পর্তুগিজ ফুটবল ফেডারেশন
পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ) জিওআইএইচ কমবি (পর্তুগিজ: Federação Portuguesa de Futebol; [fɨdɨɾɐsˈɐ̃w poɾtuɡwˈezɐ dɨ futɨbˈɔɫ]) হচ্ছে পর্তুগালের ফুটবল পরিচালনা কমিটি। ১৯১২৩ সালে লিডবোন, পোর্টালেগ্রে এবং পোর্তুর বিদ্যমান তিনটি আঞ্চলিক সমিতি, ১৯২৬ সালে এর বর্তমান নাম গ্রহণের পূর্বে এই ফেডারেশনটি পর্তুগিজ ফুটবল ইউনিয়ন (ইউপিএফ) হিসাবে গঠিত হয়েছিল এবং এটির সদর দপ্তর ওইরাস শহরে অবস্থিত। এফপিএফ ১৯৩৩ সালে ফিফায় যোগদান করে এবং উয়েফার প্রতিষ্ঠাতা সদস্যও।
উয়েফা | |
---|---|
![]() | |
প্রতিষ্ঠাকাল | ৩১ মার্চ ১৯১৪ পর্তুগিজ ফুটবল ইউনিয়ন হিসেবে[1] |
ফিফা কর্তৃক অনুমোদন | ১৯২৩ |
উয়েফা অনুমোদন | ১৯৫৪ |
সভাপতি | ফের্নান্দো গোমেস |
ওয়েবসাইট | fpf.pt |
পর্তুগাল ফেডারেশন পেশাদার, অপেশাদার খেলার সমস্ত দিক পর্যবেক্ষণ করে এবং ক্যাম্পিয়ানোতো দে পর্তুগাল, তাকা দে পর্তুগাল এবং সুপারতাকা কান্দিদো দে অলিভিরার প্রতিযোগিতা কমিটি (ট্রফি পরিচালনাসহ) পরিচালনা করে। এটি পর্তুগাল জাতীয় ফুটবল দল (পুরুষ), মহিলা এবং যুব জাতীয় ফুটবল দলের পরিচালনার জন্য দায়বদ্ধ। পর্তুগাল জাতীয় ফুটবল দলও ফেডারেশনের অন্তর্ভুক্ত।
সভাপতির তালিকা
নিম্নে ১৯২২ সাল থেকে আজ পর্যন্ত পর্তুগিজ ফুটবল ফেডারেশনের (পূর্বে পর্তুগিজ ফুটবল ইউনিয়ন) সকল সভাপতির একটি তালিকা দেওয়া হয়েছে।[1]
নং | সভাপতি | অধিকার |
---|---|---|
১ | লুইস পিক্সোতো গিমারায়েস | ১৯২২–১৯২৫ |
২ | ফ্রাঙ্কলিন নুনেস | ১৯২৫–১৯২৭ |
৩ | হুয়াও লুইস দে মৌরা | ১৯২৭–১৯২৮ |
৪ | লুইস প্লাসিদো দে সুসা | ১৯২৯ |
৫ | সালাজার কারেইরা | ১৯৩০–১৯৩১ |
৬ | আবিলিও লাগোয়াস | ১৯৩১–১৯৩২ |
৭ | রাউল ভিয়েরা | ১৯৩৪ |
৮ | ক্রুজ ফিলিপে | ১৯৩৪–১৯৪২ |
৯ | পিরেস দে লিমা | ১৯৪৩–১৯৪৪ |
১০ | বেনতো কোলহো দা রোকা | ১৯৪৪–১৯৪৬ |
১১ | আন্দ্রে নাভারো | ১৯৪৬–১৯৫১ |
১২ | মাইয়া লোরেইরো | ১৯৫১–১৯৫৪ |
১৩ | আঙ্গেলো ফেরারি | ১৯৫৪–১৯৫৭ |
১৪ | মাইয়া লোরেইরো | ১৯৫৭–১৯৬০ |
১৫ | ফ্রাঞ্চিস্কো মেগা পাওলো সারমেন্তো | ১৯৬০–১৯৬৩ |
১৬ | জাস্তিনো পিনেইরো মাচাদো | ১৯৬৩–১৯৬৭ |
১৭ | কাজাল রিবেইরো | ১৯৬৭–১৯৬৯ |
১৮ | মাতোস কোরেইয়া | ১৯৭০–১৯৭১ |
১৯ | মার্তিন্স কানাভার্দে | ১৯৭২–১৯৭৪ |
২০ | হোর্হে ফাগুন্দেস | ১৯৭৪–১৯৭৬ |
২১ | আন্তোনিও রিবেইরো মাগালহায়েস | ১৯৭৬ |
২২ | আন্তোনিও মার্কেস | ১৯৭৬–১৯৭৯ |
২৩ | মোরায়েস লেইতাও | ১৯৭৯–১৯৮০ |
২৪ | আন্তোনিও রিবেইরো মাগালহায়েস | ১৯৮০–১৯৮১ |
২৫ | রোমাও মার্তিন্স | ১৯৮১–১৯৮৩ |
২৬ | সিলভা রেসেন্দে | ১৯৮৩–১৯৮৯ |
২৭ | হোয়াও রদ্রিগেস | ১৯৮৯–১৯৯২ |
২৮ | এ. লোপেস দা সিলভা | ১৯৯২–১৯৯৩ |
২৯ | ভিতোর ভাসকেস | ১৯৯৩–১৯৯৬ |
৩০ | গিলবার্তো মাদাইল | ১৯৯৬–২০১১ |
৩১ | ফের্নান্দো গোমেস | ২০১১–বর্তমান |
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (পর্তুগিজ)
- ফিফায় পর্তুগাল
- উয়েফায় পর্তুগাল