জাপান জাতীয় ফুটবল দল

জাপান জাতীয় ফুটবল দল আন্তর্জাতিক ফুটবলে জাপানের প্রতিনিধিত্ব করে। দলটি নিয়ন্ত্রণ করে জাপানি ফুটবল সংস্থা জাপান ফুটবল অ্যাসোসিয়েশন

 জাপান
ডাকনাম(সমূহ)সামুরাই ব্লু
নিপ্পন দাইহিয়ো
ওকাদা জাপান[1]
অ্যাসোসিয়েশনজাপান ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
প্রধান কোচ তাকাশি ওকাদা
অধিনায়কইয়োশিকাতসু কাওয়াগুচি
সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড়মাসামি ইহারা (১২২)
শীর্ষ গোলদাতাকুনিশিজে কামামোতো (৭৫)
ফিফা কোডJPN
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান৪৫
সর্বোচ্চ(ফেব্রুয়ারি ১৯৯৮)
সর্বনিম্ন৬২ (ফেব্রুয়ারি ২০০০)
এলো র‌্যাঙ্কিং
বর্তমান২৬
সর্বোচ্চ(আগস্ট ২০০১, মার্চ ২০০২)
সর্বনিম্ন১১২ (সেপ্টেম্বর ১৯৬২)
প্রথম আন্তর্জাতিক খেলা
 জাপান ০ - ৫ প্রজাতন্ত্রী চীন 
(টোকিও, জাপান; ৯ মে, ১৯১৭)
বৃহত্তম জয়
 জাপান ১৫ - ০ ফিলিপাইন 
(টোকিও, জাপান; ২৭ সেপ্টেম্বর, ১৯৬৭)
বৃহত্তম হার
 জাপান ২ - ১৫ ফিলিপাইন 
(টোকিও, জাপান; ১০ মে, ১৯১৭)
বিশ্বকাপ
উপস্থিতি৪ (প্রথম ১৯৯৮)
সেরা সাফল্যদ্বিতীয় পর্ব ২০০২
এশিয়া কাপ
উপস্থিতি৬ (প্রথম ১৯৮৮)
সেরা সাফল্যবিজয়ী, ১৯৯২, ২০০০, ২০০৪
কনফেডারেশন্স কাপ
উপস্থিতি৪ (প্রথম ১৯৯৫)
সেরা সাফল্যরানার্স-আপ, ২০০১

জাপানি এর সমর্থকদের ও গণমাধ্যমের কাছে জাপানি ফুটবল দল সকার নিপ্পন দাইহিয়ো নামে পরিচিত। এর অর্থ হচ্ছে জাপানের ফুটবল প্রতিনিধি। এটিকে সংক্ষেপে নিপ্পন দাইহিয়ো বা জাপানের প্রতিনিধি নামেও ডাকা হয়। যদিও দলটির কোনো আনুষ্ঠানিক বা প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃত কোনো ডাকনাম নেই, তাই প্রায় সময়ই এটি কোচের দল হিসেবে কোচের নামানুসারেই পরিচিত পায়। উদাহরণস্বরূপ, কোচ ইভিকা ওসিম যখন দায়িত্বে ছিলেন, তখন দলটিকে ডাকা হতো ওসিম জাপান নামে। সাম্প্রতিককালে দলটিকে সামুরাই ব্লু ডাকনামে ডাকা হচ্ছে।

জাপান এশিয়ার ফুটবল বা আন্তর্জাতিক ফুটবল দলগুলোর মাঝে সবচেয়ে সফল একটি দল হিসেবে পরিগণিত। দলটি তিনবার এশিয়ার আঞ্চলিক ফুটবল প্রতিযোগিতা এএফসি এশিয়ান কাপ জয় করেছে। এছাড়াও দলটি ধারাবাহিকভাব গত চারটি ফিফা বিশ্বকাপের মূল পর্বে খেলে আসছে।

বর্তমানে দলটির প্রধান প্রশিক্ষক বা কোচ হচ্ছেন তাকাশি ওকাদা। তিনি এর আগেও ১৯৯৮ সালের বিশ্বকাপেও জাপানের কোচ হিসেবে দায়িত্বে ছিলেন।

বর্তমান সদস্য

খেলার তারিখ: ১৫ জুন, ২০১৩
প্রতিপক্ষ: উরুগুয়ে
প্রতিযোগিতা: ২০১৩ ফিফা কনফেডারেশন্স কাপ

খেলা ও গোল সংখ্যা ১১ জুন, ২০১৩ পর্যন্ত সঠিক

ইতালীয় কোচ আলবার্তো জাচ্চেরোনি ৫ জুন, ২০১৩ তারিখে ২৩-সদস্যবিশিষ্ট দলের নাম ঘোষণা করেন।[2] এ দলটিই ২০১৪ সালের ফিফা বিশ্বকাপের যোগ্যতা নির্ধারণী - এএফসি চতুর্থ রাউন্ডের জন্য ইরাকের বিরুদ্ধে অংশ নিয়েছিল।

0#0 অব. খেলোয়াড় জন্ম তারিখ (বয়স) ম্যাচ গোল ক্লাব
1গো এইজি কাওয়াশিমা (1983-03-20) ২০ মার্চ ১৯৮৩ ৪৫ স্ট্যান্ডার্ড লীগ
2 মাসাহিকো আইনোহা (1985-08-28) ২৮ আগস্ট ১৯৮৫ ১৯ জুবিলো আইওয়াতা
2 গোতোকু সাকাই (1991-03-14) ১৪ মার্চ ১৯৯১ স্টুটগার্ট
3 কেইসুকে হোন্ডা (1986-06-13) ১৩ জুন ১৯৮৬ ৪২ ১৪ সিএসকেএ মস্কো
2 ইউতো নাগাতোমো (1986-09-12) ১২ সেপ্টেম্বর ১৯৮৬ ৫৮ ইন্টারন্যাজিওনালে
2 এতসুতো উচিদা (1988-03-27) ২৭ মার্চ ১৯৮৮ ৫৭ শালকে ০৪
3 ইয়াসুহিতো এন্ডো (1980-01-28) ২৮ জানুয়ারি ১৯৮০ ১৩০ ১০ গাম্বা ওসাকা
4 হিরোশি কিয়ুতাকে (1989-11-12) ১২ নভেম্বর ১৯৮৯ ১৭ নুরেমবার্গ
4 শিনজি ওকাজাকি (1986-04-16) ১৬ এপ্রিল ১৯৮৬ ৬৩ ৩৩ স্টুটগার্ট
১০ 4 শিঞ্জি কাগাওয়া (1989-03-17) ১৭ মার্চ ১৯৮৯ ৪৩ ১৩ ম্যানচেস্টার ইউনাইটেড
১১ 4 মাইক হ্যাভেনার (1987-05-20) ২০ মে ১৯৮৭ ১৪ ভিতেসে
১২ 1গো শুসাকু নিশিকাওয়া (1986-06-18) ১৮ জুন ১৯৮৬ স্যানফ্রিস হিরোশিমা
১৩ 3 হাজিমে হোসোগাই (1986-06-10) ১০ জুন ১৯৮৬ ২১ বায়ার লেভারকুজেন
১৪ 3 কেঙ্গো নাকামুরা (1980-10-31) ৩১ অক্টোবর ১৯৮০ ৬৬ কাওয়াসাকি ফ্রন্টাল
১৫ 2 ইয়াসুয়োকি কন্নো (1983-01-25) ২৫ জানুয়ারি ১৯৮৩ ৬৮ গাম্বা ওসাকা
১৬ 2 ইউজো কুরিহারা (1983-09-18) ১৮ সেপ্টেম্বর ১৯৮৩ ১৬ ইয়োকোহামা এফ. মারিনোস
১৭ 3 মাকোতো হাসেবে () (1984-01-18) ১৮ জানুয়ারি ১৯৮৪ ৬৮ ওলফসবার্গ
১৮ 4 রাইওইচি মায়েদা (1981-10-09) ৯ অক্টোবর ১৯৮১ ৩০ ১০ জুবিলো আইওয়াতা
১৯ 4 তাকাশি ইনুই (1988-06-02) ২ জুন ১৯৮৮ ১০ আইনট্রাখট ফ্রাঙ্কফুর্ট
২০ 3 হিদেতো তাকাহাশি (1987-10-17) ১৭ অক্টোবর ১৯৮৭ এফসি টোকিও
২১ 2 হিরোকি সাকাই (1990-04-12) ১২ এপ্রিল ১৯৯০ ১০ হ্যানোভার ৯৬
২২ 2 মায়া ইয়োশিদা (1988-08-24) ২৪ আগস্ট ১৯৮৮ ২৭ সাউদাম্পটন
২৩ 1গো শুইচি গোন্ডা (1989-03-03) ৩ মার্চ ১৯৮৯ এফসি টোকিও

তথ্যসূত্র

  1. A common methodology of nickname creation is done by taking the last name of incumbent head coach followed by "Japan".
  2. Japan squad for Confederations Cup announced, Japan Football Association, 5 June 2013

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.