-২ চিলিপার্ক লেসকার, বোরদুয়াক্স
ক্যামেরুন ১-১ অস্ট্রিয়াস্তাদে দে তউলশি, তউলশি
১৭ জুন ১৯৯৮
চিলি ১-১ অস্ট্রিয়াস্তাদে জিওফ্রয়-গুইচার্ড, সেইন্ট-এটিয়েনে
ইতালি ৩-০ ক্যামেরুনস্তাদে দে লা মোশোন, মন্ট্রেপেলিয়ার
২৩ জুন ১৯৯৮
ইতালি ২-১ অস্ট্রিয়াস্তাদে দে ফ্রান্স, সেইন্ট-ডেনিস
চিলি ১-১ ক্যামেরুনস্তাদে দে লা বুয়জইরে, নান্তেস

গ্রুপ সি

দল খেলা জয় ড্র পরাজয় স্বগো বিগো গোপা পয়েন্ট
 ফ্রান্স +৮
 ডেনমার্ক
 দক্ষিণ আফ্রিকা −৩
 সৌদি আরব −৫
১২ জুন ১৯৯৮
সৌদি আরব ০–১ ডেনমার্কস্তাদে ফেলিক্স বোলায়ের্ট, লঁস
ফ্রান্স ৩–০ দক্ষিণ আফ্রিকাস্তাদে ভেলোড্রোম, মার্শেই
১৮ জুন ১৯৯৮
দক্ষিণ আফ্রিকা ১–১ ডেনমার্কস্তাদে দে তউলশি, তউলশি
ফ্রান্স ৪-০ সৌদি আরবস্তাদে দে ফ্রান্স, সেইন্ট-ডেনিস
২৪ জুন ১৯৯৮
ফ্রান্স ২–১ ডেনমার্কস্তাদে জার্ল্যান্ড, লিও
দক্ষিণ আফ্রিকা ২-২ সৌদি আরবপার্ক লেসকার, বোরদুয়াক্স

গ্রুপ ডি

দল খেলা জয় ড্র পরাজয় স্বগো বিগো গোপা পয়েন্ট
 নাইজেরিয়া
 প্যারাগুয়ে +২
 স্পেন +৪
 বুলগেরিয়া −৬
১২ জুন ১৯৯৮
প্যারাগুয়ে ০–০ বুলগেরিয়াস্তাদে দে লা মোশোন, মন্ট্রেপেলিয়ার
১৩ জুন ১৯৯৮
স্পেন ২–৩ নাইজেরিয়াস্তাদে দে লা বুয়জইরে, নান্তেস
১৯ জুন ১৯৯৮
নাইজেরিয়া ১–০ বুলগেরিয়াপার্ক দেস প্রিন্সেস, প্যারিস
স্পেন ০–০ প্যারাগুয়েস্তাদে জিওফ্রয়-গুইচার্ড, সেইন্ট-এটিয়েনে
২৪ জুন ১৯৯৮
নাইজেরিয়া ১–৩ প্যারাগুয়েস্তাদে দে তউলশি, তউলশি
স্পেন ৬-১ বুলগেরিয়াস্তাদে ফেলিক্স বোলায়ের্ট, লঁস

গ্রুপ ই

দল খেলা জয় ড্র পরাজয় স্বগো বিগো গোপা পয়েন্ট
 নেদারল্যান্ডস +৫
 মেক্সিকো +২
 বেলজিয়াম
 দক্ষিণ কোরিয়া −৭
১৩ জুন ১৯৯৮
দক্ষিণ কোরিয়া ১-৩ মেক্সিকোস্তাদে জার্ল্যান্ড, লিও
নেদারল্যান্ডস ০-০ বেলজিয়ামস্তাদে দে ফ্রান্স, সেইন্ট-ডেনিস
২০ জুন ১৯৯৮
বেলজিয়াম ২-২ মেক্সিকোপার্ক লেসকার, বোরদুয়াক্স
নেদারল্যান্ডস ৫-০ দক্ষিণ কোরিয়াস্তাদে ভেলোড্রোম, মার্শেই
২৫ জুন ১৯৯৮
নেদারল্যান্ডস ২-২ মেক্সিকোস্তাদে জিওফ্রয়-গুইচার্ড, সেইন্ট-এটিয়েনে
বেলজিয়াম ১-১ দক্ষিণ কোরিয়াপার্ক দেস প্রিন্সেস, প্যারিস

গ্রুপ এফ

দল খেলা জয় ড্র পরাজয় স্বগো বিগো গোপা পয়েন্ট
 জার্মানি +৪
 ইয়োগোস্লাভিয়া +২
 ইরান −২
 মার্কিন যুক্তরাষ্ট্র −৪
১৪ জুন ১৯৯৮
ইয়োগোস্লাভিয়া ১-০ ইরানস্তাদে জিওফ্রয়-গুইচার্ড, সেইন্ট-এটিয়েনে
১৫ জুন ১৯৯৮
জার্মানি ২-০ মার্কিন যুক্তরাষ্ট্রপার্ক দেস প্রিন্সেস, প্যারিস
২১ জুন ১৯৯৮
জার্মানি ২-২ ইয়োগোস্লাভিয়াস্তাদে ফেলিক্স বোলায়ের্ট, লঁস
মার্কিন যুক্তরাষ্ট্র ১-২ ইরানস্তাদে জার্ল্যান্ড, লিও
২৫ জুন ১৯৯৮
মার্কিন যুক্তরাষ্ট্র ০-১ ইয়োগোস্লাভিয়াস্তাদে দে লা বুয়জইরে, নান্তেস
জার্মানি ২-০ ইরানস্তাদে দে লা মোশোন, মন্ট্রেপেলিয়ার

গ্রুপ জি

দল খেলা জয় ড্র পরাজয় স্বগো বিগো গোপা পয়েন্ট
 রোমানিয়া +২
 ইংল্যান্ড +৩
 কলম্বিয়া −২
 তিউনিসিয়া −৩
১৫ জুন ১৯৯৮
ইংল্যান্ড ২-০ তিউনিসিয়াস্তাদে ভেলোড্রোম, মার্শেই
রোমানিয়া ১-০ কলম্বিয়াস্তাদে জার্ল্যান্ড, লিও
২২ জুন ১৯৯৮
কলম্বিয়া ১-০ তিউনিসিয়াস্তাদে দে লা মোশোন, মন্ট্রেপেলিয়ার
রোমানিয়া ২-১ ইংল্যান্ডস্তাদে দে তউলশি, তউলশি
২৬ জুন ১৯৯৮
কলম্বিয়া ০-২ ইংল্যান্ডস্তাদে ফেলিক্স বোলায়ের্ট, লঁস
রোমানিয়া ১-১ তিউনিসিয়াস্তাদে দে ফ্রান্স, সেইন্ট-ডেনিস

গ্রুপ এইচ

দল খেলা জয় ড্র পরাজয় স্বগো বিগো গোপা পয়েন্ট
 আর্জেন্টিনা +৭
 ক্রোয়েশিয়া +২
 জ্যামাইকা −৬
 জাপান −৩
১৪ জুন ১৯৯৮
আর্জেন্টিনা ১-০ জাপানস্তাদে দে তউলশি, তউলশি
জ্যামাইকা ১-৩ ক্রোয়েশিয়াস্তাদে ফেলিক্স বোলায়ের্ট, লঁস
২০ জুন ১৯৯৮
জাপান ০-১ ক্রোয়েশিয়াস্তাদে দে লা বুয়জইরে, নান্তেস
২১ জুন ১৯৯৮
আর্জেন্টিনা ৫-০ জ্যামাইকাপার্ক দেস প্রিন্সেস, প্যারিস
২৬ জুন ১৯৯৮
আর্জেন্টিনা ১-০ ক্রোয়েশিয়াপার্ক লেসকার, বোরদুয়াক্স
জাপান ১-২ জ্যামাইকাস্তাদে জার্ল্যান্ড, লিও

নকআউট পর্ব

১৬ দলের পর্ব কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল ফাইনাল
                           
২৭ জুন – প্যারিস            
  ব্রাজিল  
৩ জুলাই – নান্তেস
  চিলি    
  ব্রাজিল  
২৮ জুন – সেইন্ট-ডেনিশ
    ডেনমার্ক    
  নাইজেরিয়া  
৭ জুলাই – মার্শেই
  ডেনমার্ক    
  ব্রাজিল (পেনা.)  ১ (৪)
২৯ জুন – তউলশি
    নেদারল্যান্ডস  ১ (২)  
  নেদারল্যান্ডস  
৪ জুলাই – মার্শেই
  ইয়োগোস্লাভিয়া    
  নেদারল্যান্ডস  
৩০ জুন – সেইন্ট-এটিয়েনে
    আর্জেন্টিনা    
  আর্জেন্টিনা (পেনা.)  ২ (৪)
১২ জুলাই – সেইন্ট-ডেনিশ
  ইংল্যান্ড  ২ (৩)  
  ব্রাজিল  
২৭ জুন – মার্শেই
    ফ্রান্স  
  ইতালি  
৩ জুলাই – সেইন্ট-ডেনিশ
  নরওয়ে    
  ইতালি  ০ (৩)
২৮ জুন – লঁস
    ফ্রান্স (পেনা.)  ০ (৪)  
  ফ্রান্স (অতি.স.)  
৮ জুলাই – সেইন্ট-ডেনিশ
  প্যারাগুয়ে    
  ফ্রান্স  
২৯ জুন – মন্ট্রেপেলিয়ার
    ক্রোয়েশিয়া     তৃতীয় স্থান
  জার্মানি  
৪ জুলাই – লিও ১১ জুলাই – প্যারিস
  মেক্সিকো    
  জার্মানি     নেদারল্যান্ডস  
৩০ জুন – বোরদুয়াক্স
    ক্রোয়েশিয়া       ক্রোয়েশিয়া  
  রোমানিয়া  
  ক্রোয়েশিয়া    

১৬ দলের পর্ব

ইতালি ১–০ নরওয়ে
ভিয়েরি  ১8' রিপোর্ট
স্তাদে ভেলোড্রোম, মার্শেই
দর্শক সংখ্যা: ৫৫,০০০
রেফারি: বার্নাড হেয়নামেন (জার্মানি)

ব্রাজিল ৪–১ চিলি
César Sampaio  ১1', ২7'
রোনালদো  45+1' (পেনাল্টি), 70'
রিপোর্ট Salas  68'
পার্ক দেস প্রিন্সেস, প্যারিস
দর্শক সংখ্যা: 45,500
রেফারি: Marc Batta (France)

ফ্রান্স ১–০ (অ.স.প.) প্যারাগুয়ে
Blanc  ১13' রিপোর্ট
স্তাদে ফেলিক্স বোলায়ের্ট, লঁস
দর্শক সংখ্যা: 38,100
রেফারি: Ali Bujsaim (United Arab Emirates)

নাইজেরিয়া 1–4 ডেনমার্ক
Babangida  78' রিপোর্ট Møller  ৩'
B. Laudrup  ১2'
Sand  60'
Helveg  76'
স্তাদে দে ফ্রান্স, সেইন্ট-ডেনিস
দর্শক সংখ্যা: 77,000
রেফারি: Urs Meier (Switzerland)

জার্মানি 2–1 মেক্সিকো
Klinsmann  75'
Bierhoff  86'
রিপোর্ট Hernández  47'
স্তাদে দে লা মোশোন, মন্ট্রেপেলিয়ার
দর্শক সংখ্যা: 29,800
রেফারি: Vítor Melo Pereira (Portugal)

নেদারল্যান্ডস 2–1 ইয়োগোস্লাভিয়া
Bergkamp  ৩8'
Davids  90+2'
রিপোর্ট Komljenović  48'
Stadium de তউলশিStade de Toulouse, Toulouse
দর্শক সংখ্যা: 33,500
রেফারি: José Garcia Aranda (Spain)

রোমানিয়া 0–1 ক্রোয়েশিয়া
রিপোর্ট সুকার  45+2' (পেনাল্টি)
পার্ক লেসকার, বোরদুয়াক্স
দর্শক সংখ্যা: 31,800
রেফারি: Javier Castrilli (Argentina)

আর্জেন্টিনা 2–2 (অ.স.প.) ইংল্যান্ড
Batistuta  6' (পেনাল্টি)
Zanetti  45+1'
রিপোর্ট Shearer  ১0' (পেনাল্টি)
Owen  ১6'
পেনাল্টি
Berti
Crespo
Verón
Gallardo
Ayala
4–3 Shearer
Ince
Merson
Owen
Batty
স্তাদে জিওফ্রয়-গুইচার্ড, সেইন্ট-এটিয়েনে
দর্শক সংখ্যা: 30,600
রেফারি: Kim Milton Nielsen (Denmark)

কোয়ার্টার-ফাইনাল

ইতালি 0–0 (অ.স.প.) ফ্রান্স
রিপোর্ট
পেনাল্টি
R. Baggio
Albertini
Costacurta
Vieri
Di Biagio
3–4 Zidane
Lizarazu
Trezeguet
Henry
Blanc
স্তাদে দে ফ্রান্স, সেইন্ট-ডেনিস
দর্শক সংখ্যা: 77,000
রেফারি: Hugh Dallas (Scotland)

ব্রাজিল 3–2 ডেনমার্ক
Bebeto  ১1'
Rivaldo  ২7', 60'
রিপোর্ট Jørgensen  ২'
B. Laudrup  50'
স্তাদে দে লা বুয়জইরে, নান্তেস
দর্শক সংখ্যা: 35,500
রেফারি: Gamal Al-Ghandour (Egypt)

নেদারল্যান্ডস 2–1 আর্জেন্টিনা
Kluivert  ১2'
Bergkamp  89'
রিপোর্ট López  ১8'
স্তাদে ভেলোড্রোম, মার্শেই
দর্শক সংখ্যা: 55,000
রেফারি: Arturo Brizio Carter (Mexico)

জার্মানি 0–3 ক্রোয়েশিয়া
রিপোর্ট Jarni  45+3'
Vlaović  80'
সুকার  85'
স্তাদে জার্ল্যান্ড, লিও
দর্শক সংখ্যা: 39,100
রেফারি: Rune Pedersen (Norway)

সেমিফাইনাল

ব্রাজিল 1–1 (অ.স.প.) নেদারল্যান্ডস
রোনালদো  46' রিপোর্ট Kluivert  87'
পেনাল্টি
রোনালদো
Rivaldo
Emerson
Dunga
4–2 F. de Boer
Bergkamp
Cocu
R. de Boer
স্তাদে ভেলোড্রোম, মার্শেই
দর্শক সংখ্যা: 54,000
রেফারি: Ali Bujsaim (United Arab Emirates)

ফ্রান্স ২–১ ক্রোয়েশিয়া
থুরাম  ৪৭', ৬৯' রিপোর্ট সুকার  ৪৬'
স্তাদে দে ফ্রান্স, সেইন্ট-ডেনিস
দর্শক সংখ্যা: ৭৬,০০০
রেফারি: José Garcia Aranda (Spain)

তৃতীয় স্থান নির্ধারণী খেলা

নেদারল্যান্ডসকে পরাজিত করে ক্রোয়েশিয়া প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করে। ৩৫ মিনিটে ডেভর সুকার গোল করে গোল্ডেন বুট পুরস্কার নিশ্চিত করেন।[1]

নেদারল্যান্ডস ১–২ ক্রোয়েশিয়া
জেনদেন  ২১' রিপোর্ট প্রোজিনডিকি  ১৩'
সুকার  ৩৫'
পার্ক দেস প্রিন্সেস, প্যারিস
দর্শক সংখ্যা: ৪৫,০০০
রেফারি: এপিফ্যানিও গঞ্জালেস (প্যারাগুয়ে)

ফাইনাল

ব্রাজিল ০–৩ ফ্রান্স
রিপোর্ট জিদান  ২৭', ৪৫+১'
পতি  ৯০+৩'
স্তাদে দে ফ্রান্স, সেইন্ট-ডেনিস
দর্শক সংখ্যা: ৮০,০০০
রেফারি: সৈয়দ বেলকোলা (মরক্কো)

পরিসংখ্যান

চূড়ান্ত অবস্থান

প্রতিযোগিতা শেষে ফিফা বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশগ্রহণকারী সকল দলকে নিয়ে একটি র্যাঙ্কিং প্রকাশ করে।[2]

র‍্যা দল গ্রু খেলা ড্র পগো বিগো গোপা পয়ে.
ফাইনাল
 ফ্রান্সসি১৫+ ১৩১৯
 ব্রাজিল১৪১০+৪১৩
৩য় এবং ৪র্থ অবস্থান
 ক্রোয়েশিয়াএইচ১ ১+৬১৫
 নেদারল্যান্ডস১৩+৫১২
কোয়ার্টার-ফাইনালে বাদ পরা দল
 ইতালিবি+৫১ ১
 আর্জেন্টিনাএইচ১০+৭১০
 জার্মানিএফ+২১০
 ডেনমার্কসি+২
১৬ দলের পর্বে বাদ পরা দল
 ইংল্যান্ডজি+৩
১০ ইয়োগোস্লাভিয়াএফ+ ১
১১ রোমানিয়াজি+ ১
১২ নাইজেরিয়াডি−৩
১৩ মেক্সিকো+ ১
১৪ প্যারাগুয়েডি+ ১
১৫ নরওয়ে
১৬ চিলিবি−৩
গ্রুপ পর্বে বাদ পরা দল
১৭ স্পেনডি+৪
১৮ মরক্কো
১৯ বেলজিয়াম
২০ ইরানএফ−২
২১ কলম্বিয়াজি−২
২২ জ্যামাইকাএইচ−৬
২৩ অস্ট্রিয়াবি− ১
২৪ দক্ষিণ আফ্রিকাসি−৩
২৫ ক্যামেরুনবি−৩
২৬ তিউনিসিয়াG−৩
২৭ স্কটল্যান্ড−৪
২৮ সৌদি আরবসি−৫
২৯ বুলগেরিয়াডি−৬
৩০ দক্ষিণ কোরিয়া−৭
৩১ জাপানএইচ−৩
৩২ মার্কিন যুক্তরাষ্ট্রএফ−৪

তথ্যসূত্র

  1. "Debutant takes third place with win over the Netherlands"। CNNSI। Associated Press। ১১ জুলাই ১৯৯৮। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১২
  2. "All-time FIFA World Cup Ranking 1930-2010" (PDF)। Fédération Internationale de Football Association। সংগ্রহের তারিখ ৩১ জানুয়ারি ২০১৩

উৎস

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.