জাপান জাতীয় ফুটবল দল
জাপান জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক ফুটবলে জাপানের প্রতিনিধিত্ব করে। দলটি নিয়ন্ত্রণ করে জাপানি ফুটবল সংস্থা জাপান ফুটবল অ্যাসোসিয়েশন।
![]() | |||
ডাকনাম(সমূহ) | সামুরাই ব্লু নিপ্পন দাইহিয়ো ওকাদা জাপান[1] | ||
---|---|---|---|
অ্যাসোসিয়েশন | জাপান ফুটবল অ্যাসোসিয়েশন | ||
কনফেডারেশন | এএফসি (এশিয়া) | ||
প্রধান কোচ | ![]() | ||
অধিনায়ক | ইয়োশিকাতসু কাওয়াগুচি | ||
সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড় | মাসামি ইহারা (১২২) | ||
শীর্ষ গোলদাতা | কুনিশিজে কামামোতো (৭৫) | ||
ফিফা কোড | JPN | ||
| |||
ফিফা র্যাঙ্কিং | |||
বর্তমান | ৪৫ | ||
সর্বোচ্চ | ৯ (ফেব্রুয়ারি ১৯৯৮) | ||
সর্বনিম্ন | ৬২ (ফেব্রুয়ারি ২০০০) | ||
এলো র্যাঙ্কিং | |||
বর্তমান | ২৬ | ||
সর্বোচ্চ | ৮ (আগস্ট ২০০১, মার্চ ২০০২) | ||
সর্বনিম্ন | ১১২ (সেপ্টেম্বর ১৯৬২) | ||
প্রথম আন্তর্জাতিক খেলা | |||
![]() ![]() (টোকিও, জাপান; ৯ মে, ১৯১৭) | |||
বৃহত্তম জয় | |||
![]() ![]() (টোকিও, জাপান; ২৭ সেপ্টেম্বর, ১৯৬৭) | |||
বৃহত্তম হার | |||
![]() ![]() (টোকিও, জাপান; ১০ মে, ১৯১৭) | |||
বিশ্বকাপ | |||
উপস্থিতি | ৪ (প্রথম ১৯৯৮) | ||
সেরা সাফল্য | দ্বিতীয় পর্ব ২০০২ | ||
এশিয়া কাপ | |||
উপস্থিতি | ৬ (প্রথম ১৯৮৮) | ||
সেরা সাফল্য | বিজয়ী, ১৯৯২, ২০০০, ২০০৪ | ||
কনফেডারেশন্স কাপ | |||
উপস্থিতি | ৪ (প্রথম ১৯৯৫) | ||
সেরা সাফল্য | রানার্স-আপ, ২০০১ |
জাপানি এর সমর্থকদের ও গণমাধ্যমের কাছে জাপানি ফুটবল দল সকার নিপ্পন দাইহিয়ো নামে পরিচিত। এর অর্থ হচ্ছে জাপানের ফুটবল প্রতিনিধি। এটিকে সংক্ষেপে নিপ্পন দাইহিয়ো বা জাপানের প্রতিনিধি নামেও ডাকা হয়। যদিও দলটির কোনো আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত কোনো ডাকনাম নেই, তাই প্রায় সময়ই এটি কোচের দল হিসেবে কোচের নামানুসারেই পরিচিত পায়। উদাহরণস্বরূপ, কোচ ইভিকা ওসিম যখন দায়িত্বে ছিলেন, তখন দলটিকে ডাকা হতো ওসিম জাপান নামে। সাম্প্রতিককালে দলটিকে সামুরাই ব্লু ডাকনামে ডাকা হচ্ছে।
জাপান এশিয়ার ফুটবল বা আন্তর্জাতিক ফুটবল দলগুলোর মাঝে সবচেয়ে সফল একটি দল হিসেবে পরিগণিত। দলটি তিনবার এশিয়ার আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতা এএফসি এশিয়ান কাপ জয় করেছে। এছাড়াও দলটি ধারাবাহিকভাব গত চারটি ফিফা বিশ্বকাপের মূল পর্বে খেলে আসছে।
বর্তমানে দলটির প্রধান প্রশিক্ষক বা কোচ হচ্ছেন তাকাশি ওকাদা। তিনি এর আগেও ১৯৯৮ সালের বিশ্বকাপেও জাপানের কোচ হিসেবে দায়িত্বে ছিলেন।
বর্তমান সদস্য
খেলার তারিখ: ১৫ জুন, ২০১৩
প্রতিপক্ষ: উরুগুয়ে
প্রতিযোগিতা: ২০১৩ ফিফা কনফেডারেশন্স কাপ
খেলা ও গোল সংখ্যা ১১ জুন, ২০১৩ পর্যন্ত সঠিক
ইতালীয় কোচ আলবার্তো জাচ্চেরোনি ৫ জুন, ২০১৩ তারিখে ২৩-সদস্যবিশিষ্ট দলের নাম ঘোষণা করেন।[2] এ দলটিই ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণী - এএফসি চতুর্থ রাউন্ডের জন্য ইরাকের বিরুদ্ধে অংশ নিয়েছিল।
# | অব. | খেলোয়াড় | জন্ম তারিখ (বয়স) | ম্যাচ | গোল | ক্লাব |
---|---|---|---|---|---|---|
১ | গো | এইজি কাওয়াশিমা | ২০ মার্চ ১৯৮৩ | ৪৫ | ০ | ![]() |
২ | র | মাসাহিকো আইনোহা | ২৮ আগস্ট ১৯৮৫ | ১৯ | ১ | ![]() |
৩ | র | গোতোকু সাকাই | ১৪ মার্চ ১৯৯১ | ৫ | ০ | ![]() |
৪ | ম | কেইসুকে হোন্ডা | ১৩ জুন ১৯৮৬ | ৪২ | ১৪ | ![]() |
৫ | র | ইউতো নাগাতোমো | ১২ সেপ্টেম্বর ১৯৮৬ | ৫৮ | ৩ | ![]() |
৬ | র | এতসুতো উচিদা | ২৭ মার্চ ১৯৮৮ | ৫৭ | ১ | ![]() |
৭ | ম | ইয়াসুহিতো এন্ডো | ২৮ জানুয়ারি ১৯৮০ | ১৩০ | ১০ | ![]() |
৮ | আ | হিরোশি কিয়ুতাকে | ১২ নভেম্বর ১৯৮৯ | ১৭ | ১ | ![]() |
৯ | আ | শিনজি ওকাজাকি | ১৬ এপ্রিল ১৯৮৬ | ৬৩ | ৩৩ | ![]() |
১০ | আ | শিঞ্জি কাগাওয়া | ১৭ মার্চ ১৯৮৯ | ৪৩ | ১৩ | ![]() |
১১ | আ | মাইক হ্যাভেনার | ২০ মে ১৯৮৭ | ১৪ | ৪ | ![]() |
১২ | গো | শুসাকু নিশিকাওয়া | ১৮ জুন ১৯৮৬ | ৮ | ০ | ![]() |
১৩ | ম | হাজিমে হোসোগাই | ১০ জুন ১৯৮৬ | ২১ | ১ | ![]() |
১৪ | ম | কেঙ্গো নাকামুরা | ৩১ অক্টোবর ১৯৮০ | ৬৬ | ৬ | ![]() |
১৫ | র | ইয়াসুয়োকি কন্নো | ২৫ জানুয়ারি ১৯৮৩ | ৬৮ | ১ | ![]() |
১৬ | র | ইউজো কুরিহারা | ১৮ সেপ্টেম্বর ১৯৮৩ | ১৬ | ২ | ![]() |
১৭ | ম | মাকোতো হাসেবে (অ) | ১৮ জানুয়ারি ১৯৮৪ | ৬৮ | ২ | ![]() |
১৮ | আ | রাইওইচি মায়েদা | ৯ অক্টোবর ১৯৮১ | ৩০ | ১০ | ![]() |
১৯ | আ | তাকাশি ইনুই | ২ জুন ১৯৮৮ | ১০ | ০ | ![]() |
২০ | ম | হিদেতো তাকাহাশি | ১৭ অক্টোবর ১৯৮৭ | ৫ | ০ | ![]() |
২১ | র | হিরোকি সাকাই | ১২ এপ্রিল ১৯৯০ | ১০ | ০ | ![]() |
২২ | র | মায়া ইয়োশিদা | ২৪ আগস্ট ১৯৮৮ | ২৭ | ২ | ![]() |
২৩ | গো | শুইচি গোন্ডা | ৩ মার্চ ১৯৮৯ | ১ | ০ | ![]() |
তথ্যসূত্র
- A common methodology of nickname creation is done by taking the last name of incumbent head coach followed by "Japan".
- Japan squad for Confederations Cup announced, Japan Football Association, 5 June 2013
বহিঃসংযোগ
- Japan Football Association (জাপানি)
- Japan Football Association (ইংরেজি)
- Japan Samurai Blue (জাপানি)
- Japan Adidas (জাপানি)
- Japan FIFA (ইংরেজি)